বিডি ল্যাম্পসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

bdlams-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ ফেব্রুয়ারি শেয়ারটির দর ছিল ১৮৬.৬০ টাকা। যা বেড়ে গতকাল ২১৩.২০ টাকায় লেনদেন হয়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বিডি ল্যাম্পস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো ৬০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩০.৫০ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৮৫ টাকা ২১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৭ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম