শেয়ারবাজার দ্রুত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন মাজেদুর রহমান

DSE Meet the Pressস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি কেএএম মাজেদুর রহমান বলেছেন, মুদ্রানীতি ঘোষণার পর ঋণ আমানতের অনুপাত (এডিরেশিও) কমানো এবং কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে কিছু সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে এগুলো নীতি নির্ধারণের বিষয়। এতে মার্কেটের খুব বেশি ক্ষতি হবে না।

তিনি বলেছেন, বাজার কিছুটা উঠবে নামবে, এটা স্বাভাবিক বিষয়। বর্তমানে বিশ্ব শেয়ারবাজারে বাংলাদেশের চেয়ে বড় দরপতন হচ্ছে। সেখানে বাংলাদেশের তুলনামূলক বাজারে কম হচ্ছে। শেয়ারবাজার দ্রুত ঘুরে দাঁড়াবে ।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসইর কনফারেন্স রুমে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডিএসইর এমডি ছাড়াও উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক ছায়েদুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব খায়রুল বাসার প্রমুখ।

ডিএসই’র এমডি বলেন, মুদ্রানীতির কারণে ব্যাংকের তারল্য সংকট হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির কার্যকারিতার সময় আরো ছয় মাস বৃদ্ধি করেছে। আশা করছি বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। দ্রুত বাজার ঘুরে দাঁড়াবে।

বিনিয়োগকারীদের এখনই বিনিয়োগের উত্তম সময় বলেও উল্লেখ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পরিচালক পদে নির্বাচন করবে ইকবাল হাসান ও মিনহাজ মান্নান

DSE-electionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- ডিএসই’র সাবেক পরিচালক আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইকবাল হাসান ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান।

জানা গেছে, ডিমিউচুয়্যালাইজেশন পরবর্তী পঞ্চম এই নির্বাচনে আগামী ১২ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১২ মার্চ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ মার্চ মতিঝিলে ডিএসই প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন হবে।

ভোট শেষে ওইদিনই ফলাফল জানানো হবে। পরে ডিএসই’র ৫৬তম বার্ষিক সাধারণ সভায় দাফতরিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বর্তমান শেয়ারহোল্ডার শাকিল রিজভী দু’বার পরিচালক পদে থাকায় তার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। অন্য দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর ‍উদ্দিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড পাওয়ারের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

unitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়া কসমেটিকসের ২৯ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২৯ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,মিসেস তানসিন কেয়া নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২৯ লাখ শেয়ার বেচলেন। তার নামে কোম্পানিটির মোট ২,৩২,৯৪,৮০৬ টি শেয়ার রয়েছে।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়া কসমেটিকসের সাড়ে ৩ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক করপোরেট পরিচালক ৩ কোটি ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন নামে এই উদ্দোক্তা কোম্পানিটির সাড়ে ৩কোটি শেয়ার বেচবে। প্রতিষ্ঠানের হাতে কোম্পানিটির মোট ১৩,০৩,৮৮,৬৩১ টি শেয়ার রয়েছে।

এই করপোরেট পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রিটিশ আমেরিকার বার্ষিক বোর্ড সভা ৫ মার্চ

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত থাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো বাংলাদেশ কো. লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৫ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী মহাখালি ডিওএইচএসে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  2. ইফাদ অটোস
  3. স্কয়ার ফার্মা
  4. ইউনিক হোটেল
  5. ন্যাশনাল টিউবস
  6. ইবনে সিনা
  7. লংকা বাংলা ফাইন্যান্স
  8. সিভিও পেট্রোকেমিক্যাল
  9. ব্র্যাক ব্যাংক
  10. গ্রামীন ফোন লিমিটেড।

ডিএসইতে ৩৫০ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা। এদিন লেনদেন ও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন এবং সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.৯৫ পয়েন্ট কমে অবস্থান করে ২১২৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৫০কোটি ৬৩ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৪ কোটি ৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, ন্যাশনাল টিউবস, ইবনে সিনা, লংকা বাংলা ফাইন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল, ব্র্যাক ব্যাংক ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৭.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আইপিও : আবেদন ১৮ মার্চ

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

টেকসই বিদ্যুৎ ব্যবস্থার জন্য কয়লাভিত্তিক উৎপাদনে যেতে হবে : আইসিবিবি

iccস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টেকসই এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জরুরি। বাংলাদেশে পার ক্যাপিটা বিদ্যুতের ব্যবহার ৪৩৩ কিলোওয়াট, এই হার বিশ্বের সর্বনি¤œ বিদ্যুৎ ব্যবহারকারী দেশসমূহের মধ্যে অন্যতম। এই পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিকল্প নেই। এতে বিদ্যুৎ উৎপাদন কার্যকর এবং সাশ্রয়ী হবে, এর জন্য আমদানিকৃত কয়লার পরিবর্তে স্থানীয় উচ্চমান সম্পন্ন কয়লা জ্বালানী হিসাবে ব্যবহার উপযুক্ত হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) তার নিউজ বুলেটিন সম্পাদকীয়তে এই অভিমত তুলে ধরেছে। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে,বিদ্যুৎ খাতকে অর্থনীতির মেরুদন্ড হিসেবে টেকসই এবং উজ্জীবিত করতে হলে আগামী পাঁচ বছরের মধ্যে সর্বোতভাবে কয়লার বাণিজ্যিক অনুসন্ধানে যেতে হবে।

সংগঠনটি আরো বলছে- বাংলাদেশের উত্তরাঞ্চলের পাঁচটি কয়লাক্ষেত্রে ৩ বিলিয়ন টন উন্নত মানের কয়লা মজুত থাকা সত্ত্বেও সরকার কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞ এবং এনার্জি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সমর্থন দিয়েছে, যেহেতু এ প্রক্রিয়ায় ঝুঁকি কম এবং খরচ কম। কিন্তু এ পদ্ধতির বিরোধিতাকারীদের তীব্র প্রতিক্রিয়ার কারনে সরকার এ ব্যাপারে অগ্রসর হচ্ছেনা।

আইসিবিবির মতে- প্রাকৃতিক গ্যাসের মজুত দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণে এবং স্থানীয় কয়লা উত্তলনে বড় ধরনের কোন উদ্যোগ না নেওয়ায় টেকসই স্থানীয় প্রাথমিক এনার্জির উৎসে পৌঁছানো ক্রমেই দুরূহ হয়ে যাচ্ছে। প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে আমদানিকৃত জ্বালানীর উপর ৯২ শতাংশ নির্ভরশীল হয়ে পড়বে যদি স্থানীয় কয়লা অনুসন্ধান করা না যায় এবং কাজে লাগানো না যায়।

সরকারের সহায়ক নীতির কারণে বিদ্যুৎ খাতের সক্ষমতা বেড়েছে উল্লেখ করে সম্পাদকীয়তে বলা হয়েছে-১৯৭২ সালে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ স্থাপনার মাধ্যমে বাংলাদেশের যাত্রা শুরু হয়।বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৬ হাজার ৪৬ মেগাওয়াট,এর মধ্যে ভারত থেকে আমদানি হচ্ছে ৬০০ মেগাওয়াট।

সরকারের নীতি-সহায়তার কারণে বেসরকারি বিনিয়োগ এবং স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীর সংখ্যা বেড়েছে। বর্তমানে বাংলাদেশে মোট বিদ্যুতের ৪৬ শতাংশ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীরা উৎপাদন করছে। যদিও সরকার বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য সফলতা এনেছে কিন্তু বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি দুর্বল হওয়ায় এবং দুই অংকের সিস্টেম লসের কারণে মাত্র ৯ হাজার ৫০৭ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে।

পাশাপাশি লোড শেডিং ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য শিল্প উৎপাদন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকান্ড বাধাগ্রস্ত হচ্ছে।সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে লোড শেডিডংয়ের ফলে শিল্প খাতে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে এবং এ কারনে জিডিপির প্রবৃদ্ধি শুণ্য দশমিক ৫ শতাংশ কম হচ্ছে। এটা অনুমান করা হয় যে মোট বিদ্যুৎ উৎপাদনের এক তৃতীয়াংশ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়,যার বাৎসরিক মূল্য ২৪৭ মিলিয়ন ডলারের সমতুল্য। সুতরাং, উপযুক্ত অবকাঠামো এবং কার্যকর মনিটরিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহের প্রতিবন্ধকতা দূর করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ