আমান কটনের আইপিও বাতিলে বিএসইসিতে ঐক্য পরিষদের চিঠি

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আমান কটনের আইপিও বাতিলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি দিয়েছে বিনিয়োগকারী একটি সংগঠন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের (বিসিআইএ) দেওয়া এই চিঠিতে বলা হয়, কোম্পানিটির বিডিং প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ, ইস্যু ম্যানেজার, মার্চেন্ট ব্যাংক ও কতিপয় যোগ্য বিনিয়োগকারী পরস্পরিক যোগসাজসের মাধ্যমে শেয়ার দর অতিমূল্যায়িত করেছে।

এই চিঠিটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থমন্ত্রনালয়, দূর্নীতি দমন কমিশন (দূদুক), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রেরণ করা হয় বলে জানানো হয়।

বলা হয়েছে, শেয়ারবাজারে স্মরণকালের মহাধসে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে ২৫ বিনিয়োগকারী আত্মহুতি দিয়েছে। বহু বিনিয়োগকারী নিঃস্ব হয়ে বাজার ছেড়ে চলে গিয়েছিল। ২০০৯-১০ সালে বুক বিল্ডিং পদ্ধতি ও ডাইরেক্ট লিস্টিং প্রবর্তনের কারণে শেয়ার বাজার অতিমূল্যায়িত্ব হয়। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ক্ষতির অন্যতম কারণ অতিরিক্ত প্রিমিয়ামসহ ইস্যুকৃত শেয়ারে বিনিয়োগ করা।

চিঠিতে বলা হয়, বর্তমানে শেয়ারবাজারে দুর্দশার মূলেই রয়েছে অতিরিক্ত প্রিমিয়ামে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া। ২০১১ সাল থেকে এ পর্যন্ত শেয়ারবাজারে প্রিমিয়ামসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর অধিকাংশই ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে।

এসময় সংগঠনটি প্রিমিয়ামসহ আইপিওতে আসা কোম্পানির শেয়ার দরের চিত্র তুলে ধরে। জানানো হয়, আরগন ডেনিমসের শেয়ার দর ২৫.৯০ টাকা কিন্তু ইস্যু মূল্য ৪৪ টাকা, হামিস ফেব্রিক্সের শেয়ার দর ২৪.৮০ টাকা, কিন্তু কোম্পানিটির ইস্যু মূল্য ৩৫ টাকা। এছাড়া রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১৬.২০ টাকা, ইস্যু মূল্য ২৫ টাকা, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ার দর ১৬.৭০ টাকা, ইস্যু মূল্য ২৭ টাকা, সায়হাম কটনের শেয়ার দর ১৫.২০ টাকা, ইস্যু মূল্য ২০ টাকা, তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২১ টাকা, ইস্যু মূল্য ২৬ টাকা।

বর্তমানে টেক্সটাইল খাতের এই কোম্পানিগুলো আইপিওতে আসা মূল্যের অনেক নিচে অবস্থান করছে। আমান কটন ফাইবার্স কোম্পানি লিমিটেডও অনুরূপ দুর্বল একটি কোম্পানি। সম্প্রতি বিডিংয়ের মাধ্যমে কোম্পানিটির প্রতিটি শেয়ার কাট-অফ প্রাইজ ৪০ টাকা নির্ধারিত হয়েছে। এটা অস্বাভাবিক আচরণ হয়েছে এবং এখানে কারসাজির আশ্রয় নেয়া হয়েছে বলে বিনিয়োগকারী সংগঠনের পক্ষ থেকে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোহন

৬০ কোটি টাকার লক্ষমাত্রা নিয়ে স্টার সিরামিকসের রোড শো

star ceraস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৬০ কোটি টাকা উত্তোলন করতে চায় স্টার সিরামিকস লিমিটেড। এলক্ষে একটি রোড শো করবে বলে জানিয়েছে কোম্পানিটি। আগামী ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর রেডিসন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

এই রোড শোতে অংশগ্রহণ করবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানসমূহ।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড।

উত্তোলিত টাকা স্যানিটারি পণ্য প্রকল্পটি সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির গত ৩০ ডিসেম্বর ২০১৭ সালের নিরিক্ষীত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৮ টাকা এবং এ অর্থবছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৯০ টাকা

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরণের স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ২৯০ টাকা। আজ সোমবার থেকে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কেনা যাবে (১১.৬৬৪ গ্রাম) ৫০ হাজার ৯৪৮ টাকায়। রবিবার (১৮ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

বাজুস সভাপতি গঙ্গাচরণ মালাকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এ কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশের বাজারে রবিবার পর্যন্ত প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণ কিনতে খরচ করতে হয়েছে ৫২ হাজার ২৩৮ টাকা। এর আগে, ২৬ জানুয়ারি স্বর্ণের দাম প্রতি ভরিতে একহাজার ৫০০ টাকা বৃদ্ধি করেছিল বাজুস।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের ১৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে আগামীকাল ১৯ মার্চ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার ৯৪৮ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, স্বর্ণের দামও ভরিতে ১ হাজার ২৯০ টাকা কমে পাওয়া যাবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ মার্চ থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ৩৭০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৪ হাজার ১৭৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ৩ হাজার ৭৪০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নেওয়া হবে ২ হাজার ২৬৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ফাস ফাইন্যান্সের র্বোড সভা ২৭ মার্চ

fas-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. কুইন সাউথ
  2. ফরচুন সুজ
  3. মুন্নু সিরামিক্স
  4. লংকাবাংলা ফাইন্যান্স
  5. এ্যাপেক্স ফুডস
  6. ওয়াটা কেমিক্যাল
  7. আমরা নেটওয়ার্ক
  8. ফাইন ফুডস
  9. স্কয়ার ফার্মা
  10. সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫১২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১২ কোটি ৪১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ২৭৫ কোটি টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৮ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – কুইন সাউথ, ফরচুন সুজ, মুন্নু সিরামিক্স, লংকাবাংলা ফাইন্যান্স, এ্যাপেক্স ফুডস, ওয়াটা কেমিক্যাল, আমরা নেটওয়ার্ক, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৫৫২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ৩২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭১ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এফবিসিসিআই কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রণয়নে ব্যক্তি, চেম্বার, সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে ২১ মার্চের মধ্যে তাদের প্রস্তাবনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলেছে রাজস্ব প্রশাসন।

গতকাল এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য এনবিআর আলাপ আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এ লক্ষে এনবিআর একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে বাজেট প্রস্তাবনা আহবান করেছে।

এরইমধ্যে অর্থমন্ত্রী দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডও বাজেট প্রস্তুতির কাজ শুরু করেছে। এনবিআর সরকারের রাজস্ব আহরণ ও বাজেট প্রণয়নের রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। একইসঙ্গে সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে। বাজেট প্রস্তুতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের স্ব স্ব বাজেট প্রস্তাবনা লিখিতভাবে এফবিসিসিআইয়ের কাছে পাঠাতে বলেছে এনবিআর। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা এসোসিয়েশনের সদস্য নয়, তারাও বাজেট প্রস্তাবনা এনবিআরকে পাঠাতে পারবেন।

এ প্রসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, করদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সুষম ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে কাজ করবে এনবিআর। বরাবরের মতো এবছরও বিভিন্ন অংশীজনের সঙ্গে বাজেট প্রণয়নের বিষয়ে আলোচনা করবে। এর প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের কাছে বাজেট প্রস্তাবনা আহবান করা হয়েছে। সকলের সহযোগিতায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা ও করবান্ধব এবং একইসঙ্গে রাজস্ব সম্ভাবনাময় বাজেট প্রণয়ন করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্রামীণফোন ও লিন্ডেবিডি লেনদেন স্থগিত মঙ্গলবার

suspendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও লিন্ডেবিডি লিমিটেড কোম্পানি দুইটি মঙ্গলবার লেনদেন স্থগিত থাকবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি দুইটি আগামী ২০ মার্চ মঙ্গলবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানি দুইট মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী বুধবার থেকে কোম্পানি দুইটি লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সায়হাম কটনের ৬০ লাখ শেয়ার হস্তান্তর

saiham-smbd

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানির মোট ৬০ লাখ শেয়ার তার মেয়ে নাজিফা রায়সাহা আহামেদের নিকট হস্তান্তর করবে। তার হাতে কোম্পানির ১,২৯,৫৯,০১৭ টি শেয়ার রয়েছে।

এই উদ্দোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে শেয়ার হস্তান্তর করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিং আইপিও : আবেদন গ্রহণ চলবে ৭ কার্যদিবস

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে ৭ কার্যদিবস। যা শেষ হবে আগামী ২৭ মার্চ । ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি