ট্যাকসেস বার নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয়

tax barস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০১৮-২০১৯ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৬টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী কর আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) বিজয়ী হয়েছে।

অপরদিকে সমাজকল্যাণ সম্পাদকসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) জয়লাভ করেছে।

জাতীয়তাবাদী কর আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে মনোনীত প্রার্থী মো. আব্দুল মতিন সভাপতি পদে, মো. মিজানুর রহমান দুলাল সাধারণ সম্পাদক পদে ও আশরাফ হোসেন খান কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

মার্কস বাংলাদেশের শেয়ার কারসাজির সাক্ষ্যগ্রহণ ১৪ মার্চ

tribunal-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কস বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ার কেলেঙ্কারি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ১৪ মার্চ (বুধবার)।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক উপ-পরিচালক শুভ্রকান্তি চৌধুরীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নতুন করে এদিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা মাসুদ বলেন, শেয়ারবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠন করা বিশেষ ট্রাইব্যুনালে বুধবার মার্ক বাংলাদেশের শেয়ার কারসাজির মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সাক্ষ্য দিয়েছেন বিএসইসি’র সাবেক উপ-পরিচালক শুভ্রকান্তি চৌধুরী। এরপর বিচারক আকবর আলী শেখ বিএসইসির পরিচালক ফরহাদ আহমেদের সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছেন।

এর আগে এ মামলায় বিএসইসির উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসান সাক্ষ্য দেন। এ মামলার আসামিরা হলেন- মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। আসামিরা শুরু থেকেই পলাতক রয়েছেন। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেফতারের আদেশ দেন বিচারক।

১৯৯৯ সালে শেয়ার নিয়ে কারসাজির দায়ে ২০০০ সালে মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ৪ জনকে আসামি করে মামলা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে প্রতিষ্ঠানটির তৎকালীন উপপরিচালক আহমেদ হোসেন মামলাটি দায়ের করেন। সিকিউরিটিজ অধ্যাদেশ এর ২৫ ধারা অনুযায়ী এ মামলা করা হয়। সিএমএম আদালতের ১৩৬৪/২০০০ নম্বরের মামলাটি ট্রাইবুন্যালে হয়েছে ৩/১৬ নং।

২০১৬ সালের ৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত থেকে এ ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মুন্নু সিরামিক্স
  2. ইফাদ অটোস
  3. সিটি ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. লংকা বাংলা ফাইন্যান্স
  7. আল আরাফাহ ব্যাংক
  8. আমারা নেটওয়ার্ক
  9. ইউনিক হোটেল
  10. কেয়া কসমেটিকস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২২ কোটি টাকা। এদিন লেনদেন ও সূচক উভয় বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৬৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪২২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৫০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, ইফাদ অটোস, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লংকা বাংলা ফাইন্যান্স, আল আরাফাহ ব্যাংক, আমারা নেটওয়ার্ক, ইউনিক হোটেল ও কেয়া কসমেটিকস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯২৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৫ কোটি ৪২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে কেয়া কসমেটিকস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন পেল প্যারামাউন্ট টেক্সটাইল

paraনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড যৌথভাবে পাওয়ার প্লান্ট নির্মাণের অনুমোদন পেয়েছে । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে কোম্পানি দুইটির যৌথ প্রতিষ্ঠান বিট্রাক এনার্জি কনসের্টিয়াম লেটার অব ইনটেন্ট পেয়েছে।

জানা যায়, ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নির্মার্ণ করা হবে। বিপিডিবি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় ৫ বছরের জন্য বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছে।

প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেড নামে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ও পরিচালিত হবে। কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল এবং ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে বাংলা ট্র্যাক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কুইন সাউথ টেক্সটাইলের আইপিও শেয়ার বিওতে জমা

cdblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্দ শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার এসব শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করবে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবি’র ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত বহাল

robi-airস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে এনবিআরের সিদ্ধান্ত অনুযায়ী রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে রবি’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিব উল আলম।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে শুনানির জন্য বৃহস্পতিবার (১ মার্চ) দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এনবিআরের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক আহমেদ জামাল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার এই কর্মকর্তাকে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর পর্যন্ত অর্থাৎ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সরকারের অঙ্গীকার: শিল্পমন্ত্রী

amu.smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন বা গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোনেট আয়োজিত ৯ম আন্তর্জাতিক বিড (বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) এক্সপো অ্যান্ড ডায়ালগ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। চার দিনব্যাপী এবারের প্রদর্শনীতে প্রায় আড়াই হাজার শিল্পোদ্যোক্তা, কারিগরি বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, স্থপতি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

মন্ত্রী বলেন, আমাদের সরকার জিরো দূষণ ও জিরো দুর্ঘটনা নীতির ভিত্তিতে শিল্প গড়ে তুলতে বদ্ধপরিকর। শিল্পায়ন আমাদের অগ্রাধিকার। তবে পরিবেশের ক্ষতি করে এমন কোনো ধরনের শিল্পায়নের পক্ষে নই। আন্তর্জাতিক বিড এক্সপোতে যেসব প্রযুক্তি ও যন্ত্রপাতি উপস্থাপন করা হয়েছে তা দেখে আমাদের উদ্যোক্তারা সমৃদ্ধ হবেন। এসব প্রযুক্তি ব্যবহার করে অনুপ্রাণিত হবেন নিজ নিজ শিল্প-কারখানার জ্বালানি দক্ষতা এবং অবকাঠামোগত উন্নয়নে।

আমু বলেন, গত কয়েক বছর ধরে আমি এই প্রদর্শনীর উদ্বোধন করে আসছি। বাংলাদেশের চলমান শিল্পায়নের প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আমাদের নির্মাণ ও জ্বালানি শিল্পখাতে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রয়াস জোরদার হচ্ছে। আমাদের তৈরি পোশাক শিল্প বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। জনশক্তি রপ্তানিতে আমরা পঞ্চম এবং রেমিটেন্স আহরণে অষ্টম স্থানে রয়েছি। আন্তর্জাতিক রেটিং এজেন্সি প্রাইস ওয়াটার হাউজ কুপারসের মতে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ঘাটতি থেকে বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আওয়ামী লীগ দেশকে খাদ্য ঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে রূপান্তর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবাররাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে কৃষিখাত পিছিয়ে পড়েছিল। সার চাওয়ায় কৃষককে হত্যা করেছিল বিএনপি সরকার। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে।

এসময় তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে বুধবার চালু করা কৃষি বাতায়ন ও কৃষক বন্ধু ফোন সেবার কথা উল্লেখ করেন। বলেন, এখন কোনো কৃষক চাইলে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তার কৃষিকাজ করতে পারবেন। ৩২ জনকে এবারের জাতীয় কৃষি পুরস্কারের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয় অনুষ্ঠানে। বাণিজ্যিক খামার, কৃষি সম্প্রসারণ ও গবেষণা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনসহ ১০টি ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার।

সরকারের নানা ভর্তুকি ও প্রণোদনার ফলে কৃষিখাত দিনে দিনে অগ্রগতি লাভ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও গবেষণার ওপর বেশি জোর দিয়েছে সরকার। কৃষক চাইলে এখন সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তার কৃষিকাজ করতে পারবেন। এই প্রযুক্তির কল্যাণে আমাদের কৃষকরা ধান উৎপাদনে সাফল্য দেখিয়েছেন। সেজন্য ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ স্থান লাভ করেছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ