ইফাদ গ্রুপের চেয়ারম্যানের “কলাম সমগ্র” বইয়ের মোড়ক উম্মোচন

Book open Pictureস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ৬ বছরের ন্যায় এবারও ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বের হয়েছে ইফাদ গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক নবরাজ পত্রিকার প্রকাশক ওসম্পাদক ইফতেখার আহমেদ টিপু’র কলামের সংকলন “কলাম সমগ্র”।

সোমবার দুপুরে রাজধানীর সোনারতরী টাওয়ারে ইফাদ গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখক ইফতেখার আহমেদ টিপু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোসের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক(এইচআর) সেজুতি আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বইটি সম্পর্কে ইফতেখার আহমেদ টিপু বলেন, দেশের শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখা “কলাম সমগ্র” বইটি পড়ে পাঠকগণ দেশকে ভালোবাসতে শিখবেন। কারো বিপক্ষে না লিখেও যে সমাজের নানা অসঙ্গতি ফুটিয়ে তুলে এর সমাধান করা যায়, বইটি সে কথাই বলে দিবে। তিনি আরো বলেন, সমাজ বা সমন্বিত জনগোষ্ঠি কিংবা মানবসমাজ ভিন্ন অন্য কোন ব্যবস্থা, যার সঙ্গে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট থাকে এমন পরিবেশের পর্যালোচনা, সমস্যা ও সমাধানসহ তথ্য- উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে বইটিতে। বইটির মধ্যের অনেক তথ্য অনেকের লেখার জন্য রেফারেন্স বুক হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ইফতেখার আহমেদ টিপু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দেশের সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখে আসছেন। সে সব লেখা নিয়ে বাংলা একাডেমীর অমর একুশের গ্রন্থ মেলায় প্রতি বছর একটি করে বই প্রকাশিত হয়ে আসছে। প্রকাশিত বইগুলো হচ্ছে- সময়ের প্রতিচ্ছবি, সময়ের কন্ঠস্বর, সময়ের প্রতিধ্বনি, সময়ের দর্পণ, সময়ের হালচাল, সময়ের চালচিত্র এবং সময়ের সংলাপ। প্রকাশিত ৭টি গ্রন্থ এক মলাটের সংকলন নিয়ে এবারের একুশের গ্রন্থ মেলায় এসেছে “কলাম সমগ্র”। বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর প্যাভিলিয়ন নং-২ তে পাওয়া যাচ্ছে। ৭টি অধ্যায়ে প্রকাশিত ১৩৪০ পৃষ্ঠার

“কলাম সমগ্র” বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বুক বিল্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা সময়সাপেক্ষ : মির্জ্জা আজিজুল

picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা সময়সাপেক্ষ বলে জানিয়েছেন তত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

সোমবার রাজধানীর ফারস হোটেলে একটি অনলাইন প্রত্রিকা আয়োজিত ‘শিল্পায়নে আইপিও’র গুরুত্ব’ বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্ততায় তিনি এ কথা বলেন।

এ সময় মির্জ্জা আজিজ বলেন, পৃথিবীর সবদেশেই শেয়ারবাজারে কিছু সমস্যা হয়। আমাদের দেশেও হয়। কিছুদিন আগেও শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে সেটা আশঙ্কাজনক না। এখন শেয়ারবাজার সুষ্ঠুভাবে চলছে। এমতাবস্থায় বিনিয়োগ করলে বড় ক্ষতি হবে না।

এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর খোন্দকার ইব্রাহিম খালেদ ও বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (এফসিএমএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ও আইডিএলসি ইনভেষ্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

চাল ও গম আমদানি বেড়েছে ২১২ শতাংশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকগুলোতে চাল ও গম আমদানির জন্য ২৪৪ কোটি ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। যা গত ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ের তুলনায় ২১২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তৈরি করা হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ছয় মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য চার হাজার ২৩ কোটি টাকার এলসি খোলা হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি।

গত অর্থবছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৩০২ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। আলোচিত সময়ে চাল ও গম আমদানিতে ২৪৪ কোটি ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১২ শতাংশ বেশি। ৩২৯ কোটি ডলারের এলসি খোলা হয়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে এসব পণ্য আমদানিতে ব্যাংকগুলোতে ২৪৪ কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। পেট্রোলিয়াম আমদানিতে ১৬১ কোটি ডলার ও শিল্পের কাঁচামাল আমদানিতে ৯২৭ কোটি ডলারের এলসি খোলা হয়েছে।

সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রচুর মালামাল আমদানি হচ্ছে। গত নভেম্বরে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন বিভিন্ন পণ্য আমদানিতে সোনালী ব্যাংকে ১১৩ কোটি ডলারের এলসি খুলেছে। এছাড়াও পদ্মা সেতু, মেট্রোরেল ও বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে এলসি খুলেছেন সংশ্নিষ্টরা।

এ দিকে খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে চাল ও গম মিলিয়ে ৭০ লাখ টন খাদ্যশস্য আমদানির এলসি খোলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

aa11-5a811ac77f4b7স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএসসি পরীক্ষা চলাকালে ইন্টারনেট আড়াই ঘণ্টা বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা থেকে সরে এসেছে সরকার। সোমবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিটিআরসি’র এক কর্মকর্তা জানান, ইন্টারনেট বন্ধের আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

একের পর প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার দিন আড়াই ঘণ্টা করে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। রোববার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষার আগে ইন্টারনেটের গতি কমানো হয়। কিন্তু এ পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়ে যায়। এ নিয়ে এসএসসি পরীক্ষার শুরু থেকে সাত বিষয়ের সবগুলোর প্রশ্নপত্র ফাঁস হলো।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটির বেশি। এর মধ্যে সাড়ে ৭ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। বাকি ৫০ লাখ ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়ার ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সূত্র : ডিএসই ওয়েবসাইট

সূত্র জানায়, খালেক পাঠান নামে এই পরিচালক কোম্পানিটির ৩ কোটি ১৩ লাখ শেয়ার বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. গ্রামীন ফোন
  2. স্কয়ার ফার্মা
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. ব্র্যাক ব্যাংক
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. ন্যাশনাল টিউবস
  7. সিটি ব্যাংক
  8. মুন্নু সিরামিকস
  9. ইফাদ অটোস
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

ডিএসই ও সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে ও সূচক রেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪‌০৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করে ২২৪৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, মুন্নু সিরামিকস, ইফাদ অটোস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২০ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইনফরমেশন সার্ভিসের দর বাড়ার কারণ নেই

BD-Wellding.-ISNTস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ডিএসই কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ২২ টাকা এবং গতকাল ১২ ফেব্রুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৫.১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ইনফরমেশন সার্ভিসেস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সোনারগাঁ টেক্সটাইলের দর বাড়ার অপ্রকাশিত-তথ্য নেই

sonargoan-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে সিএসই কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ জানুয়ারি এ শেয়ারের দর ছিল ১৫ টাকা এবং গতকাল ১২ ফেব্রুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৮.১০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন সিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনারগাঁ টেক্সটাইল জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সায়হাম কটনের ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

saiham-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এস এম ফয়সাল নামে এই পরিচালক কোম্পানিটির ৬০ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ ইসতিয়াক আহমেদকে হস্তান্তর করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহারস্বরুপ এই শেয়ার হস্থান্তর হবে।

স্টকমার্কেটবিডি.কম/