শেয়ারহোল্ডারদের নিকট লভ্যাংশ পাঠিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ ১০ মে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য ১৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত বছরের জন্য সাড়ে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-১’

Asia-Pac-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  2. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  3. বিএসআরএম লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. এ্যাডভেন্ট ফার্মা
  6. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. সিনো বাংলা
  9. বেক্সিমকো লিমিটেড
  10. নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

দুই শেয়ারবাজারে লেনদেন কিছুটা কমলেও সূচক বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৭৩ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা কমেছে। এদিন লেনদেন কিছুটা কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সামান্য পতনে সূচকের উত্থান। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৮৮ কোটি ৬০ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৪টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, ব্র্যাক ব্যাংক, এ্যাডভেন্ট ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, সিনো বাংলা, বেক্সিমকো লিমিটেড ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৩২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ২৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্জিনধারী শেয়ারহোল্ডারদের তথ্য চায় বাটা সু

logo-bataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় কোম্পানিটি।

আগামী ৭ জুনের মধ্যে এই তালিকা এ share@batabd.com মেইল কিংবা ফ্যাক্স 9810511 এ পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

ফারইষ্ট ফাইন্যান্সের ২.৭৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

farestস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২.৭৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তোফাজ্জল হােসেন নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৮৭,৫০,৪৭৬টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আনলিমা ইয়ার্ণের মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই

Anlima-Yarn-Dyeing-Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ণ ডায়িং লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২০ মে এ শেয়ারের দর ছিল ২৯.৪০ টাকা এবং আজ বৃহস্পতিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আনলিমা ইয়ার্ণ লিমিটেডে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সারাদেশে টিভিএস অটোসের বাইক বিক্রি করবে এটলাস বাংলাদেশ

imagesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেডের সাথে টিভিএস অটোস লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে সারাদেশে টিভিএস অটোসের সকল বাইক নিজেদের শো রুমে বিক্রি করবে এটলাস বাংলাদেশ। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ মে শিল্প মন্ত্রনালয়ে এটলাস বাংলাদেশ লিমিটেডের সাথে টিভিএস অটোস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায় এখন থেকে টিভিএস অটোসের সকল বাইক তৈরি করবে এটলাস বাংলাদেশ। পাশাপাশি এসব বাইক সারা দেশে বিক্রি করবে এটলাস বাংলাদেশ।

আধা সরকারী ও সরকারী তহবিল সংক্রান্ত সকল আইন মেনে এই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানি করবে বাংলাদেশ ব্যাংক

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলারদের মাধ্যমে স্বর্ণ আমদানির বিধান রেখে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮’ অনুমোদন করেছে অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তবে বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় মন্ত্রিসভা থেকে এই নীতিমালার চূড়ান্ত অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই নীতিমালা অনুমোদনের পর তিনি সাংবাদিকদের বলেন, এখন স্বর্ণ আমদানি করব, এত দিন তো আমদানি হতো না, সব স্মাগল হতো। কোনো দিন কোনো স্বর্ণ আমদানি এই দেশে হয়নি।

অর্থমন্ত্রী বলেন, নীতিমালাটি এখন মন্ত্রিসভায় যাবে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নীতিমালা পাস হলে স্বর্ণ আমদানির লাইসেন্স নিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।

আমদানির নীতিমালা না থাকায় এত দিন বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে বৈধ উপায়ে স্বর্ণ আমদানির সুযোগ ছিল না। কিন্তু শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রচুর স্বর্ণ ঠিকই দেশে এসেছে বলে অভিযোগ রয়েছে।

চোরাচালানে আটক স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার পর নিলামে বিক্রির বিধান থাকলেও কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন ধরে নিলাম না করায় বৈধ উৎস থেকে স্বর্ণ কেনার সুযোগ সীমিত বলেও ক্ষোভ প্রকাশ করে আসছিলেন জুয়েলারি ব্যবসায়ীরা।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর