ইষ্টার্ণ কেবলসের ৩.৪৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ণ কেবলস লিমিটেডের একজন পরিচালক ৩ লাখ ৪৭ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনাব খন্দকার মনির উদ্দিন নামে এই পরিচালক কোম্পানিটির ৩ লাখ ৪৭ হাজার ১শ টি শেয়ার বেচলেন। তার নামে কোম্পানিটির মোট ৮,২৭,১০০টি শেয়ার রয়েছে।

এই করপোরেট পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে (পাবলিক মার্কেট/ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

২০ ফেব্রুয়ারি সমাপ্ত আর্থিক বছরের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্যবসা সম্প্রসারণে এসকে ট্রিমসকে ৩০ কোটি টাকার আইপিও অনুমোদন

SKTILস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৩০তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির নির্বাহি পরিচালক আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের গত তিন অর্থবছরে শেয়ার প্রতি গড় মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৭৯ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও বিএমএসএল ইভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ইউনিক হোটেল ২.৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

unic...smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোলাম মোস্তফা নামে এই পরিচালক কোম্পানিটির ২.৫ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট/ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/

অর্থনীতিতে একুশে পদক পেলেন ড. মইনুল ইসলাম

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম হাতে এ বছরের একুশে পদক তুলে দিয়েছেন।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের অয়োজন করে।

এসময় তিনি জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম পদক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং পদকপ্রাপ্তদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, বিচারপতি, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক, রাজনীতিবিদ, কূটনিতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিরা হচ্ছেন- ভাষা আন্দোলনে ভাষাবিদ ড. মো. শহীদুল্লাহর পুত্র মরহুম ভাষাসৈনিক আ জ ম তকীয়ুল্লাহ (মরণোত্তর) ও শল্য চিকিৎসক অধ্যাপক ভাষাসৈনিক মির্জা মাজহারুল ইসলাম, সংগীতে উপমহাদেশের দিকপাল সংগীতজ্ঞ ওস্তাত আয়াত আলী খানের পুত্র বহুগুণে গুনান্বিত শিল্পী ও সংগীত পরিচালক শেখ সাদী খান, শুদ্ধ সংগীত সাধক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার গীতিকার ও শিল্পী ইন্দ্র মোহন রাজবংশী, খ্যাতনামা সঙ্গীত শিল্পী মো. খুরশীদ আলম ও বিশিষ্ট সেতার বাদক ওস্তাদ মতিউল হক খান, নৃত্যে প্রথম শ্রেণির নৃত্যশিল্পী ও কোরিয়গ্রাফার মুক্তিযোদ্ধা বেগম মীনু হক (মীনু বিল্লাহ), অভিনয়ে বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরীদি (হুমায়ুন কামরুল ইসলাম) (মরণোত্তর), নাটকে নাট্যকার ও মুক্তিযুদ্ধের সংগঠক নিখিল সেন (নিখিল কুমার সেন গুপ্ত), চারুকলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কালিদাস কর্মকার, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, সাংবাদিকতায় প্রবীন রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক ও ভাষাসৈনিক রণেশ মৈত্র, গবেষণায় ভাষা সৈনিক মরহুমা অধ্যাপক জুলেখা হক (মরণোত্তর), অর্থনীতিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, সমাজসেবায় নিসচা’র (নিরাপদ সড়ক চাই) কর্ণধার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী (মরণোত্তর)।

পদক বিজয়ীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজ নিজ পদক গ্রহণ করেন এবং মরণোত্তর একুশে পদক বিজয়ীদের পক্ষে তাদের পুত্র ও কন্যারা এই পদক গ্রহণ করেন।

ভাষাসৈনিক আ জ ম তকীয়ুল্লাহর (মরণোত্তর) পক্ষে তার কন্যা কবি ও সাংবাদিক শান্তা মারিয়া, মরহুম হুমায়ুন ফরীদির পক্ষে কন্যা সারারাত ইসলাম, মরহুমা অধ্যাপক জুলেখা হকের পক্ষে কন্যা তৃষা হক, মরহুম খালেকদাদ চৌধুরীর পক্ষে পুত্র হায়দার জাহান চৌধুরী পদক গ্রহণ করেন। সাংবাদিক রণেশ মৈত্র বিদেশে থাকায় তার পক্ষে পুত্র প্রলয় কুমার মৈত্র পদক গ্রহণ করেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফোর-জি সিম বদলের বাড়তি খরচ রোধের আশ্বাস মন্ত্রীর

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফোরজি চালুর জন্য সিম রিপ্লেসমেন্টের জন্য বাড়তি খরচ যেন গ্রাহকের পকেট থেকে না যায় সেজন্য অর্থমন্ত্রীর কাছে দাবি জানাবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফোর-জি চালু হওয়ার একদিন পর মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র ফোর-জির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

নতুন সেবাটি চালুর জন্য গ্রাহকদের ফোর-জি ব্যবহারযোগ্য সিম কিনতে হচ্ছে। ‘রিপ্লেসমেন্ট ফি’ হিসেবে অপারেটরগুলো গ্রাহকদের কাছে সিম প্রতি ১১০ টাকা করে নিচ্ছে। আর অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্র ছাড়া অনুমোদিত অন্যান্য কেন্দ্র থেকে নিতে গেলে বাড়তি আরো ১০-২০ টাকা যাচ্ছে গ্রাহকের।

মোবাইল ফোন অপারেটরগুলোকে সিম প্রতি বাড়তি যে খরচ হয় তা জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়ার কথা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবি’র অনুষ্ঠানে অপারেটরটির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ রিপ্লেসমেন্ট ফি’র বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ২২ তারিখ একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী উপস্থিত থাকবেন। সিম রিপ্লেসমেন্টে যে অর্থ নেওয়া হচ্ছে তা নিয়ে সেদিন আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

মন্ত্রী বলেন, আমরা ফোর-জি নেটওয়ার্ক পেয়েছি, ব্যবহারের জন্য যে ডিভাইস দরকার, সিদ্ধান্ত নিয়েছি, সরকারের যে সেবা জনগণের কাছে পৌঁছাবে সেগুলো মোবাইল ফোন প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে। ডিভাইস দরকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার ক্ষেত্রে। যতো দ্রুত সম্ভব প্রত্যেক শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেবো। সবার হাতে ডিভাইস তুলে না দিলে হবে না।

আগামী এক-দু’মাসের মধ্যে আরো দুই-একটি মোবাইল ফোন কারখানা উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, হয়তো এই মুহূর্তে ফোর-জি হ্যান্ডসেটের ঘাটতি মিটবে না, তবে ২০১৮ সালের শেষ দিকে এ ঘাটতি থাকবে না। আমি আশা করবো, ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহার করা হলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

মাতৃভাষা দিবসে বন্ধ শেয়ারবাজার

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ব্যাংক ও বিমা অফিস।

উভয় স্টক এক্সচেঞ্জের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, ওইদিন দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (ডিএসই ও সিএসই) লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে ব্যাংক, বিমা এবং ডিএসই ও সিএসই’র অফিসিয়াল কার্যক্রম।

তবে পরদিন বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রণালয় বাস্তব পদক্ষেপ নেবে : তোফায়েল আহমেদ

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রণালয় বাস্তব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ ও সহজীকরণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি একথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টর এখন বৈশ্বিকভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে। ভারতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তাই সব দেশকেই এই খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‘আমরা এ বিষয়ে কার্যকর ও বাস্তবধর্মী পদক্ষেপ নেবো। বাংলাদেশে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, তার সবগুলোতেই মামলা হয়েছে। অনেকেই দুদকের তদন্তের সম্মুখীন হয়েছেন। অনেকেই জেলে আছেন। আমরা কিন্তু কাউকেই ছাড় দিচ্ছি না।’

তোফায়েল বলেন, ব্যাংকের লোনেই ব্যবসায়ীরা ব্যবসা করেন। দেশের শিল্পায়নের যে অগ্রগতি তা ঋণের টাকাতেই হয়েছে। কিন্তু দেখতে হবে ঋণের বিপরীতে যথেষ্ট পরিমাণ জামানত রাখা হয়েছে কিনা। ঋণের টাকা ফিরে আসছে কিনা। আমরা তো ঋণ দিতে তদবির করি না। দালালি করি না। ত্রুটি নিয়ে সমালোচনার পাশাপাশি তাই ভালো দিকটাও তুলে ধরা উচিত।

পানামা পেপারস ও প্যারাডাইস পেপারস কেলেংকারিতে বাংলাদেশিদের নাম আসা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে। যারা মানি লন্ডারিং করছে তারা বিচারের সম্মুখীন হবেন। অনেকেতো জেলেও আছেন। এখানে ব্লেম গেম খেলার সুযোগ নেই। সরকার এখানে চুপ থাকতে পারে না। অর্থমন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিআইডিএস’র সিনিয়র ফেলো ড. নাজনিন আহমেদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনিক হোটেল
  2. গ্রামীন ফোন
  3. স্কয়ার ফার্মা
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. ফু ওয়াং ফুড
  6. বেক্স ফার্মা
  7. সিভিও পেট্রোকেমিক্যাল
  8. আলিফ ইন্ডাস্ট্রি
  9. মুন্নু সিরামিকস
  10. ফার্মা এইডস লিমিটেড।

ডিএসই ও সিএসইতে বেড়েছে লেনদেন ও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯১ কোটি টাকা। এদিন সেখানে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৬৬ পয়েন্ট কমে অবস্থান করে ২১৭৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির। আর দর অপরিবর্তিত আছে ৫৫টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনিক হোটেল, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ফু ওয়াং ফুড, বেক্স ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, আলিফ ইন্ডাস্ট্রি, মুন্নু সিরামিকস ও ফার্মা এইডস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৫.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৫১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও শাহাজালার ইসলামিক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম