এক মাসের ব্যবধানেই ফের শেয়ারবাজার ছাড়ছেন বিদেশিরা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্চ মাসে একটু বাজারমুখী হওয়ার পর এপ্রিল মাস থেকে আবারও শেয়ারবাজার ছাড়তে শুরু করেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। মে মাসে গিয়ে শেয়ার বিক্রির এই প্রবণতা ‘হিড়িক’ পর্যায়ে ঠেকেছে।

উল্লেখিত মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন প্রায় দ্বিগুণ। এর আগে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রয়ারি মাসেও ব্যাপক হারে শেয়ার বিক্রি করেছিলেন তারা। তবে মার্চ মাসে গিয়ে শেয়ার বিক্রির প্রবণতা থেমেছিলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোর্টিয়ামের প্রস্তাব নিয়ে ডিএসই ও নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনসহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে এপ্রিল মাসজুড়ে দরপতন অব্যাহত ছিলো। এ কারণে তারা শেয়ার বিক্রি করে বাজার ছাড়তে শুরু করেন। কিন্তু ইস্যুটি সুরাহা হওয়ার পরও এখনো বাজার ঘুরে দাঁড়াচ্ছে না। বরং দরপতন হয়েই যাচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ইসলামী ব্যাংক, মুন্নু সিরামিক এবং গ্রামীণফোনসহ বড় বড় কোম্পানির শেয়ার বিক্রি করে দিচ্ছেন তারা।

ডিএসই’র তথ্য মতে, মে মাসে বিদেশি-প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন ৬২৪ কোটি ১৭ লাখ টাকার। তার বিপরীতে শেয়ার কিনেছেন ৩৪১ কোটি ৮৩ লাখ টাকার।

এর আগের মাস এপ্রিলে তাদের লেনদেন হয়েছিলো ১ হাজার ৩০ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৩৪৪ টাকার। এর মধ্যে ৫২৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৬০২ টাকা শেয়ার বিক্রি বাবদ, আর শেয়ার ক্রয় বাবদ ৫০৩ কোটি ২ লাখ ৬৩ হাজার ৭৪২ টাকা।

অথচ মার্চে বিদেশিদের মোট লেনদেন হয়েছিলো ৭৫৫ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ২১০ টাকা। এর মধ্যে শেয়ার কিনেছিলেন ৪৫৫ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৯০৩ টাকা। বিপরীতে শেয়ার বিক্রি করেছিলেন মাত্র ২৯৯ কোটি ২৬ লাখ ৫০ হাজার ৩০৭ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেডআর

মে মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল ফিতরে নতুন পোশাক কেনাকাটার কারণে মাস ওয়ারি খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে। এপ্রিল মাসে এখাতে ৩ দশমিক ৪৯ শতাংশ মূল্যস্ফীতির হার ছিল। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদুল ফিতরের মাস খানেক আগ থেকেই কেনাকাটা শুরু হয়। এ কারণে এই খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে।

সোমবার (০৪ জুন) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া মে মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঈদে ছোট বড় সবার কাপড় চোপড় কেনা কাটার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। অস্বাভাবিক হারে মূল্যস্ফীতি বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যে।

বিবিএসের মূল্যস্ফীতির হার পর্যালোচনা করলে দেখা গেছে, প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিবিধ সেবা খাতের মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হয়েছে।

বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা যায়, মাস ওয়ারি খাদ্যপণ্যে এপ্রিল মাসের চেয়ে মে মাসে মূল্যস্ফীতি কমেছে। এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। মে মাসে এর হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাক-সবজি, ফল, মসলা, দুগ্ধ জাতীয় ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্যস্ফীতি জুন মাসের তুলনায় জুলাই মাসে কমেছে। কমেছে মাসওয়ারি সাধারণ খাতে মূল্যস্ফীতির হার। মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ, এপ্রিলে ছিল ৫ দশমিক ৬৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেডআর

পোশাক রপ্তানিতে আয় আরও বেড়েছে

pooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২ হাজার ৮১২ কোটি ৮৫ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭৭ শতাংশ বেশি। ১০ মাস শেষে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ।

এদিকে পোশাক খাতের ওপর ভর দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত আছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ হাজার ১৬২ কোটি ২৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়। সব মিলিয়ে গত অর্থবছরে ৩ হাজার ৪৬৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

আজ মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। ওই পরিসংখ্যানে দেখা যায়, পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪৪ শতাংশ কম রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, পোশাক ছাড়াও পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, কৃষিজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়নি।

শুধু মে মাসে ৩৩২ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩০৪ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে গত মে মাসে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি অর্থবছর ৩ হাজার ৭৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে তৈরি পোশাকে ৩ হাজার ১৬ কোটি, চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩৮ কোটি, পাট ও পাটজাত পণ্যে ১০৫ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা আছে।

চলতি অর্থবছর রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত ৩১ মে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পোশাক কারখানায় প্রচুর ক্রয়াদেশ আছে। আশা করছি, ৩ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।’

এ ছাড়া চলতি অর্থবছর পণ্য ও সেবা খাত মিলে ৪ হাজার ১৫০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তিন কোম্পানির লেনদেন স্থগিত আগামীকাল

trade-suspended-shaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড আগামীকাল ৬ জুন বুধবার লেনদেন স্থগিত থাকবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ৬ জুন বুধবার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারন সভার (এজিএম) ও ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের বিশেষ সাধারন সভার (ইজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানি গুলো আগামীকাল বুধবার শেয়ার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ৭ জুন বৃহস্পতিবার থেকে কোম্পানি গুলো শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. মুন্নু সিরামিক্স
  3. বেক্সিমকো লিমিটেড
  4. শাশা ডেনিমস
  5. স্কয়ার ফার্মা
  6. খুলনা পাওয়ার
  7. গ্রামীন ফোন
  8. বিডি অটোকার্স
  9. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  10. বার্জার পেইন্টস লিমিটেড।

ডিএসই ও সিএসইতে লেনদেন কমলেও সূচক বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৮২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা কমেছে। এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪০২ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায়  ২০ কোটি টাকা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬ টির। আর দর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক্স, বেক্সিমকো লিমিটেড, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, গ্রামীন ফোন, বিডি অটোকার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৮.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৬৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৭৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওয়ান ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে

one bank-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। মঙ্গলবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ আজ ৫ জুন মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাউথইস্ট ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আকিকুর রহমান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার ক্রয়ে করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৮০ কোটি টাকা তোলার অনুমতি পায়নি বারাকা পাওয়ার

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৮০ কোটি টাকা তোলার অনুমতি পায়নি। মঙ্গরবার ডিএসই সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, উদ্যোক্তা ও পরিচালকেরা সম্মিলিত ভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে না পারায় কোম্পানিটিকে প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৮০ কোটি টাকা তোলার অনুমতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভায় ১০ টাকা দরে ৮ কোটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে বাজার থেকে ৮০ কোটি টাকা তোলার সিদ্ধান্ত হয়েছিল। শেয়ারগুলোর মেয়াদ নির্ধারণ হয়েছিল ৫ থেকে ৭ বছরে এবং প্রতি বছর ৮ থেকে ৯ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন

suchokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে ১ম ঘন্টিয় ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা ১১মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ১৯.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৮৯ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম