বিপিডিবি থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড পেল বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে। রবিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিবিএস ক্যাবলস সিলেট বিভাগে মোট ২১০০ কিলোমিটার তার সরবরাহ করবে। এই তারের মূল্য ১৫ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা।

কোম্পানিটির এনওএ গ্রহণের ২৮ দিনের মধ্যে বিআরইবির সাথে চুক্তি সই হবে। চুক্তি সইয়ের চার মাসের মধ্যে পণ্য সরবরাহ করা হবে। চুক্তি সইয়ের পর চূড়ান্ত নোটিস পাবে বিবিএস ক্যাবলস।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিডি ওয়েল্ডিংয়ের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bdweldinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডের (বিডি ওয়েল্ডিং) চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটির লোকসান ২ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭২ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটির লোকসান কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৫৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১২.০৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কিছু সুবিধা থাকলেও ব্যবসায় ব্যয় বাড়বে : এফবিসিসিআই

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যয় বাড়বে বলে মনে করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠনটি বলেছে, বর্তমান যানজটে দ্রুত যাতায়াতের জন্য এ ধরনের সেবার জনপ্রিয়তা বাড়ছে।

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রাথমিক পর্যালোচনায় এ কথা বলেছে এফবিসিসিআই। আজ শনিবার এ উপলক্ষে রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

এতে লিখিত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম উবার, পাঠাওসহ বিভিন্ন অ্যাপসভিত্তিক সেবার ওপর থেকে ভ্যাট তুলে নেওয়ার আহ্বান জানান। এবারের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অ্যাপসভিত্তিক পরিবহন সেবার ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ করেছেন। এ ছাড়া ৩ থেকে ৪ শতাংশ উৎসে আয়কর আরোপ করা হয়েছে।

সার্বিক বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের মূল্যায়ন হলো, এ বাজেটে আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তাবেষ্টনী ইত্যাদি খাতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সংখ্যা এবং মাসিক ভাতার হার বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়নের বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সঠিকভাবে বাস্তবায়িত হলে তা নিঃসন্দেহে বিনিয়োগ ও শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়া গতিশীল করবে বলে মনে করছে এফবিসিসিআই।

অবশ্য বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার ব্যাংক খাত থেকে বাড়তি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে বলে মনে করে এফবিসিসিআই। সংগঠনটি এ বিষয়ে তদারকি জোরদার করার তাগিদ দিয়েছে।

বাজেট ব্যবসাবান্ধব কি না, জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ব্যবসায়ীদের বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যয় বাড়বে। তবে সামগ্রিক বিষয় বিবেচনায় নিলে বাজেটে বিশেষ কোনো হেরফের হবে না।

এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ন্যাশনাল ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৫ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ব্যাংকটির এজিএম আগামী ১১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এই এজিএমের তারিখ পরিবর্তন করে আগামী ২৭ জুন নির্ধারন করা হয়েছে।

এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

national bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম