গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার দাবি

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করতে বাজার দর, সরকারি পে-স্কেল, শ্রমিকদের জীবনমান, প্রতিযোগী দেশগুলোর মজুরি, জাতীয় আয়ে গার্মেন্টস শ্রমিকদের অবদান বিবেচনায় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ (জিস্কপ)।

রবিবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিস্কপ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল ওয়াহেদ, জিস্কপের যুগ্ম আহ্বায়ক নইমুল আহসান জুয়েল, আহসান হাবিব বুলবুল, শাহ মো. আবু জাফর, এম শাহাদাত হোসেন, অ্যাড. দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠিত হয়েছে। কিন্তু শ্রমিকদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মজুরির কথা বললেই মালিকরা বলেন, বেতন বাড়ালে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। গার্মেন্টস পণ্যের বিশ্ব বাজারে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। কিন্তু আমরা এটাও জানি যে বাংলাদেশের শ্রমিকদের মজুরি পৃথিবীর সব দেশের শ্রমিকদের মজুরির মধ্যে সবচেয়ে কম। বিশ্বের সব গার্মেন্টস পণ্যের বড় বাজার ইউরোপ, আমেরিকা, কানাডাসহ ধনী দেশগুলোতে। তাহলে প্রশ্ন হলো, অন্যান্য দেশগুলো যদি বেশি বেতন দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা পারবো না কেনো?

বিশ্বব্যাপী শ্রমিকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে কিছু মানদণ্ড বিবেচনা করা হয় উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রম আইনের ১৪১ ধারা অনুসারে ১০টি মানদণ্ডের কথা বলা আছে। সরকারি পে-স্কেল নির্ধারণের ক্ষেত্রে এসব মানদণ্ড মেনে চলা হয়। সেই মানদণ্ড অনুসারেই আমরা গার্মেন্টস শ্রমিকদের বেতন ১৮ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছি।

আইএলও কনভেনশন ১৩১এ’র বিষয় উল্লেখ করে বক্তারা আরো বলেন, সর্বনিন্ম মজুরি অবশ্যই আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। শ্রমিক ও তার পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয়, সামাজিক নিরাপত্তা সুবিধা ইত্যাদি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে ৫ সদস্য বিশিষ্ট একটি দল মজুরি নির্ধারণ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

তৃতীয় স্প্যানে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

2018-03-11_6_46687স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটার কাঠামো।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যানটি। এর প্রায় ৪ মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর রোববার (১১ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হলো। এদিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের যাত্রীদের ও পদ্মার পাড়ের মানুষ স্প্যান বসানোর দৃশ্য দেখে আনন্দিত। দ্বিতীয় স্প্যানটি বসাতে প্রকৌশলীদের সময় বেশি লাগলেও তৃতীয় স্প্যানটি খুব অল্প সময়ের মধ্যে পিলারের ওপর বসাতে সক্ষম হোন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে শনিবার (১০ মার্চ) বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন।

প্রথম স্প্যান বসাতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও আস্তে আস্তে বাকি স্প্যান বসাতে কম সময় লাগবে। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে চলতি বছরের জুন মাসের মধ্যে মাওয়া প্রান্তের পাইলিংয়ের কাজ এগিয়ে রাখতে চান প্রকল্প সংশ্লিষ্টরা।

পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা যায়, সকালে স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। সাময়িক সময়ের জন্য নৌরুটে নৌযানগুলোর গতি কমিয়ে চলাচল করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত আগামীকাল

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড সোমবার লেনদেন বন্ধ থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আগামীকাল (১২ মার্চ) সোমবার বার্ষিক সাধারন সভা (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানিটি সোমবার লেনদেন বন্ধ রাখবে।

আগামী মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আলিফ ইন্ডাস্ট্রিজের ইজিএমের দিন পরিবর্তন

alif-Industryস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ইজিএমটি আগামী ১৯ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ১৪ মার্চ দুপুর ১টায় এই ইজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

পরিবর্তিত তারিখে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডক্টর শামীম মতিন চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১১,৪৯,০৫৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আমান ফিডের ঋণমান ‘এ১’

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড মিল লিমিটেডের ঋণমান ‘এ১’ । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বরে হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা ১৮ মার্চ

national-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহিন স্পিনিংয়ের রাইট : সাবস্ক্রিপশন শুরু ২৯ জুলাই

zahinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জাহিন স্পিনিং লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৯ জুলাই। আর এটা চলবে ২৬ আগষ্ট পর্যন্ত। রাইট শেয়ারের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ এপ্রিল।

সম্প্রতি কোম্পানিটিকে রাইট শেয়ারের মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৩তম সভায় কোম্পানিটিকে এই অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, জাহিন স্পিনিং লিমিটেডকে রাইট (১:১ অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার) শেয়ারের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এর ফলে ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০টি সাধারণ শেয়ার ১০ টাকা দামে ছেড়ে বাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেলো কোম্পানিটি। উত্তোলিত ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ পরিশোধ করবে তারা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি