আমান কটনের আইপিও আবেদন শুরু রবিবার থেকে

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমান কটন ফাইবার্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে আগামীকাল ৩ জুন রবিবার থেকে। যা চলবে ১০ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, আমান কটন ফাইবার্স লিমিটেড আইপিওর মাধ্যমে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৮০ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। এর মধ্যে ১ কোটি ২৫ লাখ শেয়ার ৪০ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যূ করবে।

এদিকে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) ৩ টাকা ৩৮ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেডআর

লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

Textile-600x371স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে প্রথম স্থানে উঠে এসেছে বস্ত্র খাত। ডিএসইতে এই খাতের মোট লেনদেনের ১৯ শতাংশ অবদান রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা বস্ত্র খাতে সপ্তাহজুরে ৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাত ১৫ শতাংশ লেনদেন করে এবং সপ্তাহজুড়ে এই খাতে ৬৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া, বিবিধ খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২ শতাংশ, ব্যাংক খাতে ১০ শতাংশ, ঔষুধ-রসায়ন খাতে ৯ শতাংশ, ট্যানারি খাতে ৪ শতাংশ, সিরামিক্স ও খাদ্য খাতে ৩ শতাংশ, আইটি ও টেলিকমিউনিকেশন খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ড, সেবা-আবাসন, ভ্রমণ-অবকাশ, পাট, সিমেন্ট ও সাধারণ বিমা খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রথম স্থানে রূপালী ব্যাংক

TopLoserস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার বা দরপতনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, লুজারের শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লুজারের শীর্ষে প্রথম স্থানে থাকা রূপালী ব্যাংক লিমিটেডের প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬.৯৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯০ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.৬৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ লাখ ২২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.১৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

চলতি সপ্তাহে বিডি ওয়েল্ডিংয়ের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা

bdweldinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

অনুষ্ঠিত এ সভায়  কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৫ খাতে

weekly-returnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ৫ খাতে। অন্যদিকে দর কমেছে ১৫ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এ খাতে দর বেড়েছে ৪.৭২ শতাংশ। সিমেন্ট খাতে ০.১৭ শতাংশ, সিরামিক্স খাতে ১.৩৬ শতাংশ, ট্যানারি খাতে ০.৭৬ শতাংশ ও বস্ত্র খাতে ০.২২ শতাংশ দর বেড়েছে।

এ দিগে, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিযোগাযোগ খাতে। এই খাতে ৩.২৯ শতাংশ দর কমেছে। এরপরেই প্রকৌশল খাতে ২.৮৫ শতাংশ দর কমেছে।

এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে ব্যাংক খাতে ২.৮১ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ০.৫৩ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ০.৫৪ শতাংশ, সাধারণ বীমা খাতে ১.৮৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.৫৯ শতাংশ, আইটি খাতে ১.৭০ শতাংশ, জুট খাতে ০.১৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.২৩ শতাংশ, আর্থিক খাতে ১.১৫ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ২.৭২ শতাংশ, ঔষুধ-রসায়ন খাতে ২.৪৭ শতাংশ,, সেবা ও আবাসন খাতে ০..৫৫ শতাংশ ও বিবিধ খাতে ২.৬১ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ স্থানে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

intraco reস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে প্রথম স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, লেনদেনের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শীর্ষে প্রথম স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৭৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.০৬ শতাংশ।

লেনদেনের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৩ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.২০ শতাংশ।

লেনদেনের শীর্ষে তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩ লাখ ১৫ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৮০ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা। যা সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.৬৬ শতাংশ।

এ ছাড়া লেনদেনের শীর্ষে রয়েছে, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, লিগাছি ফুটওয়্যার, কুইন সাউথ টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.২৭ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৭৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৪.৪৬ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.২৭ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.২ পয়েন্টে। তথ্যপ্রযুক্তি খাতের ১৮.৭ পয়েন্টে, ঔষুধ ও রসায়ন খাতের ১৯.১ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৭.৮ পয়েন্টে, বীমা খাতের ১১.৩ পয়েন্টে, বস্ত্র খাতের ২০.৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৭.৭ পয়েন্টে,

এছাড়া, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৫.৩ পয়েন্টে, জ্বালানী ও শক্তি খাতের ১২.৪ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৫.৬ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২২.৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২০.৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৯.৮ পয়েন্টে, সিরামিক্স খাতের ১৯.৮ পয়েন্টে এবং পাট খাতে – ৩২.২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৫ দিনে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ। তবে এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৯২ কোটি ৭৮ লাখ বা ৩.৯৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৫.৫০১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৭৯.৯৫৯ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৫ হাজার ৫৪২ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২২৬৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ২৩৫৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯২ কোটি ৭৮ লাখ বা ৩.৯৩ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৮৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৩৯.৮৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৭৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ২১.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৬ কোটি ২০ লাখ ৯ হাজার ১০১ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৯৬৮ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২৩৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ কমে দাড়িয়েছে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৮২টি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম