দুই শেয়ারবাজারে লেনদেন কমার মধ্য দিয়ে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫২৯ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেন কমার সাথে সাথে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ১৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১০ কোটি ৯৬ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯২ টির। আর দর অপরিবর্তিত আছে ২৯ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, নর্দার্ণ জুট, মুন্নু সিরামিক্স, ইফাদ অটোস, আলিফ ইন্ডাষ্ট্রিজ, গ্রামীন ফোন, ড্রাগন সোয়েটার, পপুলার লাইফ ইনস্যুরেন্স ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও গ্রামীন ফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লংকাবাংলা ফাইন্যান্সের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বুধবার সিডিবিএলের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ আজ ১১ এপ্রিল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল দুই ব্যাংকের লেনদেন শুরু

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আগামীকাল বৃহস্পতিবার শেয়ার লেনদেন শুরু হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার ব্যাংক দুইটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে ব্যাংক দুই লেনদেন স্থগিত রাখে ।

আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাংক দুইটি যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাবে দুই কোম্পানি

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি প্রাইম ফাইন্যান্স ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২৪ এপ্রিল মঙ্গলবার পযর্ন্ত। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানি দুইটি আগামী ১২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল নয় দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২৫ এপ্রিল বুধবার কোম্পানি দুইটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটি আগামী ২৫ এপ্রিল লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসই ও সিএসইতে ২ ঘণ্টায় সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ৪র্থ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৮.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১২০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জিএসপি ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে প্রদান

GSPFINANস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ২৩.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার লেনদেন শুরু আগামীকাল

adventস্টকমার্কেট ডেস্ক :ওষুধ ও রসায়ন

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত রসায়ন ও ওষুধ খাতের কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল ১২ এপ্রিল থেকে। বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ADVENT” এবং ডিএসইতে কোম্পানি কোড-18492 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

prime-bank-limited1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস মোট ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা । যা আগের বছরে ছিল ২.১৩ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪.১১ টাকা। যা আগের বছরে ছিল ২৪.৫৭ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৬ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইএফআইসি ব্যাংকের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ific-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা । যা আগের বছরে ছিল ১.৭৯ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৪৯ টাকা। যা আগের বছরে ছিল ২৪.৬৯ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১০ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম