আইন ভঙ্গের জন্য ইউনাইটেড এয়ারওয়েজের ৭ পরিচালককে আর্থিক শাস্তি

united airস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ৭ পরিচালক আইন ভঙ্গের জন্য আর্থিক শাস্তি প্রদান করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ ) রুলস,১৯৯৫ এর ৪(১) ধারা ভঙ্গ করার কারণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী ও ৭ জন স্পন্সর পরিচালককে জরিমানার আওতায় আনা হয়েছে।

জানা যায়, কোম্পানির স্পন্সর পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, সিদ্দিকা আহমেদ, মো: আশিক মিয়া, মো: ইউসুফ চৌধুরী, মদ্রিস আলী, খন্দকার মাহফুজুর রহমান এবং তাহমিনা বেগম প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া একই আইন ভঙ্গের জন্য ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী খন্দকার তাসলিমা চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবি’র ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

robiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রবি’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

এর আগে গতকাল সোমবার কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি’র সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে নোটিশ দেয় এনবিআর। প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের ওই চিঠি পাঠানো হয়।

এই সিন্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ফোন অপারেটরটি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বার্ষিক বোর্ড সভা ৭ মার্চ

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৭ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানী গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ম্যাক্সসন স্পিনিংয়ের ২৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২৪ লাখ শেয়ার কেনার ঘোষণা করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনাব সাঞ্জিদ হাসান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২৪ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১০০ কোটি টাকার ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বে-মেয়াদি ইউএফএস ব্যাংক এশিয়া ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত ৬৩২তম কমিশন সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির নিবার্হী পরিচালক এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এখানে উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯০ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা এবং ফান্ডটির নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের মধ্যে ইউনিট বিক্রি করতে পারবে।

ফান্ডের উদ্যোক্তা ও ব্যবস্থাপক হিসাবে রয়েছে ইউনিভার্সেল ফাইন্সিয়াল সল্যুশন লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বিএ

একনেকে ১৭,৯৮৭ কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৭ হাজার ৯৮৭ কোটি টাকার ১৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক-এর এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একনেক সভায় অনুমোদিত ১৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৯৮৭ কোটি টাকা। এসব প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের ৩৫ উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পাঁচ হাজার ৮০৪ কোটি টাকা ব্যয় করবে সরকার। ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পূর্বাঞ্চলে সঞ্চালন লাইন ঠিক করতে হবে। নিশ্চিতভাবে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্যই প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে। অনেক সময় বেশি লোড পড়লে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এসব ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার ৪০০ কেভি সঞ্চালন লাইন ও ১৭৫ কিলোমিটার ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ৪০০ কেভি’র দু’টি সাবস্টেশন ও ২৩০ কেভি’র দু’টি সাব স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ৮৬ একর ভূমি অধিগ্রহণের পাশাপাশি এক লাখ ১৫ হাজার ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হাইটেক পার্কে হচ্ছে সিম্ফনি মোবাইল কারখানা

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে সিম্ফনি মোবাইলের অত্যাধুনিক কারখানার জন্য সব ধরনের অবকাঠামোগত সহায়তা দিবে সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট টেকনোপলিশ।

সম্প্রতি এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে সিম্ফনি মোবাইল এবং সামিট টেকনোপলিশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাকারিয়া শাহীদ এবং সামিট টেকনোপলিশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিম্ফনি মোবাইলের চেয়ারম্যান আমিনুর রশীদ এবং সামিট টেকনোপলিশের মানবসম্পদ বিভাগের প্রধান কর্নেল (অব.) জাওয়াদুল ইসলামসহ দুই গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।

জাকারিয়া শাহীদ বলেন, ‘মোবাইল ফোন কারখানা গড়ার অনুমতি দিয়ে সরকার দেশের মানুষের কাছে নতুন একটি মাইলফলক উন্মোচন করেছে। এজন্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সামিট টেকনোপলিশ সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশের মানুষের কাছে আরও স্বল্পমূল্যে সিম্ফনির স্মার্টফোন তুলে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, এ কারখানায় প্রতিবছর প্রায় এক কোটি হ্যান্ডসেট উৎপাদন করা সম্ভব হবে।

আবু রেজা খান বলেন, ‘সিম্ফনি বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড। এ ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

শুধুমাত্র মোবাইল ফোন কারখানাই নয় অন্যান্য যেকোন কারখানা গড়ার জন্যও এডিসন গ্রুপকে সহায়তা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্রায় দুই একর জমির ওপর নির্মিত হবে এই কারখানা। এতে প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আস্থা অর্জনে বীমা খাতের অনৈতিক প্রতিযোগিতা বন্ধের আহ্বান

bimaa-20180227151322স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নয়নে ও গ্রাহকের আস্তা বাড়াতে বীমা খাতের অনৈতিক প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন বীমা খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। মঙ্গলবার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) আয়োজিত ‘বাংলাদেশের বীমা শিল্পের বর্তমান : বিরাজমান সমস্যা ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান।

বিআইয়ের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তৃতায় আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, বীমা খাতে গ্রাহকদের অনাস্থা ও ইমেজ সংকট রয়েছে। এগুলো দূর করার উদ্যোগ নিয়েছি। সবাইকে মিলে অনৈতিক প্রতিযোগিতা বন্ধ করতে হবে।

তিনি বলেন, ২০১৮ সালে এটিকে গতিশীল করতে চাই। এটি একটি মহৎ পেশা, এটা সবাইকে বুঝাতে হবে। আগে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যরা বাইরে বের হতেন না। এখন আমরা বীমা কোম্পানির দাবির চেক দেয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি। এতে ভালো ফলও পাওয়া যাচ্ছে।

এ ছাড়াও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. শেলীনা আফরোজা, আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন, অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বিআইএ’র প্রথম সহ-সভাপতি রুবিনা হামিদ, সহ-সভাপতি একেএম মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি জালালুল আজিম ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তৌহিদ সামাদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে সিনো বাংলা

sinoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রি লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে দুই শেয়ারবাজারে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সিনো বাংলা লিমিটেড গত ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এর আগে কোম্পানিটি লেনদেন জেড ক্যাটাগতিতে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ট্রাষ্টি সভা

vanguardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড লিমিটেডের বার্ষিক ট্রাষ্টি সভা আগামী ৭ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী বনানীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিইউ ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম