প্রাইম ইন্স্যুরেন্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রদান

prime-insurance-logo-mm-230x155শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স  লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি গত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিনহাজ কামাল খান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতাষ্ঠানটির ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতাষ্ঠানটির ৩,৪৭,৩০৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডরিন পাওয়ারের কর্পোরেট পরিচালকের ২৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেড একজন কর্পোরেট পরিচালক ২৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এশিয়ান এন্টেক পাওয়ার কর্পোরেশন লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ২৫ লাখ শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আর্গন ডেনিমসের শেয়ার বিক্রি সম্পন্ন

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড একজন উদ্দ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শাহ আদেব চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৭ লাখ শেয়ার বেচলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়া কসমেটিকসের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ কোটি ৬৩ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি ৬৩ লাখ শেয়ার বেচলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১৩ মে

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতাষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন জটিল বলে দাবি ঢাকা চেম্বারের

pre-budget-20180505182434স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জটিলতা রয়েছে। অর্থ শেয়ারবাজারে থেকে সংগ্রহে সহজ নীতিমালা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ (এফডিআই) পর্যাপ্ত না আসার জন্য অবকাঠামো অবস্থা বহুলাংশে দায়ী। অবকাঠামো খাত যত আধুনিকায়ন হবে তত বেশি এফডিআই আসবে। তবে এ খাতের বহু গ্রিন ফিল্ড প্রকল্প টাকার অভাবে কাজ করতে পারছে না। এক দিকে সুদের হার ঊর্ধ্বমুখী, অন্যদিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন জটিলতার কারণে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, শেয়ারবাজার থেকে টাকা তুলে ব্যবসা করতে হলে আগে তিন বছর ভালো ব্যবসা করে দেখাতে হবে। এর আগে টাকা সংগ্রহের কোনো উপায় নেই। আর তিন বছর পরে সেটা সম্ভব হচ্ছে কিনা তাও বলা মুশকিল। এতে এ ধরনের কোম্পানিগুলোর ব্যবসাও বাড়ানো সম্ভব হয় না। তাই বাজেটে মেগা প্রকল্পসহ গ্রিন ফিল্ড কোম্পানির তালিকাভুক্তিতে একটি পলিসি তৈরির প্রস্তাব করছি। যাতে তারা তিন বছরের আগেই শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে প্রকল্প বাস্তবায়ন করতে পারে।

শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলন এ দাবি করেন সংগঠনের সভাপতি আবুল কাসেম খান।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ব্যবসায় উন্নয়ন ও কাঙ্ক্ষিত বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। তাই আগামী ১৯, ২০ ও ২১ সালকে অবকাঠামোর বছর ঘোষণার দাবি জানায় ডিসিসিআই। এছাড়া সরকারের ভালো প্রকল্পগুলোকে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) আওতায় আনার কথা বলা হয়। এতে বিনিয়োগ বাড়বে। একই সঙ্গে একটি শক্তিশালী পিপিপি খাত গড়ে উঠবে বলে মনে করে সংগঠনটি।

আবুল কাসেম খান বলেন, যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েকে ৪ থেকে ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা নিতে হবে। এটি হলে সংশ্লিষ্ট এলাকার শিল্পের উন্নতি হবে অনেক বেশি। এতে জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশ বেড়ে যাবে।

সংবাদ সম্মেলনে, আগামী বাজেটে ৪১টি প্রস্তাব তুলে ধরে ডিসিসিআই। এর মধ্যে ব্যক্তি শ্রেণির সর্বনিম্ন আয়সীমা আড়াই লাথ থেকে বাড়িয়ে তিন লাখ করার প্রস্তাব করা হয়। এছাড়া সবনিম্ন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। পাশাপাশি আইপিও, অবকাঠামো ফান্ড, ইক্যুইটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের জন্য নিট সম্পদের ওপর ধারাবাহিকভাবে সারচার্জ কমানোর প্রস্তাব করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালু ১৪ মে

teaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ মে শুরু হতে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম।

রবিবার (০৬ মে) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব জহর তরফদার বলেন, ১৪ মে আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের প্রথম নিলাম অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের প্রায় সকল ‘টি বায়ার’রা এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ১৪ মে প্রথম নিলামের পর ২৬ জুন ও ১৭ জুলাই আরো দু’টি নিলাম অনুষ্ঠিত হবে। টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় এ কেন্দ্রে পর পর তিনটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হবে। এ সময় চট্টগ্রামে অনুষ্ঠিত চায়ের আন্তর্জাতিক নিলাম বন্ধ রাখা হবে। এই তিন নিলামের পর পরিস্থিতি পর্যালোচনা করে দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্রের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবে চা বোর্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জহর তরফদার, চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদের সদস্য শেখ লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ডা. এমএ আহাদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

image-45579-1525548719স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজান উপলক্ষে আজ (রবিবার) থেকে ঢাকাসহ সারাদেশে স্বল্প মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করবে। এ কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশজুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, এবার একজন ভোক্তাকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা দরে সর্বোচ্চ ৪ কেজি মসুর ডাল (মাঝারি সাইজ), প্রতিলিটার ৮৫ টাকা দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, প্রতিকেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি ছোলা এবং প্রতিকেজি ১২০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি খেজুর দেয়া হবে।

এবার ১৮৪টি ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩২টি ট্রাক, চট্টগ্রামের ১০টি ট্রাক এবং অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

ঢাকা শহরের যেসব স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থাকবে- সচিবালয় গেট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সাইন্সল্যাব মোড়, নিউমার্কেট তথা নীলক্ষেত মোড়, শ্যামলী অথবা কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামার বাড়ি, কলমীতলা বাজার, কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের সামনে, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স উত্তরা, মিরপুর-১নং মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীর আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বকচত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোলচত্বর, আশকোনা হাজী ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে। এছাড়াও টিসিবির সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলারের মাধ্যমেও পণ্য বিক্রি করা হবে। অন্যদিকে টিসিবির ১০ টি নিজস্ব খুচরা বিক্রয় কেন্দ্র থেকে রমজান নির্ভর পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস