মিরাকল ইন্ডাস্ট্রিজের ১.২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১‌৭,১১,০৯৯ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে প্রদান

nccbl-520x360স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, কোম্পানিটি ২১ মার্চ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর চেক নেওযার জন্য শেয়ারহোল্ডারদেরকে ৩৪ পুরাণা পল্টনে অবস্থিত নূরজাহান শরীফ প্লাজা ( ৮ম তলা) কোম্পানির অফিসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২ ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২১৪.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৫৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা ব্রাক ও নিটল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু রবিবার

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের ১ এপ্রিল রবিবার শেয়ার লেনদেন শুরু হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ ২৯ মার্চ বৃহস্পতিবার কোম্পানি দুইটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে কোম্পানি দুইটির লেনদেন স্থগিত রাখে ।

আগামী ১ এপ্রিল রবিবার থেকে কোম্পানি দুইটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবিবার স্পট মার্কেটে যাবে ব্র্যাক ব্যাংক

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড আগামী ১ এপ্রিল রবিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২ এপ্রিল সোমবার পযর্ন্ত। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১ ও ২ এপ্রিল অর্থাৎ রবিবার ও সোমবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৩ এপ্রিল মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ৩ এপ্রিল লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১.৫২ লাখ শেয়ার কিনবে ইসলামিক ফাইন্যান্স

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ ৫২ হাজার শেয়ার কেনার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিয়াকত হোসেন মোঘল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ লাখ ৫২ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম