ওয়াটা কেমিক্যালসের ৯ মাসের ইপিএস ২.৯৮ টাকা

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদনে জানা যায়, জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.১২ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটির আয় ১৪ কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৫.৯৮ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৭৪.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাপেক্স ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

apex foot-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.৭১ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪.০৮ টাকা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.৫৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮.৪৮ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৩.০৯ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ২২৭.৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনকে পূন:নিয়োগ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেনের মেয়াদ আরও ২ বছর বাড়িয়ে পূন:নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেছে।

এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান পদে আসীন সরকারের সিনিয়র সচিব পদ মর্যদার চুক্তি ভিত্তিক নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম খায়রুল হোসেনের চুক্তির মেয়াদ পূর্বের ধারাবাহিকতায় ১৪ মে ২০১৮ অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছর বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য : আগামী ১৪ মে খায়রুল হোসেনের মেয়াদ শেষ হবার কথা ছিল।

এর আগে চলতি বছরের ১৫ মার্চ সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা লাভ করেন তিনি।

২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ পান তিনি। তিনি যোগ দেন ওই বছরের ১৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/এমএম

রতনপুর স্টিল রি-রোলিং মিলসের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

RSRMস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯০টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.৪৮ টাকা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি আয় কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫.১৫ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছ ৪৩.২৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৪২.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শ্যামপুর সুগারের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪.৯৯ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮.৬৩ টাকা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসান বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫.৮৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪৩.৬২ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি লোকসান বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছ (৭১৫.৪০) টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল (৬৫৯.৫৫) টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টার্ন হাউজিংয়ের তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ১২ পয়সা

eastern-housing-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি ১২ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.১৪ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯.৪৩ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৫৮.৮৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ছয় কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম তদন্ত করবে বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিষ্ঠনগুলো হচ্ছে- পপুলার লাইফ, রেনউইক যজ্ঞেশ্বর, স্টাইল ক্র্যাফট, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও মুন্নু জুট স্টাফেলার্স।
তদন্তের অংশ হিসেবে সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। উপ-পরিচালক ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুস সেলিম ও ওয়ারিসুল হাসান রিফাতকে এই কমিটিতে রাখা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, শেষ তিন মাসে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারের দাম ৯৬৬ টাকা বা ১৪০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১৬৪ টাকা বা ২৯ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩৭৮ টাকা বা ২৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৩৩ টাকা বা ৩০ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৪১ টাকা বা ৫২ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২৫ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কেয়া কসমেটিকসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ কোটি শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রি সম্পন্ন

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: মিজানুর রহমান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ ২০ হাজার শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ৪৩ হাজার ৮৬টি শেয়ার কেনা সম্পন্ন করেছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: মহিউদ্দিন নামে এক পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক প্রতিষ্ঠানটির ৪৩ হাজার ৮৬টি শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম