চলতি সপ্তাহে ২ মিউচ্যুয়াল ফান্ডের বার্ষিক ট্রাস্টি সভা

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এআইবিএল ফাস্ট ইমলামিক মিউচ্যুয়াল ফান্ডের চলতি বছরের বার্ষিক ট্রাস্টি সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাস্টি সভায় ফান্ড দুইটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য ইউনিট হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১৪ মে বেলা ২টা ৪৫মিনিটে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে ও এআইবিএল ফাস্ট ইমলামিক মিউচ্যুয়াল ফান্ড ১৪ মে বেলা ২টা ৩৫মিনিটে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে এই বার্ষিক ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় ফান্ড দুইটি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

চলতি সপ্তাহে ২ প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করবে

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের  চলতি বছরের বার্ষিক বোর্ড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠান দুইটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১৩ মে বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১৫ মে সন্ধা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে এই বার্ষিক বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় প্রতিষ্ঠান দুইটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের (বিএটিবিসি) চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫.৮২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৬.৫৬ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় ৯.২৬ টাকা বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের তিন মাসের ইপিএস ৩৯ পয়সা

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় ছিল ৩৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৮২ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ মার্চ পর্যন্ত ন্যাভ ছিল ১৯.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.১৫ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.৩৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৫.১৮ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.১৫ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২০,২ পয়েন্টে, ঔষুধ ও রসায়ন খাতের ২০.১ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৯ পয়েন্টে, বীমা খাতের ১১ পয়েন্টে, বস্ত্র খাতের ২১ পয়েন্টে, বিবিধ খাতের ২৬ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০.২ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৮.৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৬ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫.৯ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২৩.১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২৩.৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩২.৪ পয়েন্টে, সিরামিক্স খাতের ১৯.৯ পয়েন্টে এবং পাট খাতে – ৩৪.৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৫ দিনে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪০৯ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪০৯ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৫৫০ কোটি ৮৪ লাখ বা ১৪৫.৩৫ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৮,৩৪২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৯৪,৯৩৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪০৯ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২৬১৭ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১০৬৬ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৫৫০ কোটি ৮৪ লাখ বা ১৪৫.৩৫ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১১১.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৫৪.৭৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০৭৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৫৮৬ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৩২৫ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ কমে দাড়িয়েছে ১৭ হাজার ২৬১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৩টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

‌বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগ আরো বাড়াতে হবে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের পর বাংলাদেশ-চীন কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হয়েছে। তখন থেকে এ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ২৪০ কোটি ডলারের মোট ২৭টি চুক্তি স্বাক্ষর করেছে চীন। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগ আরো বাড়ানো প্রয়োজন। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া সব শর্ত পূরণ করেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় কিছু প্রকল্পের কাজ শুরু হয়েছে দেশে। এসব প্রকল্পে চীনের বিনিয়োগ অবকাঠামো খাতে বাংলাদেশের ঘাটতি পূরণের পাশাপাশি দুটি দেশের বাণিজ্যকে আরো ত্বরান্বিত করবে।

অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার বলেন, সম্প্রতি চীন বাংলাদেশের পদ্মা রেল লিংক প্রজেক্টের কাজকে এগিয়ে নিতে ৩১০ কোটি টাকার ঋণ দিয়েছে। আমি আশা করি, বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগ আরো বাড়লে বড় প্রকল্পের কাজগুলো বাংলাদেশ দ্রুত শেষ করতে পারবে, যা আগামী দিনগুলোয় উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।

চীনের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এইচ ই ঝাং জু বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক একটি নতুন দিগন্তের দিকে যেতে চলেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ ভ্রমণ করেন। তখন থেকেই দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বেড়েছে। চীন এখনো পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সম্প্রতি পুঁজিবাজারে সেনঝেন-সাংহাইয়ের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগ দুটি দেশের মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) পথে আরেকটি ধাপ সহজ করেছে বলে উল্লেখ করেন তিনি।

গত বৃহস্পতিবার রাজধানীতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আয়োজিত কনক্লেভে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে ‘ইবিএল কনক্লেভ ২০১৮ : এ নিউ এরা ইন চায়না-বাংলাদেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে ছিলেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার এবং চীনের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এইচ ই ঝাং জু। আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর