ব্যবসা বাড়াতে ইন্দো বাংলা ফার্মার আইপিওতে আবেদন আহবান

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা বাড়াতে শেয়াবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে। আর এই লক্ষে আগামী ৮ এপ্রিল হতে বিনিয়োগকারীদের নিকট হতে আবেদন আহবান করেছে কোম্পানিটি।

কোম্পানিটি জানায়, আইপিওতে বিনিয়োগকারীরা এই আবেদন ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিলের মধ্যে করতে পারবে।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিওর মাধ্যমে তোলা অর্থ কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয়ে করবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার আইপিও লটারী অনুষ্ঠান শুরু

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লটারী ড্র অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়েছে।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এজিএমের দিন পরিবর্তন

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৬ এপ্রিল ২২তম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমের জন্য ভেণ্যু নির্ধারণ হয়েছে গুলশানে অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারের কন্ফারেন্স হল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কুইন সাউথ টেক্সটাইলের লেনদেন শুরু আজ

qstml logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ থেকে। মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “QUEENSOUTH” এবং ডিএসইতে কোম্পানি কোড-17476 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম