জেমিনি ফুডের ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৩’

geminiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি ফুড লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডাচ-বাংলা ব্যাংকের ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-১’

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সমতা লেদারের দর বাড়ার কোনো কারণ নেই

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৮ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৭.৭ টাকা। আজ মঙ্গলবার ১২ জুন তা বেড়ে ৫৮.২ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে জমা হয়েছে। আর বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরে ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস সহ মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. খুলনা পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. ফার্মা এইডস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. গ্রামীন ফোন
  6. স্কয়ার ফার্মা
  7. জেএমআই সিরিঞ্জ
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. লিগ্যাসি ফুটওয়্যার
  10. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

দিন শেষে দুই শেয়ারবাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৫৭ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৫০ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ফার্মা এইডস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ারহোল্ডারদের বিওতে লভ্যাংশ পাঠিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। মঙ্গলবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ আজ ১২ জুন মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার লিজিংয়ের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিওতে

premier-leasing-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। মঙ্গলবার সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ আজ ১২ জুন মঙ্গলবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস সহ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রথম ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

suchakeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে প্রথম ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১১টা ৬মিনিটে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৬ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৯৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফার্মা এইডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Pharma-Aid-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৮ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৩৫.৬ টাকা। গতকাল সোমবার ১১ জুন তা বেড়ে ৫৫০.৯ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে ফার্মা এইডস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম