দিন শেষে দুই শেয়ারবাজারে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪০২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা কমেছে। এদিন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪০২ কোটি ৫ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪২৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৪ টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আলিফ ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস, নাহি এ্যালুমিনিয়াম, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, মুন্নু সিরামিক্স, লিগ্যাসী ফুটওয়ার ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ১৬ কোটি ৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঝিল-বাংলা সুগার মিলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

zeal banglaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ঝিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ৪১.৮ টাকা এবং গতকার ৩ জুন রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৫০.২ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রথম ঘন্টায় দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় দিনে ১ম ঘন্টিয় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। সোমবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৬০ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ গত ৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বিইএফটিএন, ইএফটি এবং ওয়ারেন্টের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ৩০ মে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রি করলেন।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মুন্নু জুট স্ট্যাফলার্সের দর বাড়ার কোনো কারণ নেই

monnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ মে এ শেয়ারের দর ছিল ১৬০৪.৪ টাকা এবং গতকার ৩ জুন রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৩২০.১ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে

NHFL-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইসলামী ব্যাংকের ঋণমান ‘এএএ’ ও ‘এসটি-১’

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং )। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাফকো স্পিনিংয়ের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

safko-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ মে এ শেয়ারের দর ছিল ১৬.৩ টাকা এবং গতকার ৩ জুন রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১৯.৯ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সাফকো স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আলিফ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৮ মে এ শেয়ারের দর ছিল ৮৫ টাকা এবং গতকার ৩ জুন রবিবার এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ১১১.৬ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম