প্রাইজবন্ডে ০৪২৯১২১ নম্বরে ৬ লাখ টাকা

61a2c90b60abc95626a994516225d263-5a728dcdf0eb3স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাইজবন্ডপ্রাইজবন্ড১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৯০তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৪২৯১২১।

বর্তমানে প্রচলনযোগ্য ৪৯টি সিরিজের প্রতিটি এই পুরস্কার পাবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৯টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল এবং খশ এই ড্রয়ের আওতাভুক্ত।

উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয় এবং নিচে বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ, বন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে ওপরে উল্লেখিত প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।

দ্বিতীয় পুরস্কারও ৪৯টি সিরিজের প্রতিটি একটি করে পাবে। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৯২৪৫৩০। ১ লাখ টাকার তৃতীয় পুরস্কার প্রতি সিরিজের জন্য ২টি করে মোট ৯৮টি। তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ০২৩০৬০৫ এবং ০৩৭৬৯৩০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার প্রতিটি সিরিজের জন্য ২টি করে মোট ৯৮টি। চতুর্থ পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৪৪৪৫৮২ এবং ০৫৮৮৯২৪। আর ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার প্রতিটি সিরিজের জন্য ৪০টি করে মোট ১ হাজার ৯৬০টি। পঞ্চম পুরস্কারপ্রাপ্ত নম্বরগুলো হলো—

০০১২১৫৮, ০২৬৩৭১৮, ০৩৪৪৩৫৫, ০৫৪৮৯৫১, ০৭৫৬০৪৫, ০০৩৫৯০৯, ০২৬৫৮৫২, ০৩৬৯৬৪১, ০৫৪৯৯৫৬, ০৭৯০৯৫১, ০০৪৯৮০৯, ০২৭৫০১২, ০৩৮৬৯৬২, ০৫৯২২১২, ০৭৯৮২৭৯, ০০৫৭৬৭৯, ০২৭৫৭৬৩, ০৪৪৩০৯১, ০৬১৭০১২, ০৮০৮৩৫৪, ০১৪৯৩০৪, ০৩১২১০৭, ০৪৬১৯৩২, ০৬১৯৭৪৪, ০৮৩৫৩৮২, ০১৮২৪৫৬, ০৩১৩৩৯৬, ০৪৬৮০১৯, ০৬৪১৪৭১, ০৮৪৮৮২১, ০১৯৯৫০৬, ০৩৩০৮৩৬, ০৪৮৬৭০৮, ০৬৮৬৮১২, ০৮৬৯৯৯১, ০২৫৯৭১৬, ০৩৩৬৭০৬, ০৪৯৭১৫৯, ০৭৩০১৩৮, ০৯৩৭২১৮।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গোল্ডেন সনের শেয়ার প্রতি লোকসান ৭৩ পয়সা

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা।

আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির লোকসান হয়েছে ৩৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্বিতীয় প্রান্তিকে মুন্নু সিরামিকের ইপিএস ১.৬৯ টাকা

munnoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৭-২০১৮ অর্থবছরের অর্ধবার্ষিকের (জুলাই,২০১৭-ডিসেম্বর ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৯ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১.৫৯ টাকা।

গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ০.০৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ