৫০ হাজার শেয়ার কিনবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালক

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তিন মাসে ইপিএস বেড়েছে ১২ পয়সা

bsc-300x150স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটির আয় ১২ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.৭৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৫২.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম