উন্নয়ের সাফল্য ধরে রাখুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

2018-03-22_8_146992স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রাপ্তিকে জনগণের অর্জন উল্লেখ করে এই উন্নয়ন সাফল্যকে ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অর্জন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন তাদের সকলেরই এবং বাংলাদেশের জনগণের অর্জন। কাজেই আমি মনে করি বাংলাদেশের জনগণই হচ্ছে মূল শক্তি। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর এই জনগণই পারে সব রকম অর্জন করতে।’ তিনি বলেন, ‘এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।’

শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণে তাঁকে প্রদত্ত সংবর্ধনা এবং এই উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এই জনগণের উদ্দেশেই জাতির পিতা বলে গেছেন- বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। দাবায়ে যে রাখতে পারবে না সেটাই আজকে প্রমাণ হয়েছে।’

অ্যাডহক ভিত্তিতে পরিকল্পনা না নিয়ে ৫ বছর মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ১০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণেই বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের থেকে পথ প্রদর্শক হিসেবে কাজ করেছি। কিন্তুু যারা কাজ করেছে আমার কৃষক, শ্রমিক, মেহেনতি মানুষ থেকে শুরু করে আমাদের পেশাজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁরা কাজ করেছে।

তিনি বলেন, যারা কাজ করেন তাঁরা কিন্তু সরকারের মনভাবটা বুঝতে পারেন। আর সেটা বুঝেই তারা কাজ করেন। এটা হচ্ছে বাস্তবতা। কাজেই সরকার যখন আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তখন তাঁরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেই আজকে আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।

সরকার প্রধান বলেন, আমাদের অর্থনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমরা আর পরমুখাপেক্ষী নেই। শতকরা ৯০ ভাগ নিজেদের অর্থায়নে আমরা বাজেট করতে পারি। যে বাজেট অতীতের থেকে চারগুণ বৃদ্ধি করা হয়েছে।

এই কাজগুলো সফলভাবে করার জন্য তিনি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সকল উন্নয়ন সহযোগী এবং বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, সকলের সহযোগিতাতেই আজকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজনে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সভাপতিত্ব করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফজিতা ম্যানুয়েল কাতুয়া ইউতাউ কমন বক্তৃতা করেন। এউএনডিপি অ্যাডমিনিষ্ট্রেটর আসীম স্টেইনারের একটি লিখিত বার্তাও অনুষ্ঠানে পরিবেশিত হয়।
ইআরডি সচিব কাজী শফিকুল আজম স্বাগত বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী জাতির পিতার বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘জাতির পিতার আকাক্সক্ষা ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বাংলার মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবনের অধিকারী হবে- এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। তাই বঙ্গবন্ধু সারাজীবন সংগ্রাম করেছেন সাধারণ মানুষের ভাগ্য ফেরানোর জন্য।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন গত ১৭ মার্চ ছিল জাতির পিতার ৯৯তম জন্মদিন। ঐদিন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের এই সুসংবাদটি পাই। জাতির পিতার জন্মদিনে আমাদের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে! ২০১৫ সালে বিশ্বব্যাংক আমাদের নি¤œ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয়। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সনদ পেল।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

বাংলাদেশের পথচলা এখানেই শেষ হয়নি : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ আরো এগিয়ে যাবে। বাংলাদেশের পথচলা এখানেই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বাংলাদেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী ২০০৮ সালে আমাদের ‌‘ভিশন-২০২১’ স্বপ্ন দেখান এবং এদেশের যুবসমাজকে এই স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করি এবং তার জন্য আমাদের কৌশল ও নীতিমালা রচনা করি। আজকের উন্নয়ন তারই বাস্তবায়নের ফলশ্রুতি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস প্রাথমিক পর্যায়ে উত্তরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গতবছর Inclusive Development Index-এ বাংলাদেশের অবস্থান ৩৪তম, যেখানে ভারত ৬২তম, পাকিস্তান ৫২তম এবং শ্রীলংকা ৪০তম অবস্থানে আছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ফলে অতি-দরিদ্র্যতার হার ২০১৬ সালে ১২.৬ শতাংশে নেমে এসেছে যা ২০১০ সালে ১৭.৬ শতাংশ ছিল।

তিনি বলেন, আমরা অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে চলেছি এবং অধিকতর জনগণকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে নিয়ে আসতে সক্ষমতা বজায় রাখছি। দারিদ্র্য এদেশ থেকে আমরা বিতাড়িত করবো ২০৩০ সালে নয়, ২০২৪ সালের মধ্যেই।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে আমাদের অবস্থান শক্তিশালী করতে দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনায় দক্ষতা, আন্তর্জাতিক মানের পণ্য ও প্রতিষ্ঠান তৈরি করতে আমাদের সামর্থ আরো বাড়িয়ে চলেছি

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

৭০ টাকার স্মারক নোট ইস্যু বাংলাদেশ ব্যাংকের

d1b1f3a37e1c23040373a909bd234928-5ab38d5a3cd08স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করেছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক নোট অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

রেনউইক যজ্ঞেশ্বররের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির সাবেক এমডিসহ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) শীর্ষ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বিএসএফআইসির প্রধান প্রকৌশলী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেড কুষ্টিয়া) আহসান সিদ্দিক, কুষ্টিয়া চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কারখানা) মাধব চন্দ্র মণ্ডল (বর্তমানে একই পদে নাটোর চিনিকলে কর্মরত), নারায়ণগঞ্জে অবস্থিত যন্ত্রপাতি সরবরাহকারী মডার্ন স্টিল ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকার আবুল কাশেম ও দিলীপ চন্দ্র সাহা।

মামলার এজাহারে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ও জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়া চিনিকলের একটি পুরোনো এয়ার কমপ্রেসর ও সাত লাখ পাঁচ হাজার টাকা এই ব্যক্তিরা আত্মসাৎ করেছেন। যা দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ২০১৫ সালের ১৪ মে থেকে ২০১৭ সালের ১০ জানুয়ারির মধ্যবর্তী সময়ে এ আত্মসাতের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপরাধ) শেখ ওবায়দুল্লাহ আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, দুদকের এক কর্মকর্তা মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলার বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী আহসান সিদ্দিকের কার্যালয়ের টেলিফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে । বৃহস্পতিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ ২২ মার্চ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ২৩.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হামিদ ফ্যাব্রিকসের ঋণমান ‘এএ৩’

hamid-fabrics-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস লিমিটেডের ঋণমান ‘এএ৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা
গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রহিম টেক্সটাইলের ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

rahimস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডক্টর শামীম মতিন চৌধুরী নামে এক উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

‘ব্যাংক এক্সপোজার প্রজ্ঞাপনটি স্থগিত করলেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার’

bb-20180322135428স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে চলমান সংকট উত্তরণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিলো বিশেষ বিবেচনায় অর্থ মন্ত্রণালয় তা মেনে নিয়েছে। অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক যত দ্রুত বাস্তবায়ন করবে তত দ্রুত শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংক গত ২৫ ফেব্রুয়ারি বাংকের এক্সপোজার নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপন স্থগিত করলেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারের চলমান সংকট উত্তরণে আমাদের যে প্রস্তাব ছিল অর্থ মন্ত্রণালয় তা বিশেষ বিবেচনায় মেনে নিয়েছে। সেই সঙ্গে তা বাস্তবায়ন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

এখন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন স্থগিত করলে কালকেই বাজার ঘুরে দাঁড়াবে। আর প্রজ্ঞাপন স্থগিত করতে ১০ দিন দেরি করা হলে আমরা ১০ দিন সাফার করবো। তাই প্রজ্ঞাপন স্থগিত করতে যাতে আমলাতান্ত্রিক জটিলতা না হয় আমরা তার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, শেয়ারবাজারে চলমান সংকট উত্তরণে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই কয়েকটি দাবি জানানো হচ্ছে। ব্যাংকের এক্সপোজার গণনা নিয়ে এবং আইসিবির এক্সপোজার গণনা নিয়ে একটা সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাবি ছিল।

তিনি জানান, গতকাল অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে আমাদের প্রস্তাবগুলো বিশেষ বিবেচনায় মেনে নেয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংককে তা বাস্তবায়ন করতে চিঠি দেয়া হয়েছে।

যেসব দাবি অর্থ মন্ত্রণালয় মেনে নিয়েছে, সে বিষয়ে সাদেক বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও অতালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজেরর হিসাবের বাইরে রাখা। কৌশলগত বিনিয়োগ যা পুরো মেয়াদকাল পর্যন্ত ধরে রাখতে হবে এবং যেসব সিকিউরিটিজের লেনদেন হয় না। সেই সব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেয়া।

তিনি আরো বলেন, ব্যাংকের শেয়ারবাজার এক্সপোজার লিমিট গণনা করার ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য অনুযায়ী গণনা না করে ক্রয়মূল্যের ভিত্তিতে গণনা করা। ব্যাংক তার শেয়ারবাজার সংশ্লিষ্ট সাবসিডিয়ারিকে প্রদত্ত ঋণের যে অংশ ব্যাংকিং খাতে বিনিয়োগ করে তা পুঁজিবাজারে এক্সপোজার হিসেবে না করে শুধু মাত্র ওই ঋণের যে অংশ শেয়ারবাজারে বিভিন্ন সিকিউরিটেজে বিনিয়োগ করা হয়, তাই ওই ব্যাংকে প্রকৃত শেয়ারবাজার এক্সপোজার হিসেবে গণনা করা।

মোস্তাক আহমেদ সাদেক বলেন, এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ‘সিঙ্গেল পার্টি এক্সপোজার’ গণনায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ সক্ষমতা হ্রাস পেয়েছে। তাই আইসিবিকে সিঙ্গেল পার্টি এক্সপোজার হিসেবে গণনা করার বিষয় পুনবিবেচনা করার জন্য অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএমবিএ’র সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, ডিবিএ’র সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার হোসেন, সহ-সভাপতি ড. জহির এবং বিএমবিএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে পরে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বন্ড ডিবেঞ্চার প্রেফারেন্সিয়াল শেয়ার ও তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডকে ব্যাংকের এক্সপোজের হিসাবের বাইরে রাখা, কৌশলগত বিনিয়োগ যা পুরো মেয়াদকাল পর‌্যন্ত ধরে রাখা এবং যে সব সিকিউরিটিজের লেনদেন হয় না সেসব সিকিউরিটিজকে এক্সপোজার গণনা থেকে বাদ দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

  1. আল আরাফাহ ইসলামী ব্যাংক
  2. সোস্যাল ইসলামী ব্যাংক
  3. ইউনিক হোটেল
  4. স্কয়াল র্ফামা
  5. ওয়াটা কেমিক্যাল
  6. উত্তরা ফাইন্যান্স
  7. ইফাদ অটোস
  8. আমরা নেটওয়ার্ক
  9. লংকাবাংলা ফাইন্যান্স
  10. সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসইতে ৩৮৮ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৮৮ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সূচকের সংমিশ্রনে লেনদেন কিছুটা বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অাগের দিনের চেয়ে অর্ধেক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ২১ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৫২ কোটি ৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪ টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, স্কয়াল র্ফামা, ওয়াটা কেমিক্যাল, উত্তরা ফাইন্যান্স, ইফাদ অটোস, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স ও সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৯ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্ক ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম