ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট কমছে!

fa3cc8dccf4eb16fa393f0717123622d-5b2bb69cb964fস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইন্টারনেটের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) দিতে হয় ১৫ শতাংশ। এই হার কমিয়ে আনা হচ্ছে ১০ শতাংশে। বৃহস্পতিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। এ তথ্য জানালেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর।

দেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক সাত সংগঠন (অ্যামটব, বিসিএস, বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য ও ই-ক্যাব) বাজেট সংক্রান্ত দাবি নিয়ে আলোচনায় বসেছিল।

বৈঠকে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরসহ আরও অনেকে।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিভাগীয় প্রধানদের কর্মসম্পাদন চুক্তি

commerce-ministryapaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থার প্রধানরা এ চুক্তিতে সই করেন।

বাণিজ্য মন্ত্রালয়ের অধীন বিভাগগুলো হল- বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), আমদানি ও রপ্তানি অধিদপ্তর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়েন্ট স্টক কোম্পানি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো।

এসব দপ্তর ও সংস্থার প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিক নিদের্শনা অনুযায়ী প্রতিবছর এ চুক্তি করা হয়।

বাণিজ্যমন্ত্রী এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করেন এবং দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশলে সফলতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বিডিনিউজ
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সুদহার না কমালে কর্পোরেট ট্যাক্স সুবিধা বন্ধ : এনবিআর

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট করহার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। যদি ব্যাংকগুলো সুদহার না কমায় তাহলে কর্পোরেট ট্যাক্স কমানোর সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার (২১ জুন) রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থান করেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ও এমসিসিআইয়ের ট্যারিফ অ্যান্ড ট্যাক্সেশন সাব-কমিটির সদস্য আদিব এইচ খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট ট্যাক্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বলা হচ্ছে আমরা ব্যাংকারদের সুবিধা দিয়েছি। প্রকৃত অর্থে তারা সৌভাগ্যক্রমে সুবিধা পেয়েছে। তবে সবার ক্ষেত্রে কমানো হলে অনেক র‌্যাভিনিউ কম হত। তাই কমানো সম্ভব হয়নি। আমরা তাদের কর্পোরেট করহার কমিয়েছি, যাতে তারা সুদের হার কমাতে পারে।

তিনি বলেন, ব্যাংকের কর্পোরেট ট্যাক্স কমানোর মূল উদ্দেশ্য ঋণের সুদহার কমানো। এতে বিনিয়োগ বাড়বে। যদিও সুদহার কামানোর শর্ত আরোপ করা হয়নি। আল্টিমেটলি এ শর্ত আরোপ করা হবে যে ঋণের সুদ না কমালে কর্পোরেট ট্যাক্সের সুবিধা দেয়া হবে না।

তিনি আরও বলেন, এর আভাস আজই পাওয়া গেছে। ব্যাংকগুলো সুদহার ঘোষণা করেছে। তারা নামিয়ে আনবে।

সঞ্চয়পত্রের সুদহার প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, সঞ্চয়পত্রকে অটোমেশনের আওতায় আনা হবে। সঞ্চয়পত্রে সুদহারকে একটা রিজনেবল অবস্থায় আনা হবে। বেশি কমানো ঠিক হবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দেশের ৯০ ভাগ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন দেশের ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছানো হয়েছে।

তিনি বলেন, বাকি ১০ শতাংশ গ্রামে বিদ্যুতায়ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

তিনি আজ সংসদে সরকারি দলের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারি দলের আ. ফ. ম বাহাউদ্দিন (নাছিম)’র অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের লক্ষ্যে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে।

তিনি বলেন, এ পরিকল্পনার আওতায় উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। ২০০৯ সালের তুলনায় বর্তমানে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুতের বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের পরিমাণ ১১ হাজার ৬০ সার্কিট কিলোমিটার এবং গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।

তিনি বলেন, দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে দেশের শতকরা ৯০ শতাংশ মানুষকে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে (নবায়নযোগ্য জ্বালানিসহ) এবং প্রতি মাসে প্রায় ৩ লাখ গ্রাহক সংযুক্ত করার মাধ্যমে আগামী অর্থ-বছরে শতভাগ বিদ্যুতায়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার দক্ষতা ও সুরক্ষা বাড়াতে সরকার এক দশকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিসিক প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পনগরী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : শিল্পমন্ত্রী

amuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি অর্থবছরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ শীর্ষক দু’টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।

তিনি আজ সংসদে সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৭৪৭টি প্লটে ৭৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে এবং ৩৩ হাজার ২শ’ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আমির হোসেন আমু বলেন, এছাড়া সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাফার গোডাউন নির্মাণের কার্যক্রম চলছে।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আওতায় মুদ্রণ শিল্পের জন্য একটি পৃথক শিল্প নগরী স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৮ হাজার ৩৭২ কোটি ২৪ লাখ টাকার ১৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকসভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

একনেক সভাশেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ১৫টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৮ হাজার ৩৭২ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১১ হাজার ২২৪ কোটি ৮২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৫৮৮ কোটি ৪৬ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ছয় হাজার ৫৫৪ কোটি ৯৬ লাখ টাকা।

এ সময় পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ভিএফএস থ্রেড ডায়িং’র আইপিও : সাবস্ক্রিপশন শুরু রবিবার

vfs_logo_2স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৪ জুন রবিবার। এই আবেদন ২ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটিকে ২২ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৮ মে কমিশনের ৬৩৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত ২২ কোটি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ভিএফএস থ্রেড লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.২৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

এনসিসি ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-১’

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ইসিআরএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/

  1. গ্রামীন ফোন
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. খুলনা পাওয়ার
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. ইউনাইটেড পাওয়ার
  6. ওয়েষ্টার্ণ মেরিন
  7. বেক্সিমকো লিমিটেড
  8. আনোয়ার গ্যালভানাইজিং
  9. ন্যাশনাল টিউবস
  10. কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে শেষদিনেও উর্ধ্বমূখীতা : সিএসইতে লেনদেন দ্বিগুন

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সূচকের সাথে সাথে টাকার অংকে লেনদেনে বড় ধরণের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন দ্বিগুন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৭৬ কোটি ৯৭ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৭.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীন ফোন, আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ওয়েষ্টার্ণ মেরিন, বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল টিউবস ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে দ্বিগুন বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এ্যাপেক্স ফুডস ও রেকিটবেনকাইজার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড