মার্কেন্টাইল ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১০ মে

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিবিএস ক্যাবলস
  3. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ব্র্যাক ব্যাংক
  6. মুন্নু সিরামিক্স
  7. জেএমআই সিরিঞ্জ
  8. ড্রাগন সোয়েটার
  9. আলিফ ম্যানুফ্যাকচারিং
  10. নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

ডিএসইতে ৫৩১ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdটকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৩১ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে বেড়েছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৭৪ কোটি ১৭ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, বিবিএস ক্যাবলস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক্স. জেএমআই সিরিঞ্জ, ড্রাগন সোয়েটার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন লেনদেন হয়েছে ২২ কোটি ৫৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম//এমএম

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে চুক্তি

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে আজ রবিবার (৬ মে) একটি যৌথ বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে।

বিপিডিবি’র পরিচালক (পরিচালক জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী শনিবার (৫ মে)বাসসকে বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে এই চুক্তি হচ্ছে। রবিবার বিদ্যুৎ ভবনের মুক্তি হলে চায়না হয়াদিয়ান কোম্পানির সঙ্গে বিপিডিবি চুক্তি স্বাক্ষর করবে।’
তিনি বলেন, ‘চুক্তির অধীনে ৩০ দিনের মধ্যে একটি যৌথ বিনিয়োগ কোম্পানি গঠন করা হবে।’

সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘এই নতুন কোম্পানি ৪৮ মাসে কক্সবাজারের মহেশখালীতে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান

premier-leasing-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতাষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টার্ণ ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ৯ মে

EBL-logo20161225164823স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১৩ মে

prime-bank-limited1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রথম প্রান্তিকের বোর্ড সভা ১০ মে

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটার ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীর মহাখালিতে কোম্পানিটার নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটার উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের ১০ লাখ শেয়ার কিনার ঘোষণা

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১০ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই কর্পোরেট পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম