ব্যাংক খাতই সবচেয়ে উদ্বেগের খাত: বিশ্বব্যাংক

f8ca544b58de1993f9646cff7accd7b3-5acb299e3cff5স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঝুঁকির ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাংকিং খাতই সবচেয়ে বেশি উদ্বেগের খাত। এই খাতের দুর্নীতি দমনে, ঝুঁকি ব্যবস্থাপনায় উদ্যোগ নিতে হবে। এ জন্য ব্যাংক খাতে তদারকি বাড়াতে হবে। আবার ঋণ আদায়ে আইনগত ও আর্থিক কাঠামোর উন্নতি করতে হবে।

আজ সোমবার বিশ্বব্যাংকের এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এই কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে তারল্য সংকট না থাকলেও খেলাপি ঋণ অনেক বেশি। আবার বেশ কিছু বেসরকারি ব্যাংকে তারল্য সংকট আছে।

আগারগাঁওয়ের বিশ্বব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করা হয়।

বিশ্বব্যাংক আরও বলেছে, সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এটি মূলধন ঘাটতির অন্যতম কারণ। কয়েক বছর ধরে এই ঘাটতি নিরসনে বাজেটের মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে। তাঁর মতে, মুদ্রানীতি এখন সম্প্রসারণমূলক হয়ে গেছে। বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি অনুযায়ী, সতর্কতামূলক মুদ্রানীতি হওয়া উচিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িক হিসাব করে বলেছে, চলতি অর্থবছরের ৭ দশমিক ৬৫ শতাংশ মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি হবে। এই হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির হিসাব নিয়ে কিছু প্রশ্ন করেছে বিশ্বব্যাংক। প্রশ্নগুলো হলো এত প্রবৃদ্ধি কি অর্থনীতির সক্ষমতার অতিব্যবহার নাকি কৃত্রিমভাবে তৈরি করা? এত প্রবৃদ্ধির জন্য কাঠামোগত পরিবর্তনের কোনো প্রমাণ নেই নাকি উৎপাদনশীলতা বেড়েছে? আবার আইনি পরিবর্তন হয়নি, তেলের দামও কমেনি, স্বস্তিবোধের কোনো কারণও নেই।

তবে বিশ্বব্যাংক মনে করেন, এ দেশে ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা আছে। সরকারি হিসাবে তা অতিক্রম করে ফেলেছে।

জাহিদ হোসেন এই বিষয়ে বলেন, জাতীয় আয়ের প্রকৃত হিসাব করার জন্য বড় মাপের প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা আছে। বিবিএস জেলাপর্যায় থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। অনেক অর্থনীতিবিদ বলেন, বিবিএস হলো সুপ্রিম কোর্টের মতো। যেহেতু এখানে আইনি কোনো বিষয় নেই। তাই প্রশ্ন তুলতেই পারি। এসব বিষয়ে আরও বিশ্লেষণ করা দরকার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আর্গন ডেনিমসের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ কে গওহর রাব্বানী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১৫ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ফিডের শেয়ার বিক্রি সম্পন্ন

National-Feedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৯ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আকতার হোসেন বাবুল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৯ লাখ ৫০ হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই মিউচ্যুয়াল ফান্ডের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড দুইটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড :
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ২৫ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ৮৪ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.৩৭ টাকা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ১.৬৮ টাকা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৬২ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৬.২৩ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৩৯ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১৩.৫২ টাকা।

এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড :
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’১৮) ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় হয়েছে ১৯ পয়সা । গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় ছিল ৬৪ পয়সা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইপিএস কমেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.১৮ টাকা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ১.৩৯ টাকা।

৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬৪ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৫.১৬ টাকা।

আর ৩১ মার্চ ২০১৮ সময়ে ক্রয় মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২.৫৫ টাকা, যা ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে ছিল ১২.৭২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৫ এপ্রিল

Shurid-Industries-Logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর গাজীপুরে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পেনিনসুলারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

the-peninsula-chittagongস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিপাবলিক ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভার তারিখ পরিবর্তন

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা ১৫ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিলে অনুষ্ঠিত হবে । সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা ১৫ এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করে ১৬ এপ্রিল নির্ধারন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ১৭ এপ্রিল

karnaphuli-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ব্র্যাক ব্যাংক
  3. ইফাদ অটোস
  4. ইউনাইটেড পাওয়ার জেনারেশন
  5. ফরচুন সুজ
  6. কেয়া কসমেটিকস
  7. আলিফ ম্যানুফ্যাকচারিং
  8. স্কয়ার ফার্মা
  9. মুন্নু সিরামিক্স
  10. বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

 

চার মাসের মধ্যে সর্বোচ্চ ডিএসই’র লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন মাস দরপতনের পর উত্থানের ধারায় ফিরছে শেয়ারবাজার। এরই ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ এপ্রিল) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকা। যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৮ নভেম্বর এ বাজারে লেনদেন হয় ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকা।

অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯১ কোটি ৫২ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৬২২ কোটি ৫ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪২ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফরচুন সুজ, কেয়া কসমেটিকস. আলিফ ম্যানুফ্যাকচারিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক্স ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন লেনদেন হয়েছে ৩২ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম