হেদায়েতুল্লাহ নয় জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

janata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ওই পদে দায়িত্ব নিয়েছেন ব্যাংকটির পরিচালক লুনা শামসুদ্দোহা। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকে তিনিই প্রথম নারী চেয়ারম্যান।

বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় লুনা শামসুদ্দোহাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পেলেই তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাকে অনাপত্তি না দিয়ে লুনা শামসুদ্দোহাকে অনাপত্তিপত্র দেয়। ২০১৬ সালের জুন থেকে লুনা শামসুদ্দোহা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

লুনা সামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে ১৯৭৮ সালে এমএ ডিগ্রী অর্জনের পর একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা ২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান।

তিনি দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান এবং বাংলাদেশ উইমেন ইন টেকনোলজিরও প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া বাংলাদেশ বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার উদ্যোক্তা এবং সুইজারল্যান্ডের গ্লোবাল থট লিডার অন ইনক্লুসিভ গ্রোথের সদস্য তিনি। তার প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গভর্নেন্স প্রকল্পের সঙ্গে যুক্ত, এর মধ্যে ই-জিপি সিস্টেম অন্যতম। ২০০৭-০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রসঙ্গত, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গত তিন বছর দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। গত ৭ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার স্পট মার্কেটে যাবে প্রাইম ইন্স্যুরেন্স

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড আগামী ৪ মার্চ রবিবার স্পট মার্কেট যাচ্ছে এবং ৫ মার্চ সোমবার পর্যন্ত লেনদেন চলবে । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আগামী ৬ মার্চ মঙ্গলবার এই কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর এই রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি ওইদিন লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

sahjibazerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর প্রিন্টেড ওয়ারেন্ট ইসলামী ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ১৬ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সুহৃদ ইন্ডাষ্ট্রিজের এজিএম ২৪ মে

Shurid-Industries-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এই এজিএমটির দিন নির্ধারণ করেছে কোম্পানটি।

রাজধানীর গাজীপুরে মেঘের ছায়া কনভেনশন সেন্টারে সকাল ১০ টায় এজিএমটি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ৩০ নভেম্বর।

গত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিন্ডে বিডির নগদ লভ্যাংশ ঘোষণা

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর আগে কোম্পানিটি ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৬২ টাকা ৬০ পয়সা। যা গত বছরে ছিল ৫৭ টাকা ৯০ পয়সা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৫৪ পয়সা। যা গত বছরে ২০৯ টাকা ২৮ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২০ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম