মোজাফ্ফর স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিকে আয় কমেছে ৬৬ পয়সা

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৯ পয়সা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় ৬৬ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৯৫ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানির আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৫১ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৬.৮৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিদায়ী সপ্তাহে ৮ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

devidendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, রিপাবলিক ইনস্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, বিডি ফাইন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড বিদায়ী সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিগুলো।

ওয়ান ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৬০ টাকা। যা আগের বছরে ছিল ৩.৩১ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৪৮ টাকা। যা আগের বছরে ছিল ১৭.২৩ টাকা।

মাইডাস ফাইন্যান্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮১ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১১.৯৮ টাকা।

রিপাবলিক ইনস্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। যা গত বছরে একই সময়ে ছিল ১.৬৭ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৯২ টাকা। যা গত বছরে ছিল ১৪.৮১টাকা।

কর্ণফুলি ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। যা গত বছরে ছিল ১.৩৬ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২০.০৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১৯.৫০ টাকা।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৮৯ টাকা। যা গত বছরে ছিল ২.৮৭ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩.০৮ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১৯.২৬ টাকা।

বিডি ফাইন্যান্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। যা গত বছরে ছিল ১.২০ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১৫.৯৪ টাকা।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। যা গত বছরে ছিল ১.৬২ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০৫ টাকা।

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস সহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। যা গত বছরে ছিল ১.৮৯ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্রামীন ফোনের প্রথম প্রান্তিকে আয় কমেছে ৮ পয়সা

grameenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীন ফোন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ’ ১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪.৮৬ পয়সা। এ হিসাবে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮ পয়সা কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই বেড়েছে ০.১৫ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.১৫ পয়েন্টে। যা সপ্তাহ শেষে বেড়ে ১৬.৩০ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.৯৩ বা ০.১৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.২৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.৮ পয়েন্টে, প্রকৌশলী খাতের ২০.৫ পয়েন্টে, বীমা খাতের ১১.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১৯.৮ পয়েন্টে, বিবিধ খাতের ২৬.৭ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০ পয়েন্টে, চামড়া খাতের ১৫.২ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৩.২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৬ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫.৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২৪.৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২৪.৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৬.৯ পয়েন্টে, সিরামিক্স খাতের ২১.১ পয়েন্টে এবং পাট খাতে – ২৮.৯ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৫৩২ কোটি ৫৭ লাখ বা ১৭.১৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,০৪,৬১৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭,৭৩২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ১১৭ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৫৭৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৩১০৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৩২ কোটি ৫৭ লাখ বা ১৭.১৪ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩০.৩৩ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৭.৩৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ২২০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১২.৭৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৩৬৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৯১২ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৬ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৭৯ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৮ হাজার ৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৮টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম