লিবরা ইনফিউশনের ইপিএস ৪.৯০ টাকা

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৯০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪.৭৪ টাকা।

তবে গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৭৮ টাকা। যা গত ৩১ ডিসেম্বর ২০১৬ সালে ছিল ১৫৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ