এবি ব্যাংকের বার্ষিক বোর্ড সভা ২৬ এপ্রিল

ab-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টার্ণ ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ২৫ এপ্রিল

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ৩০ এপ্রিল

standard-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মহাখালিতে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যমুনা ব্যাংকের বার্ষিক বোর্ড সভা ২৬ এপ্রিল

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গত বছরে প্রতিষ্ঠানটি সাড়ে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  3. লাফার্জ হোলসিম
  4. ফার্মা এইড
  5. আল-আরাফা ব্যাংক
  6. ড্রাগন সোয়েটার
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. ইউনাইটেড পাওয়ার
  9. ব্র্যাক ব্যাংক
  10. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে ৫০৭ ও সিএসইতে ৬৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫০৭ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন সামান্য কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুনের থেকে বেশি বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫১৫ কোটি ৬২ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৮ টির। আর দর অপরিবর্তিত আছে ৪১ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম, ফার্মা এইড, আল-আরাফা ব্যাংক, ড্রাগন সোয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১০৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুনের থেকে বেশি বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ ওয়ান: স্কিম টু ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ২৫ এপ্রিল

pioneer-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁও প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ২২ এপ্রিল

ISNLTDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও যোগাযোগ খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের চলতি বছরের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর নিউ ইস্কাটনে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও লটারিতে বিজয়ীদের তালিকা

intস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠান আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর রমনায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইপিও আবেদনের লটারি ড্র অনুষ্ঠান হয়েছে।

লাটারীর পরে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ফলাফল দেখতে ক্লিক করুন…..

সাধারণ বিনিয়োগকারী Click here for Result

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী Click here for Result

প্রবাসী বিনিয়োগকারী Click here for Result

ইলিজিবল ইনভেষ্টর Click here for Result

 

চাহিদার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ায় লটারীর মাধ্যমে আইপিও শেয়ার বন্টন করা হবে। এর আগে কোম্পানিটির আইপিও আবেদন নেওয়া হয় ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

পাবলিক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পাবলিক পরিচালক ৩ লাখ ৬০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আনোয়ার হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ ৬০ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম