চাল আমদানির ওপর আরোপিত শুল্কহার হবে ২৮ শতাংশ: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল আমদানিতে শুল্ক আরোপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘চাল আমদানিতে আবারও শুল্ক আরোপ করা হবে। ৭ জুন (বৃহস্পতিবার) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার দিন থেকেই এটি কার্যকর হবে। চাল আমদানির ওপর আরোপিত শুল্কহার হবে ২৮ শতাংশ।’

সোমবার (০৪ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রিনজস টি রিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে যেহেতু চালের চাহিদার তুলনায় কয়েকগুণ মজুদ বেশি, ফলনও বেশি হয়েছে, তাই শুল্ক আরোপ করা হবে। এতে বাজারে প্রভাব পড়বে না।’ তিনি বলেন, ‘গতবছর ১০ লাখ টন চাল উৎপাদন কম হয়েছিল। এতে ধাপে ধাপে সরকার চালের ওপর আরোপিত ২৮ শতাংশ শুল্ক প্রত্যাহার করে।’

এবার বোরোতে বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানিও হয়েছে ঘাটতির চেয়ে ৮/১০ গুণ বেশি। তাই কৃষকের স্বার্থেই শুল্ক বসানো হচ্ছে। প্রয়োজন পড়লে আবার কমানো হবে।’

গত বছর আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেডআর

জাতীয় বাজেট ঘোষণা ৭ জুন বৃহস্পতিবার

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ২০১৮-১৯ অর্থবছরের বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং ব্যক্তিগত ১২তম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

আজ অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনের মাধ্যমে একাধারে দশবার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।

প্রতিবারের ন্যায় এবারো ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে। ওইদিন বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, সম্পূরক আর্থিক বিবৃৃতি, মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, বিকশিত শিশু : সমৃদ্ধ বাংলাদেশ।

বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd -এ বাজেটের সকল তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করা যাবে এবং দেশ বা বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেডআর

বিডি অটোকার্সের দর বাড়ার কোনো কারণ নেই

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি বিডি অটোকার্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ১০৯.৩ টাকা এবং আজ ৪ জুন সোমবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৩১.১ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে বিডি অটোকার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ গত ২৮ মে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিস্টেড-আনলিস্টেড কোম্পানির করপোরেট ট্যাক্স সর্বোচ্চ ৩৭.৫ শতাংশ: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘ব্যাংকসহ লিস্টেড-আনলিস্টেড সব কোম্পানির ক্ষেত্রে করপোরেট ট্যাক্সের সর্বোচ্চ হার হবে ৩৭.৫ শতাংশ।’

সোমবার (৪ জুন) বেলা পৌনে ৪টার দিকে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে ভ্যাটকে ৯ স্তর থেকে পাঁচ স্তরে নামিয়ে আনা হবে। সর্বোচ্চ হার হবে ১৫ শতাংশ। আগামী বছর পাঁচ স্তর থেকে তিন স্তরে নামিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘সিগারেট ও মোবাইল কোম্পানির জন্য করপোরেট ট্যাক্স ৪৫ শতাংশ অপরিবর্তিত থাকবে। এছাড়া ব্যাংকসহ লিস্টেড-আনলিস্টেড সব কোম্পানির ক্ষেত্রে করপোরেট ট্যাক্সের সর্বোচ্চ হার হবে ৩৭.৫ শতাংশ।’

মুহিত বলেন, ‘এবারের বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকার কম বেশি হবে। প্রকৃত ফিগার আমি এই মুহূর্তে বলতে পারছি না।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

ট্যারিফ কমিশন আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তা ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়াটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনটি আরও সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করেছে মন্ত্রিসভা।

এছাড়াও অর্থ সচিব মুসলিম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশিষ বসু, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, শিল্প সচিব এম আব্দুল্লাহ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। ট্যারিফ কমিশন চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

ফারইস্ট ফাইন্যান্সের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

fareast-01স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তোফাজ্জেল হোসেন নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ ৭৩ হাজার শেয়ার বিক্রি করলেন।

এই উদ্দ্যোক্তা পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কোহিনূর কেমিক্যালসের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-৩’

kohiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ এপ্রিল পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এবি ব্যাংকের ঋণমান ‘এ১’ ও ‘এসটি-২’

ab-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ১’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. বার্জার পেইন্টস
  3. নাহি এ্যালুমিনিয়াম
  4. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  5. স্কয়ার ফার্মা
  6. বেক্সিমকো লিমিটেড
  7. বিএসআরএম লিমিটেড
  8. মুন্নু সিরামিক্স
  9. লিগ্যাসী ফুটওয়ার
  10. গ্রামীন ফোন লিমিটেড।