দুই শেয়ারবাজারে প্রথম ঘন্টায় সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৯ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬২৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে

prime-bank-limited1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের প্রাইম ব্যাংক লিমিটেডের ঘোষিত ১০ শতাংশ বোনাস  লভ্যাংশ আজ ৩১ মে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৭ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস সহ মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিডি ওয়েল্ডিংয়ের বোর্ড সভার তারিখ পরিবর্তন

bdweldinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ৩০ মে পরিবর্তে আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ৩০ মে বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করে আগামী ৭ জুন নির্ধারন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিরাকল ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘এ-’ ও ‘এসটি-৩’

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড। (সিআরআইএসএল)। বৃহম্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

পূবালী ব্যাংকের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

pubaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭১ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ২ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.০২ টাকা। যা গতবছর একই সমযে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ২৮.৫৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম