সিনো বাংলা তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ পয়সা।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.৪৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ২৬.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সালভো কেমিক্যালসের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

salvoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ১০ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৯৪ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ১১.৯১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্ট্যান্ডার্ড সিরামিক্সের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

standaerdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৮ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.৫৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি লোকসান থেকে আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.০৫ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ১৩.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

কৌশলগত বিনিয়োগকারী হিসাবে চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব অনুমোদন

IMG_6527স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসাবে পেতে অনুমোদন দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডাররা।

সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর পূর্বাণী হোটেলে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দিয়েছেন।

তিনি বলেন, ইজিএমে শেয়ারহোল্ডাররা চীনের কনসোর্টিয়ামের কৌশলগত বিনিয়োগকারী হওয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন। যা শেয়ারবাজারের জন্য একটি ঐতিহাসিক দিন। শেয়ারহোল্ডারদের এ অনুমোদন একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলেও অভিমত দিয়েছেন শাকিল রিজভী।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম ডিএসইর ৮ম বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এসময় ডিএসইর বর্তমান পরিচালক শরীফ আতাউর রহমান, হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, সাবেক সভাপতি শাকিল রিজভী এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমানসহ বর্তমান পরিচালক এবং ডিএসইর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি চীনের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদনের জন্য ডিএসইর সেক্রেটারি মো. আসাদুর রহমান বিএসইসিতে প্রস্তাব জমা দিয়েছিল। তবে ১৯ মার্চ ডিএসইর দেওয়া চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করার প্রস্তাব অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। তবে কিছু শর্তসাপেক্ষে ডিএসই কর্তৃপক্ষকে নতুন করে সংশোধিত প্রস্তাব করার সুযোগ দেয়। এরই আলোকে ৩০ এপ্রিল ইজিএম আয়োজন করে ডিএসই কর্তৃপক্ষ।

বিএসইসির ওই শর্তগুলোর মধ্যে ছিল- কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে এমন কোনও চুক্তি করা যাবে না, যা দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ডিএসইর সাধারণ শেয়ারহোল্ডার ও শেয়ারবাজারের উন্নয়নের পরিপন্থী। আর ডিএসইর আর্টিকেলের পরিপন্থী কোনও সংশোধনী গ্রহণযোগ্য হবে না। এছাড়া বিএসইসিতে প্রস্তাবের আগে সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে, ডিএসইর সাধারণ সভায় বিএসইসির পর্যালোচনা কমিটির পর্যবেক্ষণ ও প্রত্যাহার করা শর্তগুলো জানাতে হবে এবং সাধারণ সভায় গৃহিত প্রস্তাব, সংশোধিত চুক্তি ও অন্যান্য ডকুমেন্টস কমিশনে দাখিল করার শর্ত দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ডিএসইর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বেছে নেওয়া হয়। আর ২২ ফেব্রুয়ারি চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অনুমোদনের জন্য ডিএসইর সেক্রেটারি মো. আসাদুর রহমান বিএসইসিতে প্রস্তাব জমা দেন। এর আলোকে একইদিনে ডিএসইর প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে আহ্বায়ক ও নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে সদস্য সচিব করে ৪ সদস্যের কমিটি করে বিএসইসি। কমিটির অন্য দুই সদস্য হলেন- নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ও নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

ডিএসইর প্রস্তাব যাচাই-বাছাইয়ে বিএসইসির পর্যালোচনা কমিটি চীনা কনসোর্টিয়ামের কিছু শর্তের বিষয়ে ব্যাখ্যা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি ডিএসইকে লিখিতভাবে জানায় বিএসইসি। এরই আলোকে ডিএসই কর্তৃপক্ষ ৪ মার্চ ব্যাখ্যা দিয়েছে। তবে সেই ব্যাখ্যায় বিএসইসি সন্তুষ্ট হতে পারেনি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

জেনারেশন নেক্সটের নয় মাসের ইপিএস ৭২ পয়সা

generationস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ২ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩১ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ ছিল ১১.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইটিসি’র তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

ITC-Logo-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৪ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৫ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৭পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৯৮ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ  ১৬.২২ টাকা।

 

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আরডি ফুডের তিন মাসে ইপিএস বেড়েছে ৮ পয়সা

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৮ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪১ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৭৩ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন ন্যাভ  ১৬.৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঢাকা ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ফাইন্যান্সের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ৯ মে

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আল -আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ৮ মে

alarfaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল -আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫মিনিটে রাজধানীর পুরানা পল্টনে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম