চীনা কনসোর্টিয়ামের সাথে ডিএসইর চূড়ান্ত চুক্তি সোমবার

dse-china-20180513173556স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর চীনের দুটি স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম কৌশলগত অংশীদার হিসেবে পেতে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই মুখপাত্র শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার বিকালে হোটেল লো মেরিডিয়ানে চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসইর চুক্তি হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

চীনের দুই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত অংশীদার করার মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজারের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

গত ৩ মে চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে কৌশলগত অংশীদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাব অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

চীনা এই কনসোর্টিয়াম ডিএসইর ‘ব্লকড অ্যাকাউন্টে’ থাকা ১০ টাকা অভিহিত মূল্যের ২৫ শতাংশ বা ৪৫,০৯,৪৪,১২৫টি শেয়ার ২১ টাকা দরে কিনবে; যার মূল্য নয়শ কোটি টাকার বেশি।

পাশাপাশি চীনা এই কনসোর্টিয়াম ডিএসইর কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে ৩০০ কোটিরও বেশি টাকা (৩৭ মিলিয়ন ডলার) খরচ করবে বলে প্রস্তাবে উল্লেখ করেছে তারা।

কৌশলগত অংশীদার পেতে গত বছরের শেষ দিকে ডিএসই আহ্বানে দুটি কনসোর্টিয়াম দরপত্র জমা দেয়। এদের মধ্যে ছিল চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম এবং ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ফ্রন্ট্রিয়ার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাসডাক-এর কনসোর্টিয়াম।

দুটি কনসোর্টিয়ামের প্রস্তাব যাচাই-বাছাই করে ১০ ফেব্রুয়ারি চীনের কনসোর্টিয়ামকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ডিএসই। এরপর চীনের কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পেতে গত ২২ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থায় আবেদন করে ডিএসই। কিন্তু ১৯ মার্চ প্রস্তাব অনুমোদন না দিয়ে কিছু শর্তসাপেক্ষে তা সংশোধন করতে বলে বিএসইসি।

এরপর ৩০ এপ্রিল কোম্পানির সাধারণ সভায় সংশোধিত প্রস্তাবে সায় দেয় ডিএসইর শেয়ার হোল্ডাররা। ডিএসইর এ সিদ্ধান্তের পর ৩ মে অনুমোদন দেয় বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

রিলায়েন্স ইন্স্যুরেন্সের তিন মাসে ইপিএস বেড়েছে ১৩ পয়সা

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৪ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১৩ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭২ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২৭ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০.৪২ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ২৯.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

eastland-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৫২ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ২৩.২১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূবালী ব্যাংকের বোর্ড সভা স্থগিত

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সভা স্থগিত করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সভা ১৪ মে বেলা সাড়ে ৪টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত পরিচালনা বোর্ড সভা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া কথা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বার্জার পেইন্টসের বার্ষিক বোর্ড সভা ২১ মে

BERGERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ২১ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর উত্তরা মডেল টাউনে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর কোম্পানিটি ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বেক্সিমকো লিমিটেড
  4. বিএসআরএম লিমিটেড
  5. কুইন সাউথ
  6. আরডি ফুড
  7. ব্র্যাক ব্যাংক
  8. লিগ্যাসি ফুটওয়্যার
  9. সিনো বাংলা
  10. বিবিএস ক্যাবলস লিমিটেড।

দুই শেয়ারবাজারে লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৭৮ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৬২ কোটি ৪৭ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, কুইন সাউথ, আরডি ফুড, ব্র্যাক ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, সিনো বাংলা ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৩৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//এমএম

২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

suchakeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮২ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৪৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২১৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লাফার্জ হোলসিমের ২০তম এজিএমের ভেন্যু নির্ধারণ

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটির ৭ জুন, গুলশান সার্কেল -২, ৯০ নম্বর রোডে, ৩৭ নম্বর প্লটের, ১৩ লেভেলে, ডেল্টা লাইফ টাওয়ারে সকাল ১১টায় ২০তম এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম