এ্যাপেক্স ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

apexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেডর শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ১৩৯.৬ টাকা এবং গতকাল রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ১৮৪.৬ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এ্যাপেক্স ফুডস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

টিআইবির বক্তব্যে বিএসইসির প্রতিবাদ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্ট্রাটেজিক পার্টনার নেওয়ার ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে গত শুক্রবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে বিবৃতি দিয়েছে, সেটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে বিএসইসি। গত শনিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বক্তব্য তুলে ধরেছে বিএসইসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে কারা আবেদন করেছে সে সম্পর্কে বিএসইসি বিস্তারিত কিছু জানে না। কারণ এখনও তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য পাঠায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ। এমন অবস্থায় বিএসইসি কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে নেই। অথচ তাদের বিরুদ্ধে একটি পক্ষের হয়ে চাপ দেওয়ার অভিযোগ তুলেছে টিআইবি। এ অভিযোগ করার আগে তারা একবারের জন্য বিএসইসির সঙ্গে যোগাযোগ করেনি, তাদের বক্তব্য নেয়নি।

বিএসইসির বিরুদ্ধে টিআইবি যেসব অভিযোগ করেছে, তাকে আপত্তিকর বলে অভিহিত করেছে বিএসইসি।

উল্লেখ, স্টক এক্সচেঞ্জে মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার সঙ্গে জড়িত আইনের শর্ত অনুসারে স্টক এক্সচেঞ্জের ২৫ শতাংশ শেয়ার কৌশলগত বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে হবে। ডিএসই এই শেয়ার বিক্রি করার জন্য দরপত্র আহ্বান করলে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ও চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে অপর একটি কনসোর্টিয়াম অংশ নেয়। ভারতীয় কনসোর্টিয়াম প্রতি শেয়ারের জন্য দর প্রস্তাব করেছে ১৫ টাকা আর চীনা কনসোর্টিয়াম দর দিয়েছে ২২ টাকা। এছাড়া চীনা কনসোর্টিয়াম প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার কারিগরি সহায়তার প্রস্তাব করেছে।

অভিযোগ উঠেছে, কম দর দেওয়ার পরও ভারতীয় কনসোর্টিয়ামটি তদবির করছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাদের পক্ষ নিয়ে ডিএসইকে চাপ দিচ্ছে। এর প্রেক্ষিতে শুক্রবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) শুক্রবার এক বিবৃতিতে বিষয়টির নিন্দা জানিয়েছে। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ অস্বীকার করেছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোনাস ও নগদ লভ্যাংশ ঘোষণা

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৮ পয়সা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৬৪.৬৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১২ মার্চ ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম