রহিম টেক্সটাইলের রেজিস্ট্রার্ড অফিস পরিবর্তন

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিমা টেক্সটাইল মিলস লিমিটেডের রেজিস্ট্রার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্ট্রার্ড অফিস ঢাকা তেজগাঁও কমার্শিয়াল এরিয়া ১১৭/এ, স্থানান্তর করা হয়েছে। এর আগে এর কার্যালয় ছিল ঢাকা গুলশান এভিনিউতে।

নতুন রেজিস্ট্রার্ড অফিসের কার্যক্রম চালু হবে ১৯ মার্চ থেকে। এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে ও সিএসইতে ২য় ঘন্টায় সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ দিন প্রথম দুই ঘণ্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩২৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৫৭.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৯১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যুক্তরাষ্ট্রের আদলে গড়ে তোলা হবে ওটিসি মার্কেট

otcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নত দেশ যুক্তরাষ্ট্রের ওভার দ্য কাউন্টারের (ওটিসি) আদলেই শেয়ারবাজারে ওটিসি মার্কেটের উন্নয়ন করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অবহেলিত এই বাজারকে গতিশীল করতে যুক্তরাষ্ট্রের আদলে পৃথক বোর্ড গঠন ও নীতিমালার খসড়া করে প্রস্তাব পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। এক বছরেও তা চূড়ান্ত হয়নি।

একটি সূত্র জানায়, কমিশনের কয়েকজন কর্মকর্তা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বাজার পরিদর্শন করেছে। সেখানে কিভাবে ওটিসি পরিচালিত হয় সে বিষয়ে জেনেছেন। অন্যান্য দেশের ওটিসি বাজার ও আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন।

শেয়ারবাজার গতিশীল করতে পিছিয়ে পড়া ও লোকসানি কম্পানির ওটিসি মার্কেট উন্নয়নে ২০১৭ সালের জানুয়ারিতে উদ্যোগ নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। নামমাত্র ও অস্তিত্বহীন কম্পানি বাদ দিয়ে নতুন আঙ্গিকে সচল করার উদ্যোগ নেওয়া হয়।

ডিএসই সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের ওটিসি মার্কেটের ধারণা থেকে পৃথক বোর্ড গঠন ও খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার চূড়ান্ত অনুমোদনে নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে। সেটি এখনো অনুমোদন পায়নি।

কমিশন সূত্র বলছে, ডিএসইর ওটিসি মার্কেট উন্নয়নে গত সেপ্টেম্বরে গঠিত কমিটির প্রতিবেদন কমিশন গ্রহণ করেছে। ওটিসি মার্কেট বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে একটি কমিটিও গঠন করেছে কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনে নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এই তথ্য জানিয়েছেন। পাঁচ সদস্যের ওই কমিটিকে আগামী ৮ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওটিসি হচ্ছে মূল মার্কেটের বাইরে তালিকাভুক্ত কম্পানির শেয়ার লেনদেনের বিকল্প ব্যবস্থা। ক্রমাগত লোকসান, বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ, লভ্যাংশ না দেওয়া, তালিকাভুক্তি অ-নবায়ন ও কাগুজে শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত বা ডিম্যাট করতে না পারা কম্পানিকে মূল বাজার থেকে চ্যুত করে ওটিসিতে পাঠানো হয়। ২০০৯ সালের ১ অক্টোবর ওটিসি মার্কেট চালু হয়।

ডিএসই সূত্রে জানা যায়, ওটিসি মার্কেটে তালিকাভুক্ত ৬৬ কম্পানির শেয়ার রয়েছে ৪১ কোটি ১১ লাখ। বাজার মূলধন ৭৮১ কোটি ৮৭ লাখ টাকা। বাজারে তালিকাভুক্ত ১১ কম্পানির শেয়ার আছে তবে কম্পানির কোনো হদিস নেই। বছরে এক দিনও লেনদেন হয়নি এমন কম্পানির সংখ্যা ১২টি। এসব কম্পানির অস্তিত্ব রয়েছে; কিন্তু বাজারে কোনো কার্যক্রম নেই।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, নিয়ন্ত্রক সংস্থার শর্তানুযায়ী ১৪ কম্পানি ডিম্যাট সম্পন্ন করেছে। ৬৬ কম্পানির মধ্যে ২১ কম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও পি/ই ধনাত্মক। অন্য কম্পানিগুলোর ইপিএস ও পিই ঋণাত্মক বা ক্ষতিতে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

ডিএসইর নবনির্বাচিত পরিচালক মিনহাজ মান্নান ইমন

EMON..-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মিনহাজ মান্নান ইমন। প্রার্থী এবং ভোটার সদস্যদের স্বতঃস্ফুর্ত ভোটাধিকারের মাধ্যমে মঙ্গলবার তিনি বিজয়ী হন।

সকাল সাড়ে ১০ টা থেকে ডিএসইর কার্যালয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন ৩৬ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করেন আহমদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ ইকবাল হাসান। তিনি পেয়েছেন ২০ কোটি ১০ লাখ ২২ হাজার ৯৪০ ভোট।

চলতি বছরে ২৫৬ জন ভোটারের মধ্যে ২০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিচারপতি মো. আব্দুস সামাদ এবং কমিশনের সদস্য হিসেবে ছিলেন শেয়ারহোল্ডার প্রতিনিধি হারুনুর রশিদ ও মঞ্জুর উদ্দিন আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

সামিট পাওয়ারের ৭.০২ কোটি শেয়ার কেনা সম্পন্ন

samitস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড এক কর্পোরেট পরিচালক ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সামিট কর্পোরেশন লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৭ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৯৯টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই কর্পোরেট পরিচালক চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সিএপিএম আইবিবিএলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে ইউনিটের দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে মিউচ্যুয়াল ফান্ডটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ মার্চ এ ইউনিটের দর ছিল ৯ টাকা এবং গতকাল মঙ্গলবার এ ইউনিটের দর দাঁড়ায় ১৩.৫ টাকা।

ইউনিটের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ইউনিটটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ২০,১১,০৯৯ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৪৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১১ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম