অগ্রণী ব্যাংকের ঋণ অনিয়ম খতিয়ে দেখার পরামর্শ সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন অগ্রণী ব্যাংক লিঃ এর হিসাবের ওপর আনা অডিট আপত্তি দ্রুত নিস্পত্তির পরামর্শ দেয়া হয়েছে।

আজ সংসদ ভবনে কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, মোঃ রুস্তম আলী ফরাজী, আ,ফ,ম, রুহুল হক, মোঃ শামসুল হক টুকু এবং রেবেকা মমিন সভায় অংশগ্রহণ করেন।

সভায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (অগ্রণী ব্যাংক লিঃ) এর ২০১১-১২ অর্থ বছরের উপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট এর অডিট আপত্তির অনুচ্ছেদ ৯,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯ ও ২০ নিয়ে আলোচনা করা হয়। অডিট আপত্তিগুলো কমিটি থেকে দেয়া নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, চালু প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা আদায় না করায় শ্রেণীকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ব্যাংকের ক্ষতি ৮ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৩শ’ ৩০ টাকা ক্ষতি হয়, মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অনাদায়ী টাকা আদায় করার পরামর্শ দেয়া হয়। আদায়কৃত টাকার প্রমাণ জমাদান সাপেক্ষে আপত্তিটি অনধিক ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, রপ্তানী ব্যর্থতায় সৃষ্ট ডিমান্ড লোনের টাকা পুনঃতফসিল সত্ত্বেও প্রকল্পের টাকা ও মেয়াদোত্তীর্ণ চলতি মূলধন ঋণের টাকা তদারকির অভাবে আদায় না হওয়ায় ব্যাংকের ১৩ কোটি ১২ লাখ ২৭ হাজার ১শ’ ৯০ টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে দায়েরকৃত মামলা নিবিড় তদারকি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক অনধিক ৯০ দিনের মধ্যে আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, খুলনা মেটাল আন্ডাঃ লিঃ এর সিসি প্লেজ হিসেবে ডিপি ঘাটতি ২ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৬ শ’ ৬১ টাকা এবং সিসি, এলটআর হিসেবে মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ১২ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৩শ’ ৭৪ টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অনাদায়ী ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ঋণ বিতরণে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের দায় দায়িত্ব নির্ধারণপূর্বক আপত্তিটি নিষ্পত্তির সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, মেসার্স এম,আর,রাইস মিলস(প্রাঃ) লিঃ কে বিধিবহির্ভূতভাবে ঋণ মঞ্জুরকরত ঋণগ্রহীতা কর্র্র্তৃক ঋণের অর্থ অন্যত্র স্থানান্তরপূর্বক খেলাপীতে পর্যবসিত হওয়ায় ৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৫শ’ ৭টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অনাদায়ী টাকা আদায় করে অগ্রগতি নিয়মিত অডিটকে জানানোর সুপারিশ করা হয়।

সভায় বলা হয়, অনিয়মিতভাবে প্রকল্পে ঋণ বিতরণ এবং খেলাপী হওয়ার দীর্ঘদিন পরও ঋণের অর্থ আদায় না হওয়ায় ব্যাংকের ১ কোটি ২ লাখ ৪ হাজার ৭শ’ ৪০ টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ঋণ প্রদানের জন্য দায়দায়িত্ব নির্ধারণপূর্বক দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অনাদায়ী টাকা আদায় এবং মামলা নিবিড় তদারকির মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করে।

সভায় বলা হয়, মুন্সিপাড়া শাখার ঋণগ্রহীতা মেসার্স এম,আর, ফ্লাওয়ার মিলস (প্রাঃ) লিঃ কে বিধিবহির্ভূতভাবে ঋণ মঞ্জুরকরত ঋণগ্রহীতা কর্র্র্তৃক ঋণের অর্থ অন্যত্র স্থানান্তরপূর্বক খেলাপীতে পর্যবসিত হওয়ায় ৫ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৪শ’ টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অনাদায়ী টাকা আদায় করে অগ্রগতি নিয়মিত অডিটকে জানানোর সুপারিশ করে।

সভায় বলা হয়, মঞ্জুরী পত্রের শর্তানুযায়ী ঋণের টাকা সমন্বয় না হওয়ায় খেলাপী ঋণের সীমাতিরিক্ত দায়সহ মেয়াদোত্তীর্ণ ঋণ বাবদ ৩ কোটি ১৬ লাখ ৯৪ হাজার ১শ’ ১৮ টাকা ক্ষতি হয়। প্রকল্পের সম্ভাব্যতা ও ঝুঁকি বিবেচনা না করে মেসার্স উত্তরা হিমঘর লিঃ এর জামানতে দ্বিতীয় চার্জের বিপরীতে সিসি(প্লেজ) ঋণ প্রদান করায় এবং প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা দেশান্তরী হওয়ায় ও প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে খেলাপী হওয়া সত্ত্বে ও আইনী ব্যবস্থা গ্রহণ না করায় ব্যাংকের ২ কোটি ৯৪ লাখ ৩৬ হাজার ৯শ’ ৩৪ টাকা ক্ষতি হয়। এর ওপর উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি আপত্তি দু’টি অডিট অফিসের সন্তুষ্টি সাপেক্ষে নিষ্পত্তির সুপারিশ করে।
সিএন্ডএজি মাসুদ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুসুর রহমান, অগ্রণী ব্যাংক এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি

কাল দেশে এলডিসি থেকে উত্তরণ উদযাপিত হবে

ldcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে বর্তমান সরকারের ঐতিহাসিক সাফল্য আগামীকাল সর্বস্তরে উদযাপন করা হবে।

জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) গত ১৫ মার্চ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং পরের দিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করে।

গত বছরের অক্টোবরে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড এ্যান্ড ডেভলপমেন্টের (ইউএনসিটিএডি) এক রিপোর্টে বলা হয়, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি শর্ত পূর্ণ করায় চলতি মার্চ মাসে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করবে।

এই তিনটি মানদন্ড হচ্ছে মাথাপিছু জাতীয় আর (জিএনআই), হিউম্যান অ্যাসেটস ইউডেস্ক (এইচএআই) এবং ইকোনমিক ভালনারেবিলিটি ইনডেস্ক (ইভিআই)।

এলডিসি থেকে বাংলাদেশের মর্যাদাপূর্ণ উত্তরণ প্রক্রিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে সরকার আগামীকাল দেশব্যাপী উদযাপনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

একইভাবে দেশব্যাপী ২২ থেকে ২৮ মার্চ র‌্যালির আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন খাতে সরকারের সাফল্য তুলে ধরা হবে।
স্থানীয় প্রশাসন ছবি প্রদর্শনী, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন এবং উন্নয়ন কার্যক্রমের ওপর ভিডিও প্রদর্শন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদকে দুদকে তলব

azadস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এ কে আজাদএ কে আজাদজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কে আজাদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

আজ বুধবার এ কে আজাদকে তলবের চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, এ কে আজাদের বিরুদ্ধে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে তাঁকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা চিঠিতে এ কে আজাদকে ৩ এপ্রিল নিজে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুসন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নামমাত্র সুদে যে অর্থ আমরা নিই, তা বোধ হয় আর পাওয়া যাবে না। এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে।’

আজ বুধবার সচিবালয়ে আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রাকে আমরা উদ্‌যাপন করছি, কারণ সারা দুনিয়ায় আমাদের বদনাম—আমরা গরিব।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের চেয়ে এই কথাটা বেশি সহ্য করেছি আমি। কারণ, আমি তো অর্থ সংগ্রহে যাই। তবে বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে এই এলডিসি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছে, তা তো নয়, বিশ্বব্যাংক মর্যাদা দিচ্ছে। আর এটাও তো ঠিক—আমরা পারি। আমরা নিচে ছিলাম, এখন ওপরে উঠছি। আরও ওপরে উঠব। আর উৎসব করছি এই কারণে যে এটা আমাদের জাতীয় ঐতিহ্য। আমরা উৎসবপ্রিয় জাতি।’

এখন কি তাহলে আমরা স্বল্পোন্নত দেশ, নাকি উন্নয়শীল দেশ?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের হিসাবে আমরা কান্তিকালীন সময়ে (ট্রানজিশনাল পিরিয়ডে) আছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব গাজী শফিকুল আজম প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, ‘একটা প্রশ্ন উঠেছে যে এলডিজি থেকে উত্তরণের পর অনেক জায়গায় আমাদের সুবিধার দিকগুলো সংকুচিত হয়ে যাবে, কিন্তু অনেক সম্ভাবনার দুয়ারও খুলবে।’

রাজনৈতিক নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে জানিয়ে নজিবুর রহমান বলেন, এটা বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা।

১৫ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিপিডি) জাতিসংঘ সদর দপ্তরে এডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনসংক্রান্ত ঘোষণা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

‘শিগগিরই বিশ্ব অর্থনীতির ৪০তম দেশ হবে বাংলাদেশ’

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘২০৪১ সালে আমরা উন্নত দেশে উন্নীত হবো’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এ বছরই (২০১৮) বিশ্ব অর্থনীতির ৪০তম দেশ হবে বাংলাদেশ। বর্তমানে আমরা ৪৩তম অবস্থানে আছি। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।’

বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পণামন্ত্রী বলেন, ‘গরিব দেশ হওয়ার যন্ত্রণা থেকে আমরা মুক্ত হয়েছি। স্বাধীনতার তিন বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকায় উঠেছিল বাংলাদেশ। সেখানে ৪৩ বছর পর আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলাম। হয়তো আমাদের এখানে আসতে অন্য দেশের তুলনায় সময় বেশি লেগেছে। কিন্তু এখন আমরা খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করব। কারণ আমাদের কর্মক্ষম জনসংখ্যা বেশি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা সব দেশ থেকে এগিয়ে। আমাদের মতো কর্মক্ষম জনবল কোনো দেশে নেই। যেটা আমরা ধরে রাখতে পারব ২০৬১ সাল পর্যন্ত।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা ২০১০ সালে বিশ্ব অর্থনৈতিক দেশ হিসেবে ৫৮তম ছিলাম। সেখান থেকে এখন আমরা ৪৩তম অবস্থানে। ২০২০ সালে আমরা উন্নত দেশ হব। সেখানে আমরা ২০তম অর্থনৈতিক দেশ হিসেবে অবস্থান করব।

‘ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। হয়তো মালয়েশিয়ার মতো অত উন্নত নয়, তবে আমরা এগিয়ে যাচ্ছি।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বোড সভা আহবান

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আর্থিক প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ৩ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. স্কয়ার ফার্মা
  2. গ্রামীন ফোন
  3. ডরিন পাওয়ার
  4. ইফাদ অটোস
  5. ব্র্যাক ব্যাংক
  6. ওয়াটা কেমিক্যাল
  7. লংকাবাংলা ফাইন্যান্স
  8. কুইন সাউথ
  9. এসিআই লিমিটেড
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূচকের বড় পতন হলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়ছে। আর লেনদেন বাড়ার সাথে সাধে সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ২৪১ কোটি ৭১ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৮ টির। আর দর অপরিবর্তিত আছে ১৯ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, গ্রামীন ফোন, ডরিন পাওয়ার, ইফাদ অটোস, ব্র্যাক ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, কুইন সাউথ, এসিআই লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪০৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্লাক্সো স্মিথক্লাইনের লেনদেন শুরু বৃহস্পতিবার

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন লিমিটেড ২২ মার্চ বৃহস্পতিবার শেয়ার লেনদেন শুরু হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২১ মার্চ বুধবার কোম্পানির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানিটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী ২২ মার্চ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড আগামী ২২ মার্চ বৃহস্পতিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৫ মার্চ রবিবার পযর্ন্ত। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ২২ ও ২৫ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৭ মার্চ মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ২৭ মার্চ লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম