আরএকে সিরামিক্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। রবিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ ৩০ এপ্রিল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
এ ছাড়া এনআরবি শেয়ারহোল্ডার যারা লভ্যাংশ সংগ্রহ করতে পারেনি, তাদেরকে কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস সহ মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম