শক্তিশালী শেয়ারবাজার গঠনে বাজাটে কিছু প্রণোদনা থাকবে : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শক্তিশালী শেয়ারবাজার গঠনে আসছে বাজেটের পর স্টেক হোল্ডারদের নিয়ে বসবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ৭ জুন বাজেট ঘোষণা হবে। এতে শেয়ারবাজারে কিছু প্রণোদনা থাকবে। আর শক্তিশালী বাজার গঠনে বাজেটের পর মার্কেটের মেজর প্লেয়ারদের (স্টেক হোল্ডার) সঙ্গে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৭ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ লংটার্ম ফাইন্যান্স কনফারেন্স-২০১৮ এর তিনি একথা বলেন।

এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ আ্যন্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন। তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার হচ্ছে ছোট ছোট বিনিয়োগকারী নির্ভর বাজার, এটাই এর প্রধান সমস্যা। এই বিনিয়োগকারীরা গুজবের ওপর শেয়ারবাজারে বিনিয়োগ করে। কিন্তু দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য শেয়ারবাজরকে গুরুত্ব দিতে হবে।

একই সঙ্গে শেয়ারবাজারের উন্নয়নে প্রতিনিয়ত অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বয় বৈঠক করার দাবি জানান বিএসইসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

স্টাইলক্রাফটের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৩০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওমর গোলাম রাব্বানী নামে এই পরিচালক কোম্পানিটির মোট ৩০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করলেন। সে এসব শেয়ার তার স্ত্রী মিসেস তাহমিনা রাব্বানীকে ১৫ হাজার ও মেয়ে মিসেস মাহেন রাব্বানী হককে ১৫ হাজার শেয়ার উপহার স্বরূপ দিলেন।

এই পরিচালক ঘোষণার ৩০ দিনের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঢাকা ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ৫৪ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খন্দকার মোহাম্মদ শাহজাহান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫৪ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করলেন। সে এসব শেয়ার তার স্ত্রী মিসেস মনোয়ারা খন্দকারকে উপহার স্বরূপ দিলেন।

এই পরিচালক ঘোষণার ৩০ দিনের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. বিএসআরএম লিমিটেড
  3. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  4. ইউনাইটেড পাওয়ার
  5. বেক্সিমকো লিমিটেড
  6. মুন্নু সিরামিক্স
  7. ব্র্যাক ব্যাংক
  8. গ্রামীন ফোন
  9. স্কয়ার ফার্মা
  10. কুইন সাউথ লিমিটেড।

দুই শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৯২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক বেড়েছে। এদিন লেনদেন বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বিএসআরএম লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, মুন্নু সিরামিক্স, ব্র্যাক ব্যাংক গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা ও কুইন সাউথ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন লেনদেন হয়েছে ৫১ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪ প্রতিষ্ঠানের লেনদেন চালু রবিবার থেকে

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিলিমিটেড আগামী রবিবার শেয়ার লেনদেন শুরু হবে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠান চারটির বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে প্রতিষ্ঠান চারটি লেনদেন স্থগিত রাখে ।

আগামী রবিবার থেকে প্রতিষ্ঠান চারটির যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রবিবার স্পট মার্কেটে যাবে ৭ প্রতিষ্ঠান

Spot-Market-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ইন্স্যুরেন্স,  ট্রাস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেড আগামী ২০ মে রবিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২১ মে সোমবার পযর্ন্ত। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান সাতটি আগামী ২০ মে ও ২১ মে অর্থাৎ রবিবার ও সোমবার এ দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২২ মে মঙ্গলবার প্রতিষ্ঠান সাতটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান সাতটি আগামী ২২ মে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৫৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মুন্নু জুট স্ট্যাফলার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

monnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ মে এ শেয়ারের দর ছিল ১৬০৪.৪ টাকা এবং গতকাল ১৬ মে এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৮৭৫.৭ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

সামিট পাওয়ারের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি -১’

samitস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি -১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম