ওসমানিয়া গ্লাসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

usmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ওসমানিয়া গ্লাসের শেয়ার দাম টানা বাড়ছে। ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০২.৪০ টাকা, যা টানা বেড়ে ৭ ফেব্রুয়ারি ১১৭.৬০ টাকায় লেনদেন হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওসমানিয়া গ্লাস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

প্রাইম ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা থাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.২৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৬ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

গ্যাসের অভাবে স্বক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না ইউনাইটেড পাওয়ার

UPGD_1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। তবে চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ স্বক্ষমতার বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

বুধবার গুলশানে অবস্থিত গ্রুপের প্রধান কার্যালয় কোম্পানির অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ এ কথা বলেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অবঃ) এনডিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক হাসান মাহমুদ রাজা, মালিক তালহা ইসমাঈল বারী, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মো. ইবাদত হোসেন ভূঁইয়া এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা।

মঈনুদ্দিন হাসান রশীদ বলেন, গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। বিকল্প পদ্ধতিতে গ্যাস সংকট সমাধান করছে কোম্পানিটি। এটি আগামী মার্চ মাসের মধ্যে শেষ হতে পারে। শেষ হলেই চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ ক্ষমতার সবটুকু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির এখনও অনেক বাকি। আমাদের টার্গেট এই প্রতিষ্ঠানকে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ করা‌। যদি পরিবেশসহ সব কিছু অনুকুলে থাকে তাহলে এটি করা সম্ভব হবে। চিটাগাংয়ে গ্যাস সংকট সমাধান করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনকি নতুন গ্যাস অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে

এক প্রশ্নের জবাবে কোম্পানির প্রধান অর্থ কর্তকর্তা মো: এবাদত হোসেন ভূঁইয়া বলেন, ইউনাইটেড গ্রুপের অন্য কোম্পানিতে ইউপিজিডির যে ঋণ দিয়েছে, সেটি এফডিআরের মতোই। তবে এফডিআরে কর কর্তণ করা হলেও এখানে সেটি নেই। ফলে এই গ্রুপে ঋণ দিয়ে ইউপিজিডি লাভবান হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/রনি