নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি ১৯ এপ্রিল

courtস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকায় এবং ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত হতে না পারায় নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়ে আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

রবিবার (১১ মার্চ) ঢাকার ৯ নম্বর বিশেষ মাহামুদুল কবীর পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে শুনানি শেষে নতুন এ তারিখ ঠিক করেন।

এদিন খালেদা জিয়া অরফানেজ মামলায় কারাগারে আছেন মর্মে আইনজীবী সানাউল্লাহ মিয়া বিচারককে জানান।

অন্যদিকে মামলার অরেক আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্টে ব্যস্ত থাকায় তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

উল্লেখ্য, নাইকো মামলাটিতে এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম), জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান ও সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

মামলার অপর ৩ আসামি নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক পলাতক রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

এক হাজার টাকার নোট বাতিলের খবর ‘রাবিশ’: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থমন্ত্রী অাবুল মাল অাব্দুল মুহিত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এক হাজার টাকার নোট বাতিলের খবর সত্যিকারার্থে ‘রাবিশ ও ভোগাস’। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম জানতে চেয়েছিলেন, একটি সংবাদমাধ্যমে দেখলাম, দেশ থেকে নাকি এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে। এতে দেশবাসীর মধ্যে এক ধরনের শঙ্কা ও ভয় কাজ করছে। এমন কথার জবাবে অর্থমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে প্রাক-বাজেট আলোচনার জন্য আয়োজিত এক সভায় কথা বলছিলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, অাগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য খাতে অধিক গুরত্ব দেওয়া হবে। নির্বাচনী বছরে বাজেটে বেশি চ্যালেঞ্জ নেওয়া ঠিক হবে না। অাগামীতে বাজেটের অাকার ৪ লাখ ৬০ থেকে ৪ লাখ ৭৫ কোটি টাকা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

1520789146_40স্টকমার্কেটবিডি ডেস্ক :

নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটাতে সমন্বিত নীতি নির্ধারণ ও অর্থায়নে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেছেন, “আমরা বিশ্বাসি করি, উন্নয়নশীল দেশগুলোর জন্য নবায়নযোগ্য জ্বালনির উন্নয়ন খুবই জরুরি। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ শুধুমাত্র আন্তর্জাতিক বিষয় নয়, বরং প্রান্তিক মানুষের জ্বালানি সুবিধা নিশ্চিতের জন্য এই উদ্যোগ। পৃথিবীর নিরাপত্তার জন্যও এটি অপরিহার্য।”

রবিবার ভারতের নয়া দিল্লিতে বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্সে’ বাংলাদেশের রাষ্ট্রপতি এ কথা বলেন।

দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) এই সম্মেলনে আবদুল হামিদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মোটানোর জন্য সমন্বিত নীতি এবং বড় ধরনের অর্থায়ন প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

জীবাশ্ম জ্বালানির ওপর থেকে চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে আইএসএ’র সদর দপ্তর।

বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও ফ্রান্সসহ ২৩টি দেশের রাষ্ট্রপ্রধান/ সরকারপ্রধান এবং নয়টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ আশা করছে, জোটভুক্ত দেশগুলো সৌরশক্তির অধিকতর ব্যবহারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরী ভূমিকা রাখবে।

আবদুল হামিদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের কথা সম্মেলনে তুলে ধরেন। এই সম্মেলনের মাধ্যমে সৌর বিদ্যুতের ব্যবহার, গবেষণা ও উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আইএসএ’র সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, “সকলের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানি নিশ্চিত করার জন্য পরস্পরকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত। নবায়নযোগ্য জ্বালানি খাতের নতুন দ্বার উন্মোচনে আইএসএ সদস্য দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করছি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর যৌথ সভাপতিত্বে এই সম্মেলনের সূচনা পর্বে দুই-কো চেয়ার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাণিজ্য যুদ্ধ শুরু হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নামবে : চীন

unilever-20180308175428স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের বাণিজ্যমন্ত্রী ঝং শান বলেছেন, আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে।

চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলনে রোববার তিনি এ কথা বলেন।

ঝং শান বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বাড়ানোর মার্কিন পদক্ষেপের বিরোধিতা করছি। কারণ আমরা বাণিজ্য যুদ্ধের বিরোধী।-খবর সিনহুয়া অনলাইন।

চীনের বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না। ফলে চীন ও আমেরিকা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ক্ষতির মুখে পড়বে।

চীনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম সমিতি গতকাল এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে হবে। মার্কিন পণ্য আমদানির ওপর শুল্ক বাড়াতে হবে। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলে কঠোর জবাব দেওয়া হবে।

বিভিন্ন দেশ ও নিজ দলের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে গত বৃহস্পতিবার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক বৃদ্ধির নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ নির্দেশের ফলে আমেরিকায় ইস্পাত আমদানির জন্য ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।

ঝং শান বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না। আমরা এমন যুদ্ধ শুরু করতে চাই না। তবে এ ধরনের যে কোনো প্রতিকূলতা আমরা মোকাবেলা করতে পারব। আমরা জাতীয় ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিচ্ছি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সোমবার থেকে আলিফ ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ মার্চ, সোমবার শেয়ার লেনদেন চালু হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ১১ মার্চ, রবিবার কোম্পানির বিশেষ সাধারন সভা (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন বন্ধ রাখে ।

আগামীকাল ১২ মার্চ, সোমবার থেকে কোম্পানির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মুন্নু সিরামিক্স
  2. সিভিও পেট্রোকেমিক্যাল
  3. বেক্স ফার্মা
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. জেমিনি সি ফুড
  6. ড্রাগন সোয়েটার
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. স্কয়ার ফার্মা
  9. ওয়েস্টার্ন মেরিন
  10. নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

ডিএসইতে ২৩৬ ও সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৩৬ কোটি টাকা। যা আগের লেনদেনের চেয়েও কমেছে। এদিন লেনদেনের সাথে কমেছে সব সূচক। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৭৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ২৭৩ কোটি ৯১ লাখ টাকা।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৬৪ পয়েন্ট কমে অবস্থান করে ২১২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৬ টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্স ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, জেমিনি সি ফুড, ড্রাগন সোয়েটার, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন ও নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৬৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড আগামী ১২ মার্চ, সোমবার স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে ১৩ মার্চ, মঙ্গলবার পযর্ন্ত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১২ ও ১৩ মার্চ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ১৪ মার্চ, বুধবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ১৪ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচার নিয়ে আইএমএফের উদ্বেগ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করে ব্যাংক খাতের তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করতে হবে। ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে আইন সংস্কারের ওপর জোর দিতে হবে। দেশের সরকারি-বেসরকারি সব ব্যাংকের সার্বিক পরিস্থিতির উন্নয়নে সুশাসন (কর্পোরেট গভর্নেন্স), ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় আইএমএফ।

বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় আইএমএফ ২০১১ সালে বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে মোট ৯৮ কোটি ৭০ লাখ ডলার দেয়। এ ঋণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে সম্প্রতি। ওই কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছিল সংস্থাটি। সেসব শর্ত যাচাইয়ে দায়শাকু কিহারার নেতৃত্বে একটি টিম বাংলাদেশ সফর করেছে। ৮দিনের সফর শেষে সফর শেষে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জানাতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে সংবাদ সম্মেলন ডাকা হয়। এসময় বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে নানা প্রশ্নের জবাব দেয় সংস্থাটি।

আইএমএফের ইসিএফ ঋণের অন্যতম শর্ত ছিল নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা। সেটা দু’বছর পিছিয়ে যাওয়াকে তিনি কীভাবে দেখছেন জানতে চাইলে দায়শাকু কিহারা বলেন, বিশে^র অনেক দেশের তুলনায় এখানকার কর জিডিপি রেশিও অনেক কম। নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হলে দু’য়ের মধ্যে পার্থক্য কমবে। তবে ইসিএফের সময় সীমা শেষ হয়ে যাওয়ায় এক্ষেত্রে কোনো প্রভাব নেই বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

২০১৭-১৮ বাজেট বাস্তবায়ন হবে ৯৩ শতাংশ: অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৭-১৮ অর্থবছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার সচিবালয়ে বিসিএস ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, এ অর্থবছরের বাজেট ৯৩ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হবে। আর এখন রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ১৫ শতাংশ। এটা সন্তোষজনক। গত ৮ মাসে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন হয়েছে ৩৮ শতাংশ।

এসময় ব্যবসায়ীরা ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিতে চায় না উল্লেখ করে তাদের ‘লোভী’ হিসেবে চিহ্নিত করেন তিনি। তবে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করে অর্থমন্ত্রী বলেন, যারা ইসিআর (ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার) ব্যবহার করবেন তারা ২% রেয়াত পাবেন।

বৈঠকে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিসিএস ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসব সমস্যা দূর করতে জনবল বাড়ানোর সুপারিশ করে তারা। অর্থমন্ত্রী তাদের সঙ্গে একমত পোষণ করে এ বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানান।

স্টকমার্কেটবিডি.কম/এসটি