ইভেন্স টেক্সটাইলের ঋণমান ‘বিবিবি২’ ও ‘এসটি-৪’

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৪’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডাব্লুসিআরসিএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, ২০১৬-১০১৭ অর্থবছর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ডাব্লুসিআরসিএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাবস্ক্রিপশন শুরুর জন্য বিএসইসিতে আবেদন করবে ইন্দো-বাংলা ফার্মা

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য আইপিও অনুমোদন পাওয়া ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইপিও সাবস্ক্রিশনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট আবারো আবেদন করবে। ইতোমধ্যে কোম্পানিটি সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠেছে বলে দাবি করেছে।

কোম্পানিটি দাবি করেছে, এনসিসি ব্যাংকের সাথে সৃষ্ট জটিলতাটি কাটিয়ে উঠেছে কোম্পানিটির মালিকপক্ষ। দ্রুতই সাবস্ক্রিপশনের জন্য বিএসইসির নিকট দিন নির্ধারণ করে আবেদন করা হবে। বিএসইসির অনুমতি সাপেক্ষে আবারো সাবস্ক্রিপশন শুরু হবে। একটি সুবিধাজনক সময়ে ৩/৪ দিন সময় নিয়ে এই আবেদন করতে পাবরে বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে জানা যায়, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঋণ জটিলতাটি কাটিয়ে উঠতে শুরু সম্ভব হয়েছে। মালিকপক্ষের সাথে আলোচনা করেই চলমান সমস্যার সমাধান করা হয়েছে।

ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কর্মকর্তা স্টকমার্কেটবিডি.কমকে বলেন, এনসিসি ব্যাংকের সাথে সৃষ্ট সমস্যাটি সমাধান হয়ে গেছে। আগামী দু’একদিনের মধ্যে কোম্পানিটির পক্ষ থেকে আইপিও আবেদনের করার দিনক্ষণ চেয়ে বিএসইসিতে আবেদন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিলের মধ্যে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদনের জন্য নির্ধারণ করে দিয়েছিল বিএসইসি। পরে তা স্থগিত করা হয়।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে কোম্পানিটিকে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্যবসা বাড়াতে শেয়াবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিওর মাধ্যমে তোলা অর্থ কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয়ে করবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমটি/জেডআর

করসেবা সহজ করবে এলটিইউ-ভ্যাট মোবাইল এ্যাপস

mobilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল এ্যাপস’ নামে মোবাইল এ্যাপস চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ এ্যাপস চালু করায় করদাতাগণ যেকোন জায়গায় বসে দ্রুততার সঙ্গে সহজে সেবা গ্রহণ করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোন কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মত মোবাইল এ্যাপস চালু করলো। এলটিইউ-ভ্যাট মোবাইল এ্যাপলিকেশন এখন অ্যান্ড্রুয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। শীঘ্রই এটি আইফোনে চালু হবে।

এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, এই এ্যাপসটি চালু হওয়ায় দেশের যেকোন নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোন স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে। তিনি মনে করেন করবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে এ্যাপসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোবাইল এ্যাপসে-ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোন ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই এ্যাপস ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোন ধরনের মতামত জানাতে পারবে।

এলটিইউ ভ্যাটের সকল কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি সংরক্ষণ রয়েছে। তাই যেকোন নাগরিক বা করদাতা এলটিইউর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন। এ্যাপসের মাধ্যমে করাদাতা বা ব্যবসায়ী রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।

এ্যাপসের উল্লেখযোগ্য সুবিধা হলো- বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর) সংক্রান্ত সকল তথ্য উন্মূক্ত করা আছে, যা যে কোন ব্যক্তির এডিআরে যোগাযোগ করার ক্ষেত্রে সহায়ক হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৩১০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা

I-News-Islamic-Foundation-logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার আসন্ন ঈদুল ফিতরে জনপ্রতি সর্বোচ্চ ২৩১০ টাকা এবং সর্বনি¤œ ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সভায় সিদ্ধান্ত হয় যে, ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি পণ্য দিয়ে ফিতরা প্রদান করা যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ৭০ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ৫’শ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ১ হাজার ৩২০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ১ হাজার ৯৮০ টাকা, পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর সর্বোচ্চ বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

উল্লেখিত পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. গোল্ডেন হার্ভেষ্ট
  4. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  5. নাহি অ্যালুমিনিয়াম
  6. বার্জার পেইন্টস
  7. মুন্নু সিরামিক্স
  8. ইউনাইটেড পাওয়ার
  9. কুইন সাউথ টেক্সটাইল মিলস
  10. বিএসআরএম লিমিটেড।

ডিএসইতে ৪৬১ ও সিএসতে ২১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৬১ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে সামান্য কমেছে। এদিন লেনদেনের সাথে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২১ কোটি টাকার উপরে। সেখানে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৪ কোটি ৩৫ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন হার্ভেষ্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, নাহি অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, মুন্নু সিরামিক্স, ইউনাইটেড পাওয়ার, কুইন সাউথ টেক্সটাইল মিলস ও বিএসআরএম লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল তিন প্রতিষ্ঠানের লেনদেন চালু

Trade-Resumeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক লিমিটেড আগামীকাল বৃহস্পতিবার থেকে শেয়ার লেনদেন চালু হবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায়, আজ বুধবার প্রতিষ্ঠান গুলোর বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট ছিল। আর এ কারণে প্রতিষ্ঠান গুলো লেনদেন স্থগিত রাখে

আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠান গুলোর যথা নিয়মে শেয়ার লেনদেন চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই ব্যাংকের লেনদেন স্থগিত আগামীকাল

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক ও এবি ব্যাংক লিমিটেড আগামী ৩১ মে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠান দুইটি আগামীকাল ৩১ মে বৃহস্পতিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠান দুইটি আগামীকাল বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ৩ জুন রবিবার থেকে প্রতিষ্ঠান দুইটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২য় ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ দিনে ২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩৩.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৩৬ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিম সাথে আইএফসি ইনফ্রেভেঞ্চারের একটি চুক্তি সই

goldenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিম লিমিটেডের সাথে আইএফসি ইনফ্রেভেঞ্চারের একটি চুক্তি স্বাক্ষরিক হয়। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ২৯ মে প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুইটি যৌথভাবে বাংলাদেশে কোল্ড চেইন অপারেশনে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আইএফসি ইনফ্রেভেঞ্চার ও গোল্ডেন হার্ভেস্ট আইস ক্রিম লিমিটেড উভয় প্রতিষ্ঠানের এই প্রকল্পে সমানভাবে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম