ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার এওয়ার্ড পেলেন ইফাদের ইফতেখার আহমেদ টিপু

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ার্ল্ড গ্রেটেস্ট লিডার এওয়ার্ড পেলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। ব্যবসা ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। একই সাথে মোটর গাড়ি বিভাগে দ্রুত সম্প্রসারিত কোম্পানী হিসেবে ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ড এওয়ার্ড জয় করেছে ইফাদ অটোস লিমিটেড।

বিশ্বের চল্লিশ হাজার কোম্পানীর মধ্যে ৯৫টি কোম্পানীকে প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি) দ্বারা পর্যালোচনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। গত ৯ মে দুবাই-এর জে ডব্লিউ ম্যারিয়ট মারকুইস হোটেলে আনুষ্ঠানিকভাবে এওয়ার্ড দুটি গ্রহণ করেন ইফাদ গ্রুপের পরিচালক তাসফিন আহমেদ। এশিয়া ওয়ান ম্যাগাজিন এবং ইউআরএস মিডিয়া যৌথভাবে এ অনুষ্ঠানটি আয়োজন করে।

এওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ইফাদ অটোস লিমিটেড এবং আমাকে যে সম্মাননা দেয়া হয়েছে, এর সব কৃতিত্ব গ্রুপের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে আমাদের সব স্টেকহোল্ডারদের। তিনি আরো বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করা হয়েছিলো। সাড়ে চার দশক পর বাংলাদেশ প্রমাণ করেছে তলাবিহীন ঝুড়ি নয়, জিডিপিতে সবচেয়ে বেশী প্রবৃদ্ধি অর্জনের সাফল্য দেখাচ্ছে যে সব দেশ, বাংলাদেশের স্থান সেই তালিকার উপরের দিকে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ।

উল্লেখ্য, ইফাদ গ্রুপ বাংলাদেশের একটি প্রতিষ্ঠত ব্যবসায়িক গ্রুপ। ১৯৮৫ সালে ইফতেখার আহমেদ টিপু গ্রুপটি প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সেন্ট্রাল কাউন্টার পার্টি নামে হবে সমন্বিত ক্লিয়ারিং হাউজ

pic-16 May 18স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে তৈরি হচ্ছে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড নামে ক্লিয়ারিং হাউজ । এই ক্লিয়ারিং হাউজ গঠন করার পক্রিয়া হাতে নিয়েছে ডিএসই ও সিএসই।

আজ ১৬ মে ডিএসইতে উভয় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের নামে কোম্পানি গঠন পক্রিয়া ঠিক করা হবে।

এক্লিয়ারিং হাউজের ৪৫ শতাংশ শেয়ার থাকবে ডিএসই’র অধীনে। আর ২০ শতাংশ মালিক থাকবে সিএসই। এছাড়া ১৫ শতাংশ ব্যাংক, ১০ শতাংশ সিডিবিএল এবং বাকি ১০ শতাংশ শেয়ার থাকবে স্ট্র্যাটেজিক পার্টনার।

ইতিমধ্যে নতুন এই ক্লিয়ারিং হাউজ গঠন ডিএসই’র সকল বোর্ড মেম্বারের মাধ্যমে অনুমোদিত হয়েছে। অনুষ্ঠিত সভায় ডিএসই’র বোর্ড মেম্বারর্স এবং সিএসই’র পরিচালক মো: ছায়েদুর রহমান, সিএসই’র ঢাকা অফিসের ইনচার্জ মো: গোলাম ফারুক উপস্থিত ছিলেন। ডিএসই’র চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম, পরিচালক রকিবুর রহমান এবং মিনহাজ আহমেদ ইমন নতুন এই কোম্পানি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নতুন এই কোম্পানিতে ২০ শতাংশ শেয়ারের অংশীদার করায় সিএসই’র চেয়ারম্যান ড. এ.কে. আব্দুল মোমেন ডিএসই’র চেয়ারম্যান এবং বোর্ড মেম্বার্সদের অভিনন্দন জানান। এছাড়া চীনা কনসোর্টিয়ামের সঙ্গে ডিএসই’র সফলভাবে এগ্রিমেন্ট সম্পন্ন হওয়ায় সিএসই’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের ১১ কোটি মার্কিন ডলারের ঋণ

photo_-bg20180516171911স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র উদ্যোক্তদের পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নে ১১ কোটি মার্কিন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় সংস্থাটি ১১ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি।

বুধবার (১৬ মে) বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং ব্যাংটির ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন।

প্রতি ডলার সমান ৮৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৩ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যায় ১ হাজার ৭৯ কোটি টাকা। বাকি অর্থ পিকেএসফ থেকে আসবে।

প্রকল্পের মূল উদ্দেশ্য, পিকেএসএফ এর অর্থায়ন করা ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশগত দিক থেকে টেকসই করা। প্রকল্পটি জুন ২০১৮ থেকে জুন ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে।

এই নমনীয় ঋণের সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরের ম্যাচিউরিডি পিরিয়ড রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

intracoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০১৮, এই তিন মাসে কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা।

এই সময় কোম্পানিটির মোট আয় হয়েছে ১ কোটি ৩১ লাখ ১০ হাজার টাকা।

৯ মাসে (জুলাই’২০১৭ – মার্চ’২০১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আর আইপিওর পরে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩ পয়সা।

এই সময় কোম্পানিটির মোট আয় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

৩১ মার্চ ২০১৮ সাল পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ফাইনান্সের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রদান

united-finance-smbdশেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইনান্স লিমিটেডের ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ আজ ১৬ মে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি গত বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের ৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুস সালাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৬ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিএসআরএম লিমিটেড
  4. বেক্সিমকো লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. কুইন সাউথ
  7. গ্রামীন ফোন
  8. মুন্নু সিরামিক্স
  9. ব্র্যাক ব্যাংক
  10. লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

দিন শেষে ডিএসই ও সিএসইতে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৯৪ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেন কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ, গ্রামীন ফোন, মুন্নু সিরামিক্স, ব্র্যাক ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ৪ প্রতিষ্ঠান

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আগামী ১৭ মে বৃহস্পতিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২০ মে রবিবার পযর্ন্ত। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান চারটি আগামী ১৭ মে ও ২০ মে অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার এ দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২১ মে সোমবার প্রতিষ্ঠান চারটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান চারটি আগামী ২১ মে সোমবার লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিপাবলিক ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ৪০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুস সাবুর নামে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক প্রতিষ্ঠানটির ৪০ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম