কুইন সাউথ টেক্সটাইলের লেনদেন মঙ্গলবার

qstml logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষ করে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার । ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এর আগে ১ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও লটারির অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়। আর গত ৭ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন করে সকল প্রকার বিনিয়োগকারী। আর কোম্পানির আইপিওতে ৩৭.৩১ গুণ আবেদন জমা পড়েছে।

জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১.৫০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

উসমানিয়া গ্লাসের ৬.২২ লাখ শেয়ার কেনা সম্পন্ন

usmania-sm20130129223753স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের এক করপোরেট পরিচালক ৬ লাখ ২২ হাজার ১৭১টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নামে এক করপোটরেট পরিচালক কোম্পানিটির ৬ লাখ ২২ হাজার ১৭১টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই করপোরেট পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম