কৌশলগত অংশীদার বাছাইয়ে কার্যবিবরণী কমিশনে জমা দিয়েছে ডিএসই

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৌশলগত অংশীদার বাছাই ইস্যুতে ৩০ এপ্রিল অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভার (ইজিএম) কার্যবিবরণী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যানের কাছে ইজিএমের কার্যবিবরণী পাঠিয়েছে ডিএসই।

এর আগে গত মাসে কৌশলগত অংশীদার হিসেবে চীনা কনসোর্টিয়ামকে (শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জ) বাছাইয়ের জন্য পাঁচ দফা শর্তসাপেক্ষে ডিএসইকে সংশোধিত প্রস্তাব জমা দেয়ার সুযোগ দেয় কমিশন। আর এ পাঁচ দফা শর্তের মধ্যে ইজিএমের কার্যবিবরণী কমিশনের কাছে জমা দেয়ার কথাও বলা হয়েছিল।

কৌশলগত অংশীদার ইস্যুতে আহ্বান করা ইজিএমের বিস্তারিত কার্যবিবরণী কমিশনের কাছে পাঠিয়েছে ডিএসই।

বিএসইসির দেয়া গাইডলাইন অনুসারেই ইজিএমের কার্যবিবরণী প্রণয়ন করা হয়েছে। ইজিএমে কৌশলগত অংশীদার হিসেবে চীনা কনসোর্টিয়ামকে বাছাই-সংক্রান্ত সংশোধিত প্রস্তাবে সব শেয়ারহোল্ডারের অনুমোদন নিয়ে পাঠানো হলে কমিশন সেটি বিবেচনা করবে বলেও জানান তিনি।

এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত ডিএসইর পর্ষদ সভায় ৩০ এপ্রিল দুপুর আড়াইটায় রাজধানীর হোটেল পূর্বাণীতে ইজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৯ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/

ন্যাশনাল টী কোম্পানির বোর্ড সভা ২১ এপ্রিল

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৬টায় রাজধানীর তোপখানা রোডে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ১৯ এপ্রিল

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকি আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে পৌনে ৩টায় রাজধানীর গুলশানে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম
  3. নর্দার্ণ জুট
  4. পদ্মা লাইফ
  5. ব্র্যাক ব্যাংক
  6. মুন্নু সিরামিকস
  7. জেমিনি সী ফুডস
  8. আডভেন্ট ফার্মা
  9. পপুলার লাইফ
  10. এ্যাপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই ৪১২ ও সিএসইতে ৩৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪১২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকও কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচকের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৫৩ কোটি ৪২ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম, নর্দার্ণ জুট, পদ্মা লাইফ, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিকস, জেমিনি সী ফুডস, আডভেন্ট ফার্মা, পপুলার লাইফ ও এ্যাপেক্স ফুডস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৭৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৯৭ বিলিয়ন ডলার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ৩২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার। যা দেশে আগামী নয় মাসের আমদানি কার্যক্রমের জন্য এই রিজার্ভ পর্যাপ্ত। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী এই রিজার্ভের কথা জানানো হয়।

চলতি বছর ২৯ মার্চ এই রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার। গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ আরও দশমিক ৫৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা গতবছর ১১ এপ্রিলের রিজার্ভের চেয়ে আরও দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক রপ্তানি এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স এই রিজার্ভ গড়তে সহায়তা করেছে।

চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম নয় মাসে রেমিটেন্স এসেছে ১০ হাজার ৭শ’ ৬১ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ০৪ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ২০১৬-২০১৭ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল ৯ হাজার ১ শ’ ৯৪ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

হাক্কানী পাল্পের বোর্ড সভা ২১ এপ্রিল

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ১০টায় চট্টগ্রামে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪৯৫ ডেসিমল জমি বিক্রি করবে বে লিজিং

Bay-Leasingস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বে লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড ৪৯৫ ডেসিমল জমি বিক্রয় করবে। কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি বিক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ময়মনসিং রোডে ভালুকায় এসব জমি বিক্রি করবে।

জমিটির দাম ধরা হয়েছে ৬ কোটি ৭৬ লাখ টাকার উপরে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফাস ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা আহবান

fas-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইষ্টার্ণ ব্যাংকের বার্ষিক বোর্ড সভা ২২ এপ্রিল

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম