হঠাৎ করে মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালকদের শেয়ার বিক্রির হিড়িক

miracleস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। হঠাৎ করে জানুয়ারি মাস থেকে এক কর্পোরেট পরিচালক ও দুইজন উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির মোট ২৮ লাখ ৮ হাজার ১০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এসব শেয়ার অনেকটাই বিক্রিও সম্পন্ন করেছেন তারা।

সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি পরিচালক শামসুর রহমান সর্বপ্রথম কোম্পানিটির ৪ লাখ শেয়ার ও আর ৬ ফেব্রুয়ারিতে ২য় দফায় ৫ লাখ ৪০ হাজার ৬০০টি শেয়ার বিক্রির ঘোষণা দেন। ইতিমধ্যে তিনি ঘোষিত ৯ লাখ ৪০ হাজার ৬০০টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বিক্রির পর তার হাতে কোম্পানিটির আরো ১১ লাখ ৮৭ হাজার ৭৫১টি শেয়ার রয়েছে।

অন্য দিকে রফিকুল মোর্শেদ নামে আরেক উদ্দ্যোক্তা পরিচালক গত ২২ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি দুই দফায় কোম্পানিটি ৪ লাখ ও ৫ লাখ ২০ হাজার শেয়ার মিলে মোট ৯ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করেছেন। বিক্রির পর তার হাতে কোম্পানিটির আরো ১১ লাখ ৬৭ হাজার ৭৫১ টি শেয়ার রয়েছে।

এ ছাড়া পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এক কর্পোরেট পরিচালক ছয় দফায় কোম্পানিটি ৯,৪৭,৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই পরিচালক প্রথম দফায় ৩ লাখ, দ্বিতীয় দফায় ১ লাখ ২০ হাজার, তৃতীয় দফায় ১ লাখ ৩০ হাজার, ৪র্থ দফায় ১ লাখ ২০ হাজার, ৫ম দফায় ১ লাখ ৩০ হাজার সর্বশেষ ষষ্ঠ দফায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঘোষণার পর প্রতিষ্ঠানের হাতে কোম্পানিটির এখোনো ১২ লাখ ১১ হাজার ৯৯ টি শেয়ার রয়েছে।

পাভার্টন সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার বিক্রি শেষ না হলেও শামসুর রহমান ও রফিকুল মোর্শেদ নামে এই দুই উদ্দ্যোক্তা পরিচালক ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, মিরাকল ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ১০৮টি । এর মধ্যে পরিচালকদের হাতে ৪৩.৪২ শতাংশ ও পাবলিকের কাছে ৫৬.৫৮ শতাংশ শেয়ার রয়েছে। এই কোম্পানির কোনো শেয়ার বিদেশী বা প্রতিষ্ঠানের হাতে নেই।

স্টকমার্কেটবিডি.কম//মোহন/এমএম

আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ফি বা চার্জ নির্ধারণ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরনের ঋণে আবেদন ফি ২০০ টাকার বেশি নিতে পারবে না কোনও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা লিজ হিসাবের বিপরীতে ফি বা চার্জ বা কমিশন আরোপের ক্ষেত্রে অভিন্নতা আনা এবং গ্রাহক স্বার্থ রক্ষায় ঋণ আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা আদায় করা যাবে।

একইভাবে ডকুমেন্টেশন ফি, সিআইবি চার্জ, স্ট্যাম্প চার্জ, আইনি ও জামানত মূল্যায়ন ফি প্রকৃত ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত হবে। ঋণের কিস্তি পরিশোধে দেরির কারণে আরোপ করা ফি বা দণ্ডসুদ বা মুনাফা কোনও অবস্থাতেই সংশ্লিষ্ট ঋণের জন্য প্রযোজ্য সুদ বা মুনাফার হারের সঙ্গে দুই শতাংশের (মুনাফা হার+২% ) বেশি হবে না।

তবে গ্রাহকের চাহিদা অনুসারে বছরে দুইবার নিলে প্রতি বারের জন্য সর্বোচ্চ ২০০ টাকা চার্জ আদায় করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনোভাবেই গ্রাহকের কাছ থেকে হিডেন ফি বা চার্জ বা কমিশন আদায় করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মোবাইল ব্যাংকিংয়ে ১৮টি ব্যাংক : দিনে ১ হাজার কোটি টাকা লেনদেন

mobil স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন এক হাজার কোটি টাকা ছাঁড়িয়েছে। মোবাইল আর্থিক হিসাব (এমএফএস) নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অতিদ্রুত টাকা পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। দিন দিন গ্রাহক সংখ্যা বাড়ছে। দেশের সব শ্রেণি পেশার মানুষ এর আওতায় যুক্ত হচ্ছে। ফলে মোবাইল ব্যাংকিং দেশের ব্যাংকিং সেবায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মোট ১৮টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে জড়িত। এসব প্রতিষ্ঠান ফেব্রুয়ারি শেষে মোট নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার। এর মধ্যে সক্রিয় হিসাবের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩১ হাজার। ফেব্রুয়ারিতে সক্রিয় হিসাবের সংখ্যা জানুয়ারির তুলনায় বেড়েছে এক লাখ ১৮ হাজার বা দশমিক ৬ শতাংশ। জানুয়ারিতে সক্রিয় মোবাইল ব্যাংকিংয়ের হিসাব সংখ্যা ছিল দুই কোটি ৭ লাখ ১৩ হাজার। আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৭৩৪ জনে।

সর্বশেষ তথ্য মতে, ফেব্রুয়ারিতে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন হয়েছে ২৮ হাজার ৪৪৫ কোটি টাকা। জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৩০ হাজার ৩৯৬ কোটি টাকা। লেনদেনের অর্থ কমার পাশাপাশি ফেব্রুয়ারিতে লেনদেনের সংখ্যাও ৫ দশমিক ৪ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে এমএফএসে মোট লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ ৮১ হাজার, জানুয়ারিতে যা ছিল ১৭ কোটি ১২ লাখ ৭৬ হাজার।

উল্লেখ, ফেব্রুয়ারি মাস ছিল ২৮ দিনের আর জানুয়ারি ৩১ দিনের। তাই জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শাশা ডেনিমসের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

Shasha-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মার্চ এ শেয়ারের দর ছিল ৪৩.৮০ টাকা এবং গতকাল মঙ্গলবার এ শেয়ারের দর দাঁড়ায় ৫৬.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে শাশা ডেনিমস লিমিটেডের জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়ান ব্যাংকের বার্ষিক বোর্ড সভা ১৫ এপ্রিল

one bank-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর ব্যাংকটি ১৩ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকলের কর্পোরেট পরিচালক ১.৪৭ লাখ শেয়ার বিক্রির করবে

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ৪৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ৪৭ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১২,১১,০৯৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মুন্নু জুট স্ট্যাফলার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

monnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ মার্চ এ শেয়ারের দর ছিল ৭৭৪.৭ টাকা এবং গতকাল মঙ্গলবার এ শেয়ারের দর দাঁড়ায় ৯৭৮.৩ টাকা।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেডের জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ব্র্যাক ব্যাংক
  2. ইফাদ অটোস
  3. ইউনিক হোটেল
  4. বেক্সিমকো লিমিটেড
  5. আমরা নেটওয়ার্ক
  6. ড্রাগন সোয়েটার
  7. মুন্নু সিরামিক্স
  8. রূপালী লাইফ ইনস্যুরেন্স
  9. জাহিন স্পিনিং
  10. লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই ও সিএসইতে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৪৬ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন অনেক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৫৫ কোটি ২২ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫২ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, ইউনিক হোটেল, বেক্সিমকো লিমিটেড, আমরা নেটওয়ার্ক, ড্রাগন সোয়েটার, মুন্নু সিরামিক্স, রূপালী লাইফ ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ১৫ লাখ টাকা। গতকার মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বিবিএস কেবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

হাক্কানী পাল্পের ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৩’

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম