পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

abdulhamid3-20180402201300স্টকমার্কেট ডেস্ক :

মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর পৌনে ২টায় হেলিকপ্টারে করে তিনি পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর নবনির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি সার্ভিস এরিয়ার-১ এর বিশেষ কটেজে অবস্থান করেন। সেখানে রাষ্ট্রপতির সামনে মাল্টিমিডিয়ার মাধ্যমে পদ্মা সেতুর সর্বশেষ কর্মযজ্ঞের তথ্য তুলে ধরেন কর্মকর্তারা। পরবর্তীতে তিনি মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

এরপর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস এরিয়া-১ থেকে ৩টা ৩৭ মিনিটে কন্সট্রাকশন ইয়ার্ডের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরবর্তীতে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার কুমারভোগ এলাকার পদ্মা সেতুর বিশেষায়িত কন্সট্রাকশন ইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সিনোহাইড্রোর ঘাট-বি থেকে স্প্রিডবোটে করে কাঁঠালবাড়ির উদ্দেশে যাওয়ার পথে ৪টা ৫০ মিনিটে পদ্মা সেতুর সাড়ে চারশত মিটার দৃশ্যমান অবকাঠামো অবলোকন করেন। তিনি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের নাওডোবার সার্ভিস এরিয়া-২ এ বিকেল সাড়ে ৫টায় পৌঁছান।

মুন্সীগঞ্জ প্রান্তের সার্বিক কাজকর্ম পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলী, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সেতু সচিব খন্দকার আনোয়ার ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক শায়লা ফারজানা, মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা প্রমুখ ছিলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সার্ভিস এরিয়া-২ এর বিশেষ কটেজে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম। সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রহিমা ফুডের রেজিষ্টার অফিস পরিবর্তন

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর উত্তরা হতে গেন্ডারিয়াতে ডিস্ট্রেলারি রোডে অবস্থিত ১১৫/৭/১ নম্বর বাড়িতে স্থানান্তর করা হয়েছে।

১ এপ্রিল হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বুধবার জাতীয় এসএমই মেলা শুরু

sm melaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসারে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথভাবে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

আজ শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রী জানান, ৬ষ্ঠ বারের মতো জাতীয় এসএমই মেলা আয়োজন করা হচ্ছে। আগামী ৪ এপ্রিল এ মেলা শুরু হয়ে চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না।

আমির হোসেন আমু বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ করা। মেলায় এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন হবে। পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ করতে পারবেন উৎপাদনকারীরা।

তিনি বলেন, এবারের মেলায় সারাদেশ থেকে ২৭৪টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ২৭৯টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৮৩ জন নারী উদ্যোক্তা এবং ৮৫ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। এর মানে মেলায় ৬৮.২% নারী উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে।

এবারের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা হবে না। দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি এ মেলায় ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার ও তথ্য কেন্দ্রের স্টল থাকবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এসএমই ফাউন্ডেশন পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৮’প্রদান করা হবে। প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা, ট্রফি ও সার্টিফিকেট দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিএবির প্রস্তাবনা অগ্রহণযোগ্য বলে মনে করেছেন টিআইবি

tibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণ কেলেঙ্কারিসহ ব্যাংক খাতের ‘নেতিবাচক’ সংবাদ বন্ধে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রস্তাবনার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি বলছে, এ ধরনের প্রস্তাবনা মেনে নেয়া হলে তা এ খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের সুরক্ষা দেবে এবং অধিকতর দুর্নীতির বিস্তার ঘটাবে। বিএবি’র ওই প্রস্তাবনা প্রত্যাখ্যান করার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, বিএবির মতে ব্যাংক খাত সংশ্লিষ্ট নেতিবাচক সংবাদ গ্রাহক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে, এজন্য এ ধরনের সংবাদ প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত রাখার জন্য ব্যাংক রিপোর্টিং অ্যাক্ট করার সুপারিশ করেছে বিএবি।

প্রস্তাবটি শুধুমাত্র উটপাখিসম আচরণের বহিঃপ্রকাশই নয়, এটি ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি, জালিয়াতির তথ্য গোপন রেখে এসবের সুরক্ষা দেয়া ও আরও বিকাশের সুযোগ সৃষ্টির অপপ্রয়াস। কোনো অবস্থায়ই এ ধরনের জনস্বার্থবিরোধী প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না।

বেসরকারি হলেও ব্যাংকিং খাত বাস্তবে জনগণের অর্থের ওপর নির্ভরশীল বিধায় এ খাতের ইতিবাচক সংবাদের পাশাপাশি দুর্নীতি, অনিয়মসহ সব প্রকার তথ্য জানার অধিকার জনগণের রয়েছে। তথ্য প্রকাশে প্রতিরোধক তৈরি করে জনগণকে বিভ্রান্ত করে অনিয়ম ও দুর্নীতির বিস্তার করার কোনো অধিকার জনগণ ব্যাংক খাতকে দেয়নি।’

ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘ব্যাংক রিপোর্টিং অ্যাক্ট-এর অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে তা দুর্নীতি, অনিয়ম, জালিয়াতির তথ্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নয়, বরং এ ধরনের তথ্য যেন অবাধে প্রকাশিত হতে পারে, তার উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য। স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বা চাপে যেন-তেন সিদ্ধান্ত গ্রহণ করে ইতোমধ্যে ব্যাপক সঙ্কটে জর্জরিত ব্যাংকিং খাতকে সমূলে ধ্বংসের দিকে ধাবিত না করার জন্য আমরা সরকারের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রডের দাম যৌক্তিক রাখতে সরকার ব্যবস্থা নেবে

rodস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রডের দাম বৃদ্ধি ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নিয়েছেন উৎপাদক ও ব্যবহারকারীরা। উৎপাদকরা বলছেন, যেটুকু দাম বাড়ানো প্রয়োজন, এর চেয়ে কম বেড়েছে। আবার ব্যবহারকারীরা বলছেন, যেটুকু বাড়া উচিত, এর চেয়ে বেশি বাড়িয়ে সুযোগ নিচ্ছেন উৎপাদকরা। তবে প্রকৃত কারণ খুঁজে বের করে এর একটি সুরাহা করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রডের বাজার অস্থির হয়ে ওঠার কারণ জানতে গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে উৎপাদক ও ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উৎপাদকরা বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, বন্দরে পণ্য খালাসে অতিরিক্ত খরচ, পরিবহন খরচ বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাব, ব্যাংকঋণের সুদ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণেই রডের দাম বেড়েছে।

তবে ব্যবহারকরীরা বলেন, উৎপাদকরা স্থানীয় বাজারে ফিনিশড প্রডাক্টের দাম যে পরিমাণে বাড়িয়েছেন, বিশ্ববাজারে কাঁচামালের দাম ততটা বাড়েনি। সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের কারণে রডের চাহিদা বেড়েছে। যে কারণে সুযোগ নিচ্ছেন উৎপাদকরা।

সভা শেষে রড-সিমেন্টের দাম কেন বাড়ছে বা প্রকৃতপক্ষে কত দাম হওয়া উচিত, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে দাম কমানোর ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা থাকলে সেটাও নেওয়া হবে বলে জানান তিনি। এ জন্য দ্রুত এ দুই পক্ষের প্রতিনিধিসহ অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং নৌপরিবহনমন্ত্রীকে নিয়ে সভা করবেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্মাণসামগ্রীর দাম বাড়লে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। এসব পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ব্যবসায়ীরা যাতে লোকসানে না পড়ে, আবার উৎপাদকদের শিল্প যাতে বাঁচে সবাইকে নিয়ে সে রকম ব্যবস্থা করা হবে।’

এ সভায় বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারে রডের কাঁচামালের দাম বেড়েছে সাড়ে ১৩ হাজার টাকা। আবার বিদেশ থেকে পণ্য এনে বন্দরে ঠিকমতো খালাস করা যাচ্ছে না। অফ ডকে খালাস করতে প্রতি টনে ৬৮৮ টাকা বেশি ব্যয় হচ্ছে। ট্রাকে ১৩ টনের বেশি পণ্য বহণ করা যাবে না, এমন সিদ্ধান্তের কারণে পরিবহনে খরচ বেড়েছে এক হাজার ৪৮৮ টাকা।

বিদ্যুৎ-গ্যাসের সরবরাহে ঘাটতির কারণে এক হাজার টাকা টন প্রতি খরচ বাড়ছে। ব্যাংকের সুদ বাবদ প্রতি টনে ৭০০ টাকা খরচ বেড়েছে। ডলারের বিনিময় মূল্যের কারণেও খরচ বেড়েছে। সর্বসাকল্যে প্রতি টন রড উৎপাদনে ১৮ হাজার ৪১৯ টাকা খরচ বেড়েছে। ফলে রডের খুচরা মূল্য যা হওয়া উচিত তার চেয়ে কমই দাম বেড়েছে।

অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের সভাপতি মনির উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাংকঋণের সুদহার, পরিবহন খরচ, বন্দর সমস্যা—এগুলোর সমস্যা আমাদেরও। আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে পারে। তবে সে বৃদ্ধি অনুযায়ী রডের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। কিন্তু দাম বেড়েছে ৪০ শতাংশ। দেশে রড-সিমেন্টের চাহিদা বেড়েছে। উৎপাদকরা তার সুযোগ নিচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়বে। কারণ যারা টেন্ডারে অংশ নিয়েছে তারা কাজ না করে ১০ শতাংশ জরিমানা দেবে, কিন্তু ২০ শতাংশ লোকসান দেবে না। সরকারকে এ বিষয়ে নজর দেওয়া উচিত।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মুচলেকা দিয়ে ভবন ভাঙতে এক বছর সময় পেল বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

bgmea
বিজিএমইএ’র ভবন ভাঙতে মুচলেকা গ্রহণের পাশাপাশি এক বছরের মধ্যে ওই ভবন ভেঙে ফেলার জন্য তাদেরকে সময় দিয়েছেন আদালত। এ নিয়ে বিজিএমইএ ভবন তৃতীয়বারের মতো সময় পেল।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

‘ভবিষ্যতে ভবন ভাঙতে আর সময় চাইবে না’- বিজিএমইএ’র এমন মুচলেকায় আগামী বছরের ১২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন আদালত। এর মধ্যে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিল প্রকল্পে এই ‘ক্যান্সার’ ভাঙতেই হবে।

এর আগে বিজিএমইএর আইনজীবী এডভোকেট কামরুল হক সিদ্দিকী আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী মুচলেকা দাখিল করেন। আদালত ওই মুচলেকা গ্রহণ করে তাদেরকে ভবন ভাঙতে এক বছর সময় দেন।

গত ২৮ মার্চ দাখিল করা মুচলেকায় কিছু অস্পষ্টতা থাকায় তা সংশোধন (মোডিফাই) করে ফের সোমবারের মধ্যে দিতে বলেছিলেন আপিল বিভাগ।

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিকেএমইএ’র নেতৃত্বাধীন ৩১ স্টল জাপানে নিটওয়্যার মেলায় অংশগ্রহণ করবে

bkmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতৃত্বাধীন ৩১টি স্টল জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য নিটওয়্যার মেলায় অংশগ্রহণ করবে। বিকেএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টোকিওতে নিটওয়্যার মেলা ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮’ আগামী ৪ এপ্রিল শুরু হয়ে তা ৬ এপ্রিল শেষ হবে। জাপানে নিটওয়্যার রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী এ মেলায় মোট ৩১টি স্টল অংশগ্রহণ করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এমপির নেতৃতে বিকেএমইএ’র ৮০ সদস্য বিশিষ্ট নিটওয়্যার রপ্তানিরকারক প্রতিনিধি দল এ মেলায় অংশগ্রহণ করবেন।

বর্তমানে জাপান সারা বিশ্ব থেকে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক আমদানি করে, সেখানে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত নিট পণ্যের পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে ৯০০ মিলিয়নে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশি নিটওয়্যার রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে জাপান সরকারের প্রতি অনুরোধ জানান বিকেএমইএ’র সভাপতি।

তিন দিনব্যাপী এই মেলা চলাকালে জাপানের মিনিস্ট্রি অব ইকোনোমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমইটিআই), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (জেটিআইএ), পেগাসাস, জাপান চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই), টোকিও চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিসহ (টিসিসিআই) বিভিন্ন আমদানি-রপ্তানিকারকদের সংগঠনগুলোর সাথে আলোচনা করবেন বিকেএমইএ সভাপতি।
এতে বাংলাদেশে নিট খাতে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ, সম্ভাবনা, নিটওয়্যার আমদানি-রপ্তানির সমস্যা-সমাধানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত থাকবে। সূত্র (বাসস)

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দুই বোর্ড সভা ৮ এপ্রিল

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁও প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ১ম প্রান্তিক ও বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ইউনিক হোটেল
  4. মার্কেন্টাইল ব্যাংক
  5. বিডিকম অনলাইন
  6. ব্র্যাক ব্যাংক
  7. স্কয়ার ফার্মা
  8. ফরচুন সুজ
  9. সিটি ব্যাংক
  10. মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৯৯ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেনর সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৪১ কোটি টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮০.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৪ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭১ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো, লংকাবাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, মার্কেন্টাইল ব্যাংক, বিডিকম, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, সিটি ব্যাংক ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭০.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৬ লাখ টাকা। গতকার রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোবাক্যো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম