ফারইস্ট ফাইন্যান্স প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

fareast-01স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩.৮২ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান ৩.৭৮ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬.৩৩ টাকা। যা গতবছর একই সমযে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ৬.৩৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের প্রতিষ্ঠান নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আগ্রাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বার্জার পেইন্টসের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

barzerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩১ মার্চ, ২০১৮ সমাপ্ত অর্থবছরের  নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭.১০ টাকা। যা গত বছরে একই সময় ছিল ৮২.৫৮ টাকা।

আর এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮৪.১১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২৪৯.৫১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১১ জুন।

এ ছাড়া কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধন ৪০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি করার সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা বোর্ড। আর এর জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে ১৭ আগষ্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএম