ওয়েষ্টার্ণ মেরিনের ৩.০৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৩ লাখ ৭ হাজার ৪৩৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: সাইদুল ইসলাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ ৭ হাজার ৪৩৬টি শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৪৪,৮৭,৫১৪ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১ম ২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩০০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৬০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বে- লিজিংয়ের বোর্ড সভা ৫ এপ্রিল

Bay-Leasingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বে- লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৫ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিল কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

prime finস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৬৮ টাকা। যা গত বছরে লোকসান ছিল ৩.৪৮ টাকা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮.৫২ টাকা। যা গত বছরে ছিল ১০.২১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ৪ এপ্রিল

Premier-Bank1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ৪ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর বনানী কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফাস ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

fas-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১০ টাকা। যা গত বছরে ছিল ৭২ পয়সা।

আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৬৭ টাকা। যা গত বছরে ছিল ১৪.১২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম