চলতি সপ্তাহে ১ কোম্পানির বার্ষিক বোর্ড সভা

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের বার্ষিক বোর্ড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানি ৩১ মার্চ ২০১৮ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

কোম্পানি বেলা ৩টায় রাজধানীর উত্তরা মডেল টাউনে কোম্পানিটির নিজস্ব অফিসে এ বার্ষিক বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে একমাত্র খাদ্য ও আনুসঙ্গিক খাতে

weekly-returnস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে এক মাত্র খাদ্য ও আনুসঙ্গিক খাতে। এই খাতে ০.৭৮ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে ১৯ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা ও আবাসন খাতে। এই খাতে ৬.১৭ শতাংশ দর কমেছে। এরপরে টেলিযোগাযোগ খাতে দর কমেছে ৪.১৮ শতাংশ।

এ ছাড়া অন্যান্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৩.৬৪ শতাংশ, ঔষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, ব্যাংক খাতে ৩.৪৩ শতাংশ, সিরামিক্স খাতে ১.৫৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.৯২ শতাংশ, প্রকৌশল খাতে ১.৮৮ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে ০.১৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ০.৫৬ শতাংশ, জীবন বীমা খাতে ৩.২৩ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৩.২৬ শতাংশ, বিবিধ খাতে ২.৪৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪৫ শতাংশ, আর্থিক খাতে ২.২১ শতাংশ এবং পেপার ও প্রিন্টিং খাতে ১.৮৫ শতাংশ, বিবিধ খাতে ০.৮০ শতাংশ, বস্ত্র খাতে ৩.৩০ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিদায়ী সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে দুইটি ফান্ড

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত ট্রাস্ট্রি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় ফান্ড দুইটি।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড :
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৫ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৭৮ পয়সা। আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৯৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৮১ টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড :
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮২ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৫০ পয়সা। আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৮৫ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৭২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিদায়ী সপ্তাহে ২ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

devidendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ও পিপলস ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডে পরিচালনা বোর্ড বিদায়ী সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠান দুইটি।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

পিপলস ইন্স্যুরেন্স :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২.৪৬ টাকা। আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৩১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২৪.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লেনদেনের প্রথম স্থানে ওয়েস্টার্ন মেরিন

westernস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও বিএসআরএম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৩ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৫ কোটি ৪০ লাখ টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩.০১ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪১ লাখ ৬১ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৯০ কোটি ৫৭ লাখ টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৪৫ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৬৬ লাখ ২৫ হাজার ১০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৩৮ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, ইনট্রাকো রিফিউলিন স্টেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লিগাছি ফুটওয়্যার এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.৩৩ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.১৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৪.৮৫ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.৩৩ পয়েন্ট বা ২.১৭ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.২ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৫ পয়েন্টে, ঔষুধ ও রসায়ন খাতের ১৯.৮ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৮.৬ পয়েন্টে, বীমা খাতের ১১.৫ পয়েন্টে, বস্ত্র খাতের ২০.৪ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৯ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮.৭ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৬.৯ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৫ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৬.৭ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২২.২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২২.৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩০.৪ পয়েন্টে, সিরামিক্স খাতের ১৯.৬ পয়েন্টে এবং পাট খাতে – ৩৩.৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৫ দিনে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৮৭৯ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১০ হাজার ৮৭৯ কোটি টাকা। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৬৬৫ কোটি ২১ লাখ বা ২৫.৪১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৮,৩৪২ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৭,৪৬৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১০ হাজার ৮৭৯ কোটি টাকা বা ২.৭৩ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৯৫২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৬১৭ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬৬৫ কোটি ২১ লাখ বা ২৫.৪১ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৫৫.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১০২.৯৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০২৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪১.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫২৯ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৫৮৬ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪৫৮ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ কমে দাড়িয়েছে ১৬ হাজার ৮০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮১টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম